ETV Bharat / state

আতঙ্কের মধ্যেই হিলি সীমান্তে শুরু বৈধ পারাপার, ছন্দে ফেরার পথে বহির্বাণিজ্য - Hili Border

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 6, 2024, 6:45 PM IST

Hili-Bangladesh Border: স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় বাংলাদেশ । আতঙ্কের মধ্যে দিয়েই শুরু হয়েছে বৈধভাবে হিলি সীমান্তে পারাপার । ওপার থেকে খালি লরি ফিরলেই শুরু হবে বহির্বাণিজ্য ।

Hili Bangladesh Border
ভারতের হিলি সীমান্ত (নিজস্ব ছবি)

হিলি (বালুরঘাট), 6 অগস্ট: শেখ হাসিনা সোমবার পদত্যাগের পর স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় বাংলাদেশ । ওপার বাংলার প্রতিনিধি দল ও বিডিআর ভারতের হিলি সীমান্তে এসে অনুরোধ জানান বৈধভাবে যাতায়াতের এবং বহির্বাণিজ্য শুরু করার । যদিও এখনও ওপারেই আটকে রয়েছে লরিগুলি । তবে পুলিশ ও বিএসএফ-এর কড়া নজরদারিতে শুরু হয়েছে ভারত-বাংলাদেশের স্থলবন্দর হিলি সীমান্তে ইমিগ্রেশন চেকপোস্টের কাজ ।

আতঙ্কের মধ্যেই হিলি সীমান্তে শুরু বৈধভাবে পারাপার (ইটিভি ভারত)

প্রসঙ্গত, গতকাল ওপার বাংলার হিলি সীমান্তে আন্দোলনকারীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে । বাংলাদেশের ভূখণ্ডে হিলির একেবারে ওপারেই দুইটি বাড়ি ভাঙচুর করে আগুন লাগানো হয়েছিল । সীমান্তে শেখ মুজিবুর রহমানের ছবি পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে । এরপরেই নিমেষে এপারের হিলি সীমান্তে উত্তেজনার আঁচ ছড়িয়ে পড়ে । বিএসএফ সতর্ক হয়ে যায় । চেকপোস্ট বন্ধ করে দেওয়া হয় । দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে কড়া পাহাড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী । নিরাপত্তা আরও বাড়িয়ে পর্যাপ্ত বিএসএফ মোতায়েন করা হয় ।

এ দিকে চেকপোস্ট বন্ধ হয়ে যাওয়ায় দু'দেশের মানুষ হিলি সীমান্তে ভয়ে আটকে পড়ে । তবে আজ বাংলাদেশের প্রতিনিধি দল ও বিডিআর ভারতের হিলি সীমান্তে এসে বৈধভাবে যাতায়াত ও বহির্বাণিজ্য শুরু করার জন্য অনুরোধ জানায়। এ দিকে বাংলাদেশ স্বাভাবিক ছন্দে ফিরতেই দু'দেশে যাতায়াতের জন্য ইমিগ্রেশন চেকপোস্টে ভিড় জমে নাগরিকদের । আতঙ্কের মধ্যেই ভারত ছেড়ে পরিবারের টানে বাংলাদেশে ফেরার চেষ্টায় অনেকে । ওপারের পরিস্থিতিটা যে ঠিক কী, তা না জেনে আতঙ্ক মাথায় নিয়েই এ দিন রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা । তবে এখনও বাংলাদেশে ফিরতে পারবেন কি না তা বুঝে উঠতে পারছেন না অনেকেই ।

বাংলাদেশের নাগরিক মাহফুজ রকসাইট জানান, তাঁর বাড়ি নওগাঁ । তিনি কলকাতায় চিকিৎসা করতে এসেছিলেন আজ ফিরবেন দেশে । তিনি বলেন, "এখানে এসে শুনছি এপার বন্ধ ওপারও বন্ধ । এখান থেকে আমাদের যাওয়ার অনুমতি দিলে তবেই ওপারে যেতে পারব । তবে ওপারে চলে গেলে আমাদের মনে হয় কোনও সমস্যা হবে না ৷ ছোট গাড়ি নিয়ে আমরা চলে যেতে পারব । তবে পারাপার বন্ধ থাকলে আমাদের সমস্যায় পড়তে হবে ৷ সেক্ষেত্রে এখানে থেকে যেতে হবে ।"

তবে এপার থেকে ওপারে যাওয়ার প্রক্রিয়া শুরু না হলেও বাংলাদেশ থেকে বৈধ প্রক্রিয়ায় ভারতে এসেছেন কয়েকজন । অসুস্থ মাকে দেখতে আসা বাংলাদেশের নাগরিক সায়েদা বিবি জানান, এপারে কোনও সমস্যা নেই, তবে ওপারে ঝামেলা কমলেও বাস চলছে না । কোনওমতে অটো ও ভ্যান রিকশায় তিনি সীমান্তে এসেছেন ৷ দোকানপাটও সঠিকভাবে এখনও খোলেনি ।

হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক রাজেশ কুমার আগরওয়াল বলেন, "বাংলাদেশের প্রতিনিধি দল বিডিআর এপারে এসেছিল এবং কাস্টমস থেকেও আমাদের বলছে আপনারা গাড়ি পাঠাতে শুরু করুন । ওপারে স্বাভাবিক অবস্থাতেই আমরা রয়েছি, পাসপোর্টের মাধ্যমে লোক পাঠাতেও বলেছেন ওঁরা । তবে আমরা বলেছি আমাদের কিছু গাড়ি ওপারে আটকে রয়েছে । সেগুলো খালি করে এপারে পাঠালে তারপর থেকেই আমরা পণ্যবাহী গাড়ি ওপারে পাঠানো শুরু করব ।"

হিলি (বালুরঘাট), 6 অগস্ট: শেখ হাসিনা সোমবার পদত্যাগের পর স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় বাংলাদেশ । ওপার বাংলার প্রতিনিধি দল ও বিডিআর ভারতের হিলি সীমান্তে এসে অনুরোধ জানান বৈধভাবে যাতায়াতের এবং বহির্বাণিজ্য শুরু করার । যদিও এখনও ওপারেই আটকে রয়েছে লরিগুলি । তবে পুলিশ ও বিএসএফ-এর কড়া নজরদারিতে শুরু হয়েছে ভারত-বাংলাদেশের স্থলবন্দর হিলি সীমান্তে ইমিগ্রেশন চেকপোস্টের কাজ ।

আতঙ্কের মধ্যেই হিলি সীমান্তে শুরু বৈধভাবে পারাপার (ইটিভি ভারত)

প্রসঙ্গত, গতকাল ওপার বাংলার হিলি সীমান্তে আন্দোলনকারীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে । বাংলাদেশের ভূখণ্ডে হিলির একেবারে ওপারেই দুইটি বাড়ি ভাঙচুর করে আগুন লাগানো হয়েছিল । সীমান্তে শেখ মুজিবুর রহমানের ছবি পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে । এরপরেই নিমেষে এপারের হিলি সীমান্তে উত্তেজনার আঁচ ছড়িয়ে পড়ে । বিএসএফ সতর্ক হয়ে যায় । চেকপোস্ট বন্ধ করে দেওয়া হয় । দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে কড়া পাহাড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী । নিরাপত্তা আরও বাড়িয়ে পর্যাপ্ত বিএসএফ মোতায়েন করা হয় ।

এ দিকে চেকপোস্ট বন্ধ হয়ে যাওয়ায় দু'দেশের মানুষ হিলি সীমান্তে ভয়ে আটকে পড়ে । তবে আজ বাংলাদেশের প্রতিনিধি দল ও বিডিআর ভারতের হিলি সীমান্তে এসে বৈধভাবে যাতায়াত ও বহির্বাণিজ্য শুরু করার জন্য অনুরোধ জানায়। এ দিকে বাংলাদেশ স্বাভাবিক ছন্দে ফিরতেই দু'দেশে যাতায়াতের জন্য ইমিগ্রেশন চেকপোস্টে ভিড় জমে নাগরিকদের । আতঙ্কের মধ্যেই ভারত ছেড়ে পরিবারের টানে বাংলাদেশে ফেরার চেষ্টায় অনেকে । ওপারের পরিস্থিতিটা যে ঠিক কী, তা না জেনে আতঙ্ক মাথায় নিয়েই এ দিন রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা । তবে এখনও বাংলাদেশে ফিরতে পারবেন কি না তা বুঝে উঠতে পারছেন না অনেকেই ।

বাংলাদেশের নাগরিক মাহফুজ রকসাইট জানান, তাঁর বাড়ি নওগাঁ । তিনি কলকাতায় চিকিৎসা করতে এসেছিলেন আজ ফিরবেন দেশে । তিনি বলেন, "এখানে এসে শুনছি এপার বন্ধ ওপারও বন্ধ । এখান থেকে আমাদের যাওয়ার অনুমতি দিলে তবেই ওপারে যেতে পারব । তবে ওপারে চলে গেলে আমাদের মনে হয় কোনও সমস্যা হবে না ৷ ছোট গাড়ি নিয়ে আমরা চলে যেতে পারব । তবে পারাপার বন্ধ থাকলে আমাদের সমস্যায় পড়তে হবে ৷ সেক্ষেত্রে এখানে থেকে যেতে হবে ।"

তবে এপার থেকে ওপারে যাওয়ার প্রক্রিয়া শুরু না হলেও বাংলাদেশ থেকে বৈধ প্রক্রিয়ায় ভারতে এসেছেন কয়েকজন । অসুস্থ মাকে দেখতে আসা বাংলাদেশের নাগরিক সায়েদা বিবি জানান, এপারে কোনও সমস্যা নেই, তবে ওপারে ঝামেলা কমলেও বাস চলছে না । কোনওমতে অটো ও ভ্যান রিকশায় তিনি সীমান্তে এসেছেন ৷ দোকানপাটও সঠিকভাবে এখনও খোলেনি ।

হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক রাজেশ কুমার আগরওয়াল বলেন, "বাংলাদেশের প্রতিনিধি দল বিডিআর এপারে এসেছিল এবং কাস্টমস থেকেও আমাদের বলছে আপনারা গাড়ি পাঠাতে শুরু করুন । ওপারে স্বাভাবিক অবস্থাতেই আমরা রয়েছি, পাসপোর্টের মাধ্যমে লোক পাঠাতেও বলেছেন ওঁরা । তবে আমরা বলেছি আমাদের কিছু গাড়ি ওপারে আটকে রয়েছে । সেগুলো খালি করে এপারে পাঠালে তারপর থেকেই আমরা পণ্যবাহী গাড়ি ওপারে পাঠানো শুরু করব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.