ETV Bharat / state

দুই বাংলার মত বিনিময়-আলোচনা-কবিতায় বইমেলায় বাংলাদেশ দিবস

Kolkata Book Fair 2024: কলকাতা বইমেলার তৃতীয় দিনে অনুষ্ঠিত হল বাংলাদেশ দিবস ৷ এই অনুষ্ঠানে বিশেষ আলোচনায় অংশ নেন দুই বাংলার বিশিষ্ট ব্যক্তিরা ৷

Etv Bharat
কলকাতা বইমেলায় বাংলাদেশ দিবস
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 21, 2024, 8:01 AM IST

কলকাতা বইমেলায় পালিত হল বাংলাদেশ দিবস

কলকাতা, 21 জানুয়ারি: আন্তর্জাতিক কলকাতা বইমেলায় পালিত হল বাংলাদেশ দিবস ৷ দুইপারের কবি, সাহিত্যিক, সঙ্গীত শিল্পীদের আলোচনায় সকলেরই মনের কথা উঠে এল । শনিবারের এই অনুষ্ঠানে বইমেলায় উপস্থিত ছিলেন বাংলাদেশ উপ হাই কমিশনার আন্দালিব ইলিয়াস, কলকাতা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায়, সম্পাদক সুধাংশুশেখর দে, বাংলাদেশ পুস্তক প্রকাশক সমিতির পক্ষে মাজহারুল ইসলাম ।

এদিন দুই বাংলার বিশেষ আলোচনায় অংশ নিয়েছিলেন কবি সুবোধ সরকার, অধ্যাপক চিন্ময় গুহ, কবি মুহম্মদ নূরুল হুদা, রামেন্দু মজুমদার, রেজওয়ানা চৌধুরী বন্যা । সেখানেই উঠে এল দুই বাংলার সাহিত্য, নাটক চর্চা থেকে গান সংস্কৃতি, কবিতা, চিন্তা চেতনার বোধ রুচি পোশাক আলোচকদের কোথায় উঠে আসে । বাংলার দুইপারকে বোধ হয় আলাদা করে তুলে ধরতে দুই বাংলার আলোচকদেরই কষ্ট হয়েছে । এই আলোচনার মধ্যে দিয়ে কাঁটাতারের সীমানা দূরে সরিয়েই একে অপরকে কাছে টেনেছেন তাঁরা ।

এপার বাংলার বিশিষ্ট কবি সুবোধ সরকারের কথায়, "প্রতি বছর দিনটির উদযাপন দেখি । একসময় মঞ্চের সামনে বসতাম । আজ কয়েক বছর মঞ্চে থাকি । আমরা একটা দুর্বলতা বলতে পারেন । ভাষা তো আন্তর্জাতিক সীমান্ত মানে না । দুই পাড় মিলেমিশে গিয়ে তৈরি হয় নতুন বন্ধুত্ব । নতুন সেতু বন্ধন । যোগাযোগ আরও নিবিড় হয় । ভাষা, খাবার, পোশাক সবেতেই মিল । এর জন্য বাংলাদেশ প্যাভিলিয়নে ঢুকলে মনে হয় এটা আমার প্যাভিলিয়ন ।"

ওপারের বিখ্যাত সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার কথায়, "কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ দিবস পালন খুবই উৎসাহব্যঞ্জক । দুই বাংলার মধ্যে আত্মিক সম্পর্ক । একই সংস্কৃতির উৎস থেকে আমাদের পথ চলা । আমার পড়া, বন্ধু সব এখানেই । ফলে দুই বাংলাতেই আমার নিয়মিত যাতায়াত । দু'পার আমার কাছে শ্বশুরবাড়ি, বাপেরবাড়ির মতো ।"

আরও পড়ুন :

  1. ওপার বাংলায় এবার কলকাতা বইমেলা, ঢাকার মাটিতে কবে শুরু এপারের 'উৎসব'; জেনে নিন
  2. নিরাপত্তা জোরদার করতে বসল 200টি সিসি ক্যামেরা, বইমেলার শেষ পর্বের প্রস্তুতি ইটিভি ভারতে
  3. লক্ষ্য 150, এবারও কলকাতা বইমেলায় 7টি নতুন বই প্রকাশিত হল মমতার

কলকাতা বইমেলায় পালিত হল বাংলাদেশ দিবস

কলকাতা, 21 জানুয়ারি: আন্তর্জাতিক কলকাতা বইমেলায় পালিত হল বাংলাদেশ দিবস ৷ দুইপারের কবি, সাহিত্যিক, সঙ্গীত শিল্পীদের আলোচনায় সকলেরই মনের কথা উঠে এল । শনিবারের এই অনুষ্ঠানে বইমেলায় উপস্থিত ছিলেন বাংলাদেশ উপ হাই কমিশনার আন্দালিব ইলিয়াস, কলকাতা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায়, সম্পাদক সুধাংশুশেখর দে, বাংলাদেশ পুস্তক প্রকাশক সমিতির পক্ষে মাজহারুল ইসলাম ।

এদিন দুই বাংলার বিশেষ আলোচনায় অংশ নিয়েছিলেন কবি সুবোধ সরকার, অধ্যাপক চিন্ময় গুহ, কবি মুহম্মদ নূরুল হুদা, রামেন্দু মজুমদার, রেজওয়ানা চৌধুরী বন্যা । সেখানেই উঠে এল দুই বাংলার সাহিত্য, নাটক চর্চা থেকে গান সংস্কৃতি, কবিতা, চিন্তা চেতনার বোধ রুচি পোশাক আলোচকদের কোথায় উঠে আসে । বাংলার দুইপারকে বোধ হয় আলাদা করে তুলে ধরতে দুই বাংলার আলোচকদেরই কষ্ট হয়েছে । এই আলোচনার মধ্যে দিয়ে কাঁটাতারের সীমানা দূরে সরিয়েই একে অপরকে কাছে টেনেছেন তাঁরা ।

এপার বাংলার বিশিষ্ট কবি সুবোধ সরকারের কথায়, "প্রতি বছর দিনটির উদযাপন দেখি । একসময় মঞ্চের সামনে বসতাম । আজ কয়েক বছর মঞ্চে থাকি । আমরা একটা দুর্বলতা বলতে পারেন । ভাষা তো আন্তর্জাতিক সীমান্ত মানে না । দুই পাড় মিলেমিশে গিয়ে তৈরি হয় নতুন বন্ধুত্ব । নতুন সেতু বন্ধন । যোগাযোগ আরও নিবিড় হয় । ভাষা, খাবার, পোশাক সবেতেই মিল । এর জন্য বাংলাদেশ প্যাভিলিয়নে ঢুকলে মনে হয় এটা আমার প্যাভিলিয়ন ।"

ওপারের বিখ্যাত সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার কথায়, "কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ দিবস পালন খুবই উৎসাহব্যঞ্জক । দুই বাংলার মধ্যে আত্মিক সম্পর্ক । একই সংস্কৃতির উৎস থেকে আমাদের পথ চলা । আমার পড়া, বন্ধু সব এখানেই । ফলে দুই বাংলাতেই আমার নিয়মিত যাতায়াত । দু'পার আমার কাছে শ্বশুরবাড়ি, বাপেরবাড়ির মতো ।"

আরও পড়ুন :

  1. ওপার বাংলায় এবার কলকাতা বইমেলা, ঢাকার মাটিতে কবে শুরু এপারের 'উৎসব'; জেনে নিন
  2. নিরাপত্তা জোরদার করতে বসল 200টি সিসি ক্যামেরা, বইমেলার শেষ পর্বের প্রস্তুতি ইটিভি ভারতে
  3. লক্ষ্য 150, এবারও কলকাতা বইমেলায় 7টি নতুন বই প্রকাশিত হল মমতার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.