ETV Bharat / state

যৌনাঙ্গে লুকানো প্রায় 30 লাখের সোনা, বিএসএফের হাতে পাকড়াও বাংলাদেশী মহিলা - Gold Recovered

Gold Smuggling: সীমান্ত পেরোনোর সময় রুটিন চেকিংয়ে ধরা পড়ল বাংলাদেশী মহিলা পাচারকারী ৷ যৌনাঙ্গ ও লাগেজ ব্যাগ থেকে উদ্ধার হল প্রায় 30 লাখ টাকার সোনা ৷

Etv Bharat
পাচার করতে গিয়ে বিএসএফের হাতে পাকড়াও বাংলাদেশী মহিলা
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 4, 2024, 7:02 AM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি: সোনা পাচার করতে গিয়ে মহিলা বিএসএফ বাহিনীর জালে বাংলাদেশী মহিলা ৷ যৌনাঙ্গে লুকিয়ে 466.580 গ্রাম সোনা বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ধরা পড়ে অভিযুক্ত ৷ দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন আইসিপি পেট্রাপোলে, 145 ব্যাটালিয়নের মহিলা প্রহরীরা ওই বাংলাদেশী মহিলাকে আটক করে ৷ তার কাছ থেকে উদ্ধার হওয়া সোনার আনুমানিক মূল্য 29 লক্ষ 53 হাজার 451 টাকা । আটক মহিলা পাচারকারীকে বাজেয়াপ্ত সোনা-সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টম অফিস পেট্রাপোলে হস্তান্তর করা হয়েছে ।

আইসিপি পেট্রাপোলের প্যাসেঞ্জার টার্মিনালে ভারত ও বাংলাদেশের মধ্যে ভ্রমণরত যাত্রীদের রুটিন চেকিংয়ের সময় বিএসএফের মহিলা প্রহরীরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী এক সন্দেহভাজন মহিলা যাত্রীকে আটকায় । মহিলা প্রহরীরা হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর (এইচএইচএমডি) দিয়ে তাকে তল্লাশি করলে মেশিনে মহিলা যাত্রীর শরীরে ধাতব পদার্থের উপস্থিতি নির্দেশ করে । এর পরে, মহিলা প্রহরীরা পুঙ্খানুপুঙ্খ তল্লাশির জন্য যাত্রীকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যায় । সেখানে গিয়ে তল্লাশি চালানোর সময় মহিলা যাত্রীর গোপনাঙ্গে ইনসুলেশন টেপ দিয়ে মোড়ানো সোনার পেস্টের ড্রাম আকারের টুকরো পাওয়া যায় । এ ছাড়া ব্যাপক তল্লাশিকালে ওই মহিলা যাত্রীর লাগেজে 4টি সোনার বিস্কুটও মেলে ৷ মহিলা প্রহরীরা ওই যাত্রীকে সোনা-সহ আটক করে এবং জিজ্ঞাসাবাদের জন্য সীমান্ত চৌকিতে নিয়ে আসে । ধৃতের নাম ঝর্না বেগম । বাংলাদেশের ঢাকা জেলার বাসিন্দা ।

Gold Recovered
উদ্ধার হওয়া সোনা

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানায়, সে নিজের জীবিকার জন্য ভারত থেকে চকোলেট, বিস্কুট ইত্যাদি ছোট ছোট জিনিসপত্র বাংলাদেশে নিয়ে যেত । ঢাকার নারায়ণগঞ্জের সফিকুলের কাছ থেকে ওই সোনা নিয়েছিল ৷ সেগুলো কলকাতার নতুন বাজারে পাপ্পুকে দেওয়ার কথা ছিল । সোনার ওই চালানটি পেট্রাপোলের মাধ্যমে ভারতে সফলভাবে পাচার করতে পারলে তার বিনিময়ে সে 1000 টাকা পেত । কিন্তু আইসিপি পেট্রাপোল হয়ে বাংলাদেশ থেকে ভারতে আসার সময় বিএসএফ চেকিংয়ের সময় সোনার বিস্কুট-সহ হাতেনাতে ধরা পড়ে ।

বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক, ডিআইজি শ্রী একে আর্য বিএসএফের মহিলা প্রহরীদের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন । তিনি সীমান্তে বসবাসকারী লোকজনকে সোনা চোরাচালান সংক্রান্ত কোনও তথ্য পেলে বিএসএফের সীমাসাথী হেল্পলাইন নম্বর 14419-এ যোগাযোগ করার জন্য আবেদন করেছেন । এছাড়া দক্ষিণবঙ্গ সীমান্তের আরও একটি নম্বর 9903472227 দেওয়া হয়েছে ৷ এখানে সোনা চোরাচালান সংক্রান্ত তথ্য হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস মেসেজ করে পাঠানো যাবে । সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তিকে উপযুক্ত পুরস্কার দেওয়ার পাশাপাশি তাঁর পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছেন তিনি ।

আরও পড়ুন :

  1. ইছামতীর তীরে 3 কোটির সোনার ইট ও বিস্কুট পাচারের চেষ্টা রুখে দিল বিএসএফ
  2. বিএসএফের তৎপরতায় পাচারের আগে উদ্ধার হল 44টি মোষ
  3. রায়গঞ্জের নাগর নদী থেকে বেআইনিভাবে বালি পাচারের অভিযোগ, সরব স্থানীয়রা

কলকাতা, 4 ফেব্রুয়ারি: সোনা পাচার করতে গিয়ে মহিলা বিএসএফ বাহিনীর জালে বাংলাদেশী মহিলা ৷ যৌনাঙ্গে লুকিয়ে 466.580 গ্রাম সোনা বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ধরা পড়ে অভিযুক্ত ৷ দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন আইসিপি পেট্রাপোলে, 145 ব্যাটালিয়নের মহিলা প্রহরীরা ওই বাংলাদেশী মহিলাকে আটক করে ৷ তার কাছ থেকে উদ্ধার হওয়া সোনার আনুমানিক মূল্য 29 লক্ষ 53 হাজার 451 টাকা । আটক মহিলা পাচারকারীকে বাজেয়াপ্ত সোনা-সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টম অফিস পেট্রাপোলে হস্তান্তর করা হয়েছে ।

আইসিপি পেট্রাপোলের প্যাসেঞ্জার টার্মিনালে ভারত ও বাংলাদেশের মধ্যে ভ্রমণরত যাত্রীদের রুটিন চেকিংয়ের সময় বিএসএফের মহিলা প্রহরীরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী এক সন্দেহভাজন মহিলা যাত্রীকে আটকায় । মহিলা প্রহরীরা হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর (এইচএইচএমডি) দিয়ে তাকে তল্লাশি করলে মেশিনে মহিলা যাত্রীর শরীরে ধাতব পদার্থের উপস্থিতি নির্দেশ করে । এর পরে, মহিলা প্রহরীরা পুঙ্খানুপুঙ্খ তল্লাশির জন্য যাত্রীকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যায় । সেখানে গিয়ে তল্লাশি চালানোর সময় মহিলা যাত্রীর গোপনাঙ্গে ইনসুলেশন টেপ দিয়ে মোড়ানো সোনার পেস্টের ড্রাম আকারের টুকরো পাওয়া যায় । এ ছাড়া ব্যাপক তল্লাশিকালে ওই মহিলা যাত্রীর লাগেজে 4টি সোনার বিস্কুটও মেলে ৷ মহিলা প্রহরীরা ওই যাত্রীকে সোনা-সহ আটক করে এবং জিজ্ঞাসাবাদের জন্য সীমান্ত চৌকিতে নিয়ে আসে । ধৃতের নাম ঝর্না বেগম । বাংলাদেশের ঢাকা জেলার বাসিন্দা ।

Gold Recovered
উদ্ধার হওয়া সোনা

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানায়, সে নিজের জীবিকার জন্য ভারত থেকে চকোলেট, বিস্কুট ইত্যাদি ছোট ছোট জিনিসপত্র বাংলাদেশে নিয়ে যেত । ঢাকার নারায়ণগঞ্জের সফিকুলের কাছ থেকে ওই সোনা নিয়েছিল ৷ সেগুলো কলকাতার নতুন বাজারে পাপ্পুকে দেওয়ার কথা ছিল । সোনার ওই চালানটি পেট্রাপোলের মাধ্যমে ভারতে সফলভাবে পাচার করতে পারলে তার বিনিময়ে সে 1000 টাকা পেত । কিন্তু আইসিপি পেট্রাপোল হয়ে বাংলাদেশ থেকে ভারতে আসার সময় বিএসএফ চেকিংয়ের সময় সোনার বিস্কুট-সহ হাতেনাতে ধরা পড়ে ।

বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক, ডিআইজি শ্রী একে আর্য বিএসএফের মহিলা প্রহরীদের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন । তিনি সীমান্তে বসবাসকারী লোকজনকে সোনা চোরাচালান সংক্রান্ত কোনও তথ্য পেলে বিএসএফের সীমাসাথী হেল্পলাইন নম্বর 14419-এ যোগাযোগ করার জন্য আবেদন করেছেন । এছাড়া দক্ষিণবঙ্গ সীমান্তের আরও একটি নম্বর 9903472227 দেওয়া হয়েছে ৷ এখানে সোনা চোরাচালান সংক্রান্ত তথ্য হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস মেসেজ করে পাঠানো যাবে । সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তিকে উপযুক্ত পুরস্কার দেওয়ার পাশাপাশি তাঁর পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছেন তিনি ।

আরও পড়ুন :

  1. ইছামতীর তীরে 3 কোটির সোনার ইট ও বিস্কুট পাচারের চেষ্টা রুখে দিল বিএসএফ
  2. বিএসএফের তৎপরতায় পাচারের আগে উদ্ধার হল 44টি মোষ
  3. রায়গঞ্জের নাগর নদী থেকে বেআইনিভাবে বালি পাচারের অভিযোগ, সরব স্থানীয়রা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.