ETV Bharat / state

বনগাঁ সীমান্তে 90 হাজার টাকার অবৈধ ড্রোন-সহ আটক এক বাংলাদেশি - BANGLADESHIS DETAINED

বনগাঁয় ভারত-বাংলাদেশ সীমান্তে একজন বাংলাদেশি যাত্রীর ব্যাগ থেকে ৯০,০০০ টাকা মূল্যের একটি অবৈধ ড্রোন বাজেয়াপ্ত করা হয়েছে।

BANGLADESHI NATIONAL DEATINED WITH DRONE
বনগাঁ সীমান্তে বাংলাদেশি ড্রোন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2024, 2:03 PM IST

কলকাতা, 20 অক্টোবর: ভারত-বাংলাদেশ সীমান্তে সিকিউরিটি চেকিংয়ের সময় একটি অবৈধ ড্রোন বাজেয়াপ্ত করা হয়েছে। শনিবার ড্রোনটি বাজেয়াপ্ত করল বনগাঁ আইসিপি পেট্রাপোলে কর্তব্যরত 145 ব্যাটালিয়ন, বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) জাওয়ানরা। ড্রোনটির সঙ্গে একজন বাংলাদেশি নাগরিককেও আটক করা হয়েছে ৷

জানা গিয়েছে, আটক ওই বাংলাদেশি নাগরিককের ব্যাগ থেকে এই অবৈধ ড্রোনটি বাজেয়াপ্ত করা হয়েছে। বিএসএফ জাওয়ানরা যাত্রী টার্মিনালে ম্যানুয়াল ব্যাগেজ স্ক্যান বা মালপত্র চেকিং করার সময় এই ড্রোনটি দেখতে পান। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে ওই ব্যক্তিকে ও তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া প্রায় 90 হাজার টাকা মূল্যের ড্রোন এবং আনুষাঙ্গিক জিনিসগুলি-সহ পেট্রাপোল ল্যান্ড কাস্টমস স্টেশনের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

বিএসএফ সূত্র খবর, বাংলাদেশী পাসপোর্টধারী ওই যাত্রী তাঁর ব্যাগে অন্যান্য জিনিসপত্র-সহ একটি DJI RC2 Mini 4 Pro ড্রোন নিয়ে যাচ্ছিলেন। জিজ্ঞাসাবাদ করা হলে ওই ব্যক্তি দাবি করেন, ড্রোনটি ব্যক্তিগত ব্যবহারের জন্য নিয়ে এসেছিলেন। কিন্তু, প্রয়োজনীয় নথিপত্র বা সেটি ক্রয়ের রসিদ, রেজিস্ট্রেশনের নথি তিনি দিতে পারেননি। এর পরই ভারতীয় কাস্টমস রেগুলেশন এবং ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের (ডিজিসিএ) নির্দেশিকা অনুযায়ী ড্রোন সঙ্গে রাখা এবং ব্যবহারের জন্য প্রয়োজনীয়তা অনুমতি দেওয়া হয় না। তারপরেও ওই ব্যক্তি কীভাবে তা সঙ্গে রেখেছিলেন বা ব্যবহার করেছেন, তা নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

দক্ষিণবঙ্গ সীমান্ত জনসংযোগ অধিকারি ডিআইজি এনকে পাণ্ডা বলেন, "আইসিপি পেট্রাপোলে আমাদের জাওয়ানরা ভারতে একটি অবৈধ ড্রোন শনাক্ত করেছে এবং আইনানুগ ব্যবস্থা নিয়েছে ৷"

আরও পড়ুন
পুলিশ হেফাজতে মৃত্যু বাংলাদেশি যুবকের
নকল ভারতীয় পাসপোর্ট! গ্রেফতার প্রাপ্তবয়স্ক ছবির বাংলাদেশি অভিনেত্রী

কলকাতা, 20 অক্টোবর: ভারত-বাংলাদেশ সীমান্তে সিকিউরিটি চেকিংয়ের সময় একটি অবৈধ ড্রোন বাজেয়াপ্ত করা হয়েছে। শনিবার ড্রোনটি বাজেয়াপ্ত করল বনগাঁ আইসিপি পেট্রাপোলে কর্তব্যরত 145 ব্যাটালিয়ন, বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) জাওয়ানরা। ড্রোনটির সঙ্গে একজন বাংলাদেশি নাগরিককেও আটক করা হয়েছে ৷

জানা গিয়েছে, আটক ওই বাংলাদেশি নাগরিককের ব্যাগ থেকে এই অবৈধ ড্রোনটি বাজেয়াপ্ত করা হয়েছে। বিএসএফ জাওয়ানরা যাত্রী টার্মিনালে ম্যানুয়াল ব্যাগেজ স্ক্যান বা মালপত্র চেকিং করার সময় এই ড্রোনটি দেখতে পান। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে ওই ব্যক্তিকে ও তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া প্রায় 90 হাজার টাকা মূল্যের ড্রোন এবং আনুষাঙ্গিক জিনিসগুলি-সহ পেট্রাপোল ল্যান্ড কাস্টমস স্টেশনের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

বিএসএফ সূত্র খবর, বাংলাদেশী পাসপোর্টধারী ওই যাত্রী তাঁর ব্যাগে অন্যান্য জিনিসপত্র-সহ একটি DJI RC2 Mini 4 Pro ড্রোন নিয়ে যাচ্ছিলেন। জিজ্ঞাসাবাদ করা হলে ওই ব্যক্তি দাবি করেন, ড্রোনটি ব্যক্তিগত ব্যবহারের জন্য নিয়ে এসেছিলেন। কিন্তু, প্রয়োজনীয় নথিপত্র বা সেটি ক্রয়ের রসিদ, রেজিস্ট্রেশনের নথি তিনি দিতে পারেননি। এর পরই ভারতীয় কাস্টমস রেগুলেশন এবং ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের (ডিজিসিএ) নির্দেশিকা অনুযায়ী ড্রোন সঙ্গে রাখা এবং ব্যবহারের জন্য প্রয়োজনীয়তা অনুমতি দেওয়া হয় না। তারপরেও ওই ব্যক্তি কীভাবে তা সঙ্গে রেখেছিলেন বা ব্যবহার করেছেন, তা নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

দক্ষিণবঙ্গ সীমান্ত জনসংযোগ অধিকারি ডিআইজি এনকে পাণ্ডা বলেন, "আইসিপি পেট্রাপোলে আমাদের জাওয়ানরা ভারতে একটি অবৈধ ড্রোন শনাক্ত করেছে এবং আইনানুগ ব্যবস্থা নিয়েছে ৷"

আরও পড়ুন
পুলিশ হেফাজতে মৃত্যু বাংলাদেশি যুবকের
নকল ভারতীয় পাসপোর্ট! গ্রেফতার প্রাপ্তবয়স্ক ছবির বাংলাদেশি অভিনেত্রী
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.