ETV Bharat / state

উত্তরবঙ্গ মেডিক্যালে 'থ্রেট কালচার' ! মুখ্য়সচিবকে তদন্তের নির্দেশ রাজ্যপালের - North Bengal Medical College

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2024, 1:10 PM IST

Updated : Sep 17, 2024, 1:20 PM IST

Raju Bista on North Bengal Medical College: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দুর্নীতি ও থ্রেট কালচারের অভিযোগের বিষয়ে রাজ্যের মুখ্য়সচিবকে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল ৷ মঙ্গলবার সেই কথা জানালেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা ৷

Raju Bista on North Bengal Medical College
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে তদন্তের নির্দেশ রাজ্যপালের (ইটিভি ভারত)

দার্জিলিং, 17 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডের পর রাজ্যের হাসপাতালগুলিতে দুর্নীতি ও থ্রেট কালচার নিয়ে সরব চিকিৎসক মহল ৷ সেই বিষয়ে পদক্ষেপ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দুর্নীতি ও থ্রেট কালচারের অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যের মুখ্য়সচিবকে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল ৷ এমনই দাবি দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার ৷

দীর্ঘদিন ধরে চলা উত্তরবঙ্গ লবির থ্রেট কালচার, দুর্নীতি এবং পড়ুয়াদের পরীক্ষার নম্বরে হেরফেরের অভিযোগ তুলে রাজ্যপাল ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি লেখেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ ৷ চিঠিতে সিবিআই তদন্তের দাবি জানান তিনি ৷ তাঁর সেই চিঠির পাওয়ার পরই বিষয়টি নিয়ে মুখ্যসচিবকে তদন্তের নির্দেশ দেন রাজ্যপাল ৷

এই প্রসঙ্গে সাংসদ বলেন, "বহু মানুষ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উপর চিকিৎসার জন্য নির্ভর করেন । কিন্তু আরজি করের ঘটনার পর ওই কলেজ ও হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে ৷ উন্নয়নের নামে কেন্দ্রের টাকা নয় ছয় করা, উত্তরবঙ্গ লবির থ্রেট কালচার, দুর্নীতি এই সব নিয়ে একাধিক অভিযোগ রয়েছে । এমনকি, কেউ প্রতিবাদ করলে প্রতিবাদী অধ্যাপকের বদলি, পড়ুয়াদের হুমকি, নম্বর কমিয়ে দেওয়ার মতো অভিযোগও সামনে এসেছে ৷"

সাংসদ আরও বলেন, "এই অভিযোগ পাওয়ার পরই আমি চেয়েছিলাম সিবিআই বিষয়টির তদন্ত করুক ৷ সেই কারণে রাজ্যপালের কাছে আমি আবেদন জানাই ৷ আমি চাই, আরজি করের তদন্তের পাশাপাশি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেরও তদন্ত হয়ে যাক ৷ এ ব্যাপারে রাজ্যপালকে পদক্ষেপ করার জন্য আবেদন জানাই ৷ সেই মতো রাজ্যপাল মুখ্যসচিবকে তদন্তের জন্য পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ৷"

প্রসঙ্গত, আরজি কর-কাণ্ডের পর উত্তরবঙ্গ লবির ধারক-বাহক চিকিৎসক সুশান্ত রায়, তাঁর ছেলে সৌত্রিক রায়-সহ অভীক দে, সোহম মণ্ডলের নাম উঠে আসে । ইতিমধ্যেই থ্রেট কালচারের অভিযোগে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ডিন সন্দীপ সেনগুপ্ত ও সহকারী ডিন সুদীপ্ত শীল পদত্যাগ করেছেন । পাশাপাশি 12 জন অধ্যাপক চিকিৎসক, হাউজ স্টাফ, ইন্টার্ন ও পড়ুয়াকে সাসপেন্ড করেছে কলেজ কাউন্সিল ।

দার্জিলিং, 17 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডের পর রাজ্যের হাসপাতালগুলিতে দুর্নীতি ও থ্রেট কালচার নিয়ে সরব চিকিৎসক মহল ৷ সেই বিষয়ে পদক্ষেপ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দুর্নীতি ও থ্রেট কালচারের অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যের মুখ্য়সচিবকে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল ৷ এমনই দাবি দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার ৷

দীর্ঘদিন ধরে চলা উত্তরবঙ্গ লবির থ্রেট কালচার, দুর্নীতি এবং পড়ুয়াদের পরীক্ষার নম্বরে হেরফেরের অভিযোগ তুলে রাজ্যপাল ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি লেখেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ ৷ চিঠিতে সিবিআই তদন্তের দাবি জানান তিনি ৷ তাঁর সেই চিঠির পাওয়ার পরই বিষয়টি নিয়ে মুখ্যসচিবকে তদন্তের নির্দেশ দেন রাজ্যপাল ৷

এই প্রসঙ্গে সাংসদ বলেন, "বহু মানুষ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উপর চিকিৎসার জন্য নির্ভর করেন । কিন্তু আরজি করের ঘটনার পর ওই কলেজ ও হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে ৷ উন্নয়নের নামে কেন্দ্রের টাকা নয় ছয় করা, উত্তরবঙ্গ লবির থ্রেট কালচার, দুর্নীতি এই সব নিয়ে একাধিক অভিযোগ রয়েছে । এমনকি, কেউ প্রতিবাদ করলে প্রতিবাদী অধ্যাপকের বদলি, পড়ুয়াদের হুমকি, নম্বর কমিয়ে দেওয়ার মতো অভিযোগও সামনে এসেছে ৷"

সাংসদ আরও বলেন, "এই অভিযোগ পাওয়ার পরই আমি চেয়েছিলাম সিবিআই বিষয়টির তদন্ত করুক ৷ সেই কারণে রাজ্যপালের কাছে আমি আবেদন জানাই ৷ আমি চাই, আরজি করের তদন্তের পাশাপাশি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেরও তদন্ত হয়ে যাক ৷ এ ব্যাপারে রাজ্যপালকে পদক্ষেপ করার জন্য আবেদন জানাই ৷ সেই মতো রাজ্যপাল মুখ্যসচিবকে তদন্তের জন্য পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ৷"

প্রসঙ্গত, আরজি কর-কাণ্ডের পর উত্তরবঙ্গ লবির ধারক-বাহক চিকিৎসক সুশান্ত রায়, তাঁর ছেলে সৌত্রিক রায়-সহ অভীক দে, সোহম মণ্ডলের নাম উঠে আসে । ইতিমধ্যেই থ্রেট কালচারের অভিযোগে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ডিন সন্দীপ সেনগুপ্ত ও সহকারী ডিন সুদীপ্ত শীল পদত্যাগ করেছেন । পাশাপাশি 12 জন অধ্যাপক চিকিৎসক, হাউজ স্টাফ, ইন্টার্ন ও পড়ুয়াকে সাসপেন্ড করেছে কলেজ কাউন্সিল ।

Last Updated : Sep 17, 2024, 1:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.