ETV Bharat / state

গোপনে থেকেই নিম্ন আদালতে আগাম জামিনের আবেদন ! সন্দেশখালি কাণ্ডে রিপোর্ট চাইল আদালত - Sandeshkhali

Sheikh Shahjahan Sandeshkhali Incident: আড়ালে থেকে ইডির বিশেষ আদালতে জামিনের আবেদন করেছিলেন শেখ শাহজাহান ৷ সেই শুনানি আজ হওয়ার কথা ৷ এরই মধ্যে জেলা দায়রা আদালতে জামিনের আবেদন জানিয়েছেন সন্দেশখালি কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা ৷

ETV Bharat
সন্দেশখালি কাণ্ডে অভিযুক্ত শেখ শাহজাহান এখনও ফেরার
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 3, 2024, 9:11 AM IST

বারাসত, 3 ফেব্রুয়ারি: অন্তরালে থেকেই জেলা জজ কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন সন্দেশখালি কাণ্ডের 'মাস্টারমাইন্ড' তৃণমূল নেতা শেখ শাহজাহান ৷ এদিকে সেই শুনানির আগে ন‍্যাজাট থানার কাছে রিপোর্ট চেয়ে পাঠাল বারাসত আদালত ৷ 5 জানুয়ারি সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালাতে যায় ইডি ৷ সেদিন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের উপর আক্রমণ চালায় স্থানীয়রা ৷ তাতে মদত জোগানোর অভিযোগ উঠেছে শেখ শাহজাহানের বিরুদ্ধে ৷

আদালত সূত্রে খবর, এই মামলায় বসিরহাটের পুলিশ সুপারের কাছে কেস ডায়েরি এবং নথির বিষয়ে জানতে চাওয়া হয়েছে । সেই মতো পুলিশ সুপারের দফতর থেকে মামলার নথি সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট আদালতে পাঠানোর তোড়জোড় শুরু হয়েছে ৷ এমনকী জামিনের শুনানির দিনে মামলার তদন্তকারী পুলিশ আধিকারিককেও তলব করা হয়েছে ৷

এর আগে 29 জানুয়ারি ইডির বিশেষ আদালতে আগাম জামিনের আবেদনের শুনানি করেছিল দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান ৷ সেই মামলার শুনানি 3 ফেব্রুয়ারি ৷ এদিকে গত মঙ্গলবার উত্তর 24 পরগনার জেলা জাজ কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন শাহজাহানের আইনজীবী ৷ সেই আবেদনের শুনানি হবে 26 ফেব্রুয়ারি ৷ এনিয়ে তখনই মামলার নথি খতিয়ে দেখার ইঙ্গিত দিয়েছিলেন জেলার মুখ্য সরকারি আইনজীবী শান্তময় বোস ৷ এমনকী ন‍্যাজাট থানা থেকে মামলার কেস ডায়েরি তলব করার বিষয়টিও তুলে ধরেছিলেন তিনি ৷ এরই মধ্যে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার রিপোর্ট পুলিশের কাছে চেয়ে পাঠাল বারাসত আদালত ৷

যদিও এনিয়ে বসিরহাটের পুলিশ সুপার কিংবা বারাসত আদালতের কোনও আইনজীবীই মুখ খুলতে চাননি ৷ তবে যে কোনও মামলার শুনানির আগে সেই মামলার নথি কিংবা কেস ডায়েরি চাওয়া আদালতের এক্তিয়ারভুক্ত বলেই মনে করছে আইজীবীদের একাংশ ৷

এদিকে, সন্দেশখালি কাণ্ডের 'মাস্টারমাইন্ড' তৃণমূল নেতা শেখ শাহজাহানের ব‍্যাংক অ্যাকাউন্টে এবার নজর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির ৷ সন্দেশখালির দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার ক'টা ব‍্যাংক অ্যাকাউন্ট রয়েছে ? কোন ব‍্যাঙ্কের কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে ? তা জানতে মুম্বইয়ের অ্যান্টি মানি লন্ডারিং ইউনিটের নোডাল অফিসারকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা ৷ অভিযুক্ত শেখ শাহজাহানের ব‍্যাংক অ্যাকাউন্টের গত 10 বছরের স্টেটমেন্ট চাওয়া হয়েছে ৷

ইডি সূত্রের খবর, শেখ শাহজাহান ও তাঁর পরিবারের কোথায় কত সম্পত্তি রয়েছে, তার তালিকাও তৈরি করা হচ্ছে ৷ তৃণমূল নেতা আয়কর রিটার্ন জমা দিতেন কি না, সেই তথ্যও সংগ্রহ করছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ৷ সব ব‍্যাংকের কাছে নাম ও প‍্যান কার্ডের নম্বর পাঠিয়ে গ্রাহকের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য চেয়েছে মুম্বইয়ের অ্যান্টি মানি লন্ডারিং ইউনিট ৷ ব‍্যাংক স্টেটমেন্ট পেলে শেখ শাহজাহানের আয় ও সম্পত্তির হিসেব মিলিয়ে দেখা হবে ৷

সন্দেশখালিতে ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপর হামলার ঘটনা 'মাস্টারমাইন্ড' শেখ শাহজাহানকে এখনও ধরতে পারেনি পুলিশ ৷ 28 দিন পরেও 'ফেরার' এই তৃণমূল নেতা কোথায় রয়েছে, তার উত্তর কারও কাছে নেই ৷ ফলে, 'ফেরার' শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারেনি ন‍্যাজাট থানার পুলিশ ৷ আদালত তৃণমূলের 'বাহুবলী' নেতা শাহজাহানকে 'আত্মসমর্পণ' করার নির্দেশ দিলেও তিনি তা করেননি ৷ হাজিরাও দেননি সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে ৷ অথচ,অন্তরালে থেকে তিনি নাকি তাঁর যাবতীয় কাজকর্ম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ ৷ এমনকী 'পলাতক' তৃণমূল নেতা শেখ শাহজাহান গোপনপুরী থেকে বারবার জামিনের আবেদন করে চলেছেন ৷ আর তাতেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

আরও পড়ুন:

  1. শেখ শাহজাহানের সম্পত্তির পরিমাণ জানতে বিশেষ পদক্ষেপ ইডির
  2. 'ব্রিটিশরাও অনেক স্বাধীনতা সংগ্রামীকে খুঁজে পায়নি', শাহজাহান প্রসঙ্গে শোভনদেব
  3. ইডির হাতে শাহজাহানের বিরুদ্ধে কোনও তথ্য নেই, তাই এখনই পদক্ষপ নয়; জানাল আদালত

বারাসত, 3 ফেব্রুয়ারি: অন্তরালে থেকেই জেলা জজ কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন সন্দেশখালি কাণ্ডের 'মাস্টারমাইন্ড' তৃণমূল নেতা শেখ শাহজাহান ৷ এদিকে সেই শুনানির আগে ন‍্যাজাট থানার কাছে রিপোর্ট চেয়ে পাঠাল বারাসত আদালত ৷ 5 জানুয়ারি সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালাতে যায় ইডি ৷ সেদিন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের উপর আক্রমণ চালায় স্থানীয়রা ৷ তাতে মদত জোগানোর অভিযোগ উঠেছে শেখ শাহজাহানের বিরুদ্ধে ৷

আদালত সূত্রে খবর, এই মামলায় বসিরহাটের পুলিশ সুপারের কাছে কেস ডায়েরি এবং নথির বিষয়ে জানতে চাওয়া হয়েছে । সেই মতো পুলিশ সুপারের দফতর থেকে মামলার নথি সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট আদালতে পাঠানোর তোড়জোড় শুরু হয়েছে ৷ এমনকী জামিনের শুনানির দিনে মামলার তদন্তকারী পুলিশ আধিকারিককেও তলব করা হয়েছে ৷

এর আগে 29 জানুয়ারি ইডির বিশেষ আদালতে আগাম জামিনের আবেদনের শুনানি করেছিল দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান ৷ সেই মামলার শুনানি 3 ফেব্রুয়ারি ৷ এদিকে গত মঙ্গলবার উত্তর 24 পরগনার জেলা জাজ কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন শাহজাহানের আইনজীবী ৷ সেই আবেদনের শুনানি হবে 26 ফেব্রুয়ারি ৷ এনিয়ে তখনই মামলার নথি খতিয়ে দেখার ইঙ্গিত দিয়েছিলেন জেলার মুখ্য সরকারি আইনজীবী শান্তময় বোস ৷ এমনকী ন‍্যাজাট থানা থেকে মামলার কেস ডায়েরি তলব করার বিষয়টিও তুলে ধরেছিলেন তিনি ৷ এরই মধ্যে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার রিপোর্ট পুলিশের কাছে চেয়ে পাঠাল বারাসত আদালত ৷

যদিও এনিয়ে বসিরহাটের পুলিশ সুপার কিংবা বারাসত আদালতের কোনও আইনজীবীই মুখ খুলতে চাননি ৷ তবে যে কোনও মামলার শুনানির আগে সেই মামলার নথি কিংবা কেস ডায়েরি চাওয়া আদালতের এক্তিয়ারভুক্ত বলেই মনে করছে আইজীবীদের একাংশ ৷

এদিকে, সন্দেশখালি কাণ্ডের 'মাস্টারমাইন্ড' তৃণমূল নেতা শেখ শাহজাহানের ব‍্যাংক অ্যাকাউন্টে এবার নজর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির ৷ সন্দেশখালির দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার ক'টা ব‍্যাংক অ্যাকাউন্ট রয়েছে ? কোন ব‍্যাঙ্কের কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে ? তা জানতে মুম্বইয়ের অ্যান্টি মানি লন্ডারিং ইউনিটের নোডাল অফিসারকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা ৷ অভিযুক্ত শেখ শাহজাহানের ব‍্যাংক অ্যাকাউন্টের গত 10 বছরের স্টেটমেন্ট চাওয়া হয়েছে ৷

ইডি সূত্রের খবর, শেখ শাহজাহান ও তাঁর পরিবারের কোথায় কত সম্পত্তি রয়েছে, তার তালিকাও তৈরি করা হচ্ছে ৷ তৃণমূল নেতা আয়কর রিটার্ন জমা দিতেন কি না, সেই তথ্যও সংগ্রহ করছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ৷ সব ব‍্যাংকের কাছে নাম ও প‍্যান কার্ডের নম্বর পাঠিয়ে গ্রাহকের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য চেয়েছে মুম্বইয়ের অ্যান্টি মানি লন্ডারিং ইউনিট ৷ ব‍্যাংক স্টেটমেন্ট পেলে শেখ শাহজাহানের আয় ও সম্পত্তির হিসেব মিলিয়ে দেখা হবে ৷

সন্দেশখালিতে ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপর হামলার ঘটনা 'মাস্টারমাইন্ড' শেখ শাহজাহানকে এখনও ধরতে পারেনি পুলিশ ৷ 28 দিন পরেও 'ফেরার' এই তৃণমূল নেতা কোথায় রয়েছে, তার উত্তর কারও কাছে নেই ৷ ফলে, 'ফেরার' শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারেনি ন‍্যাজাট থানার পুলিশ ৷ আদালত তৃণমূলের 'বাহুবলী' নেতা শাহজাহানকে 'আত্মসমর্পণ' করার নির্দেশ দিলেও তিনি তা করেননি ৷ হাজিরাও দেননি সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে ৷ অথচ,অন্তরালে থেকে তিনি নাকি তাঁর যাবতীয় কাজকর্ম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ ৷ এমনকী 'পলাতক' তৃণমূল নেতা শেখ শাহজাহান গোপনপুরী থেকে বারবার জামিনের আবেদন করে চলেছেন ৷ আর তাতেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

আরও পড়ুন:

  1. শেখ শাহজাহানের সম্পত্তির পরিমাণ জানতে বিশেষ পদক্ষেপ ইডির
  2. 'ব্রিটিশরাও অনেক স্বাধীনতা সংগ্রামীকে খুঁজে পায়নি', শাহজাহান প্রসঙ্গে শোভনদেব
  3. ইডির হাতে শাহজাহানের বিরুদ্ধে কোনও তথ্য নেই, তাই এখনই পদক্ষপ নয়; জানাল আদালত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.