ETV Bharat / state

'তৃণমূলের মধ্যে বিজেপির লোকজন ঢুকে বসে আছে', মন্তব্য অভিমানী মনোরঞ্জনের - Manoranjan Byapari controversy

Manoranjan Byapari: হুগলির বলাগড়ে লোকসভা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচার সভায় বিধায়ককে অপমানের অভিযোগ উঠল ৷ এই সভায় রচনা আসার আগে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বক্তৃতা দিচ্ছিলেন ৷ তবে তাঁকে মাঝপথে থামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷

West Bengal Lok Sabha Election
রচনা বন্দ্যোপাধ্যায়ের সভায় অপমানিত বলাগড়ের বিধায়ক
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 21, 2024, 8:31 AM IST

Updated : Apr 21, 2024, 10:20 AM IST

মনোরঞ্জন ব্যাপারীকে মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় মাঝপথে থামিয়ে দেওয়ার অভিযোগ উঠল

জিরাট, 21এপ্রিল: "তৃণমূলের মধ্যে বিজেপির লোক ঢুকে রয়েছে", বললেন ক্ষুব্ধ বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ৷ হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচারসভায় তাঁকে অপমানিত করা হয়েছে বলে অভিযোগ করেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ৷ বিতর্কের সূত্রপাত শনিবার সন্ধ্যায় হুগলির এক্তারপুরের বকুলতলায় দলীয় সভা থেকে ৷ সেখানে তিনি মঞ্চে বক্তৃতা দিচ্ছিলেন ৷ নাগরিকত্ব সংশোধনী আইন কী, তা সাধারণ মানুষকে বোঝাচ্ছিলেন ৷ বিধায়কের অভিযোগ, তিনি সিএএ এনআরসি নিয়ে বলার সময় মাঝপথেই তাঁকে থামিয়ে দেওয়া হয় ৷ মঞ্চে তখন বলাগড় ব্লক তৃণমূল নেতৃত্ব, হুগলি যুব তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন ৷ এরপর মঞ্চ থেকে নেমে মনোরঞ্জন ব্যাপারী সোজা জিরাটে তাঁর বিধায়ক অফিসে চলে আসেন ৷ এ বিষয়ে রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে, তিনি বলেন, "আমি খোঁজ নিয়ে দেখছি ৷"

ক্ষুব্ধ মনোরঞ্জন ব্যাপারী বলেন, "মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনী প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বলাগড়ে আসছেন ৷ এটা শুনে আমি খারাপ শরীর নিয়ে সেই বৈঠকে গিয়েছিলাম ৷ বকুতলায় এই সভা ছিল ৷ রচনা বন্দ্যোপাধ্যায়ের আসতে দেরি ছিল ৷ আমি মঞ্চেই বসেছিলাম ৷ আমাকে বক্তৃতা দেওয়ার জন্য বলা হল ৷ আমি বক্তব্য শুরু করে মাত্র কয়েক মিনিট বলতে পেরেছি ৷" তারপরই তাঁকে থামিয়ে দেওয়া হয় ৷ বিধায়ক বলেন, "আমি সিএএ ব্যাখ্যা করে বোঝাচ্ছিলাম ৷ এতে কী ক্ষতি হতে পারে বোঝাচ্ছিলাম ৷ আমার মনে হয়, সম্ভবত যারা চায় বিজেপির ক্ষতি হোক, এটা চায় না, তারা আমার বক্তব্য মাঝপথে থামিয়ে দিল ৷"

যাঁরা মনোরঞ্জন ব্যাপারীর বক্তব্য থামিয়ে দিয়েছিলেন, তাঁরা তৃণমূলেরই ? এর উত্তরে তৃণমূল বিধায়ক বলেন, "হ্যাঁ, আমার দলের মধ্যেই বিজেপির লোকজন ঢুকে বসে আছে ৷ তারা দেখছে যে আমি যে কথা বলছি, তাতে বিজেপির ভোট কমে যাবে ৷ তাই আমার বক্তব্যের মাঝপথে মাত্র কয়েক মিনিট বলার পরেই আমায় থামিয়ে দিল ৷ তখন মাইক ফেলে দিয়ে নীচে নেমে চলে এসেছি ৷"

আরও পড়ুন:

  1. চন্দননগরে দুই বিজেপি কর্মীকে মারধর, অভিযুক্ত তৃণমূল
  2. নববর্ষে গঙ্গাবক্ষে নৌকায় প্রচারে বিজেপি প্রার্থী লকেট
  3. যাথযথ নিরাপত্তা ছাড়া বলাগড়ে গেলে খুন হতে পারি, আশঙ্কা বিধায়ক মনোরঞ্জনের

মনোরঞ্জন ব্যাপারীকে মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় মাঝপথে থামিয়ে দেওয়ার অভিযোগ উঠল

জিরাট, 21এপ্রিল: "তৃণমূলের মধ্যে বিজেপির লোক ঢুকে রয়েছে", বললেন ক্ষুব্ধ বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ৷ হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচারসভায় তাঁকে অপমানিত করা হয়েছে বলে অভিযোগ করেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ৷ বিতর্কের সূত্রপাত শনিবার সন্ধ্যায় হুগলির এক্তারপুরের বকুলতলায় দলীয় সভা থেকে ৷ সেখানে তিনি মঞ্চে বক্তৃতা দিচ্ছিলেন ৷ নাগরিকত্ব সংশোধনী আইন কী, তা সাধারণ মানুষকে বোঝাচ্ছিলেন ৷ বিধায়কের অভিযোগ, তিনি সিএএ এনআরসি নিয়ে বলার সময় মাঝপথেই তাঁকে থামিয়ে দেওয়া হয় ৷ মঞ্চে তখন বলাগড় ব্লক তৃণমূল নেতৃত্ব, হুগলি যুব তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন ৷ এরপর মঞ্চ থেকে নেমে মনোরঞ্জন ব্যাপারী সোজা জিরাটে তাঁর বিধায়ক অফিসে চলে আসেন ৷ এ বিষয়ে রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে, তিনি বলেন, "আমি খোঁজ নিয়ে দেখছি ৷"

ক্ষুব্ধ মনোরঞ্জন ব্যাপারী বলেন, "মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনী প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বলাগড়ে আসছেন ৷ এটা শুনে আমি খারাপ শরীর নিয়ে সেই বৈঠকে গিয়েছিলাম ৷ বকুতলায় এই সভা ছিল ৷ রচনা বন্দ্যোপাধ্যায়ের আসতে দেরি ছিল ৷ আমি মঞ্চেই বসেছিলাম ৷ আমাকে বক্তৃতা দেওয়ার জন্য বলা হল ৷ আমি বক্তব্য শুরু করে মাত্র কয়েক মিনিট বলতে পেরেছি ৷" তারপরই তাঁকে থামিয়ে দেওয়া হয় ৷ বিধায়ক বলেন, "আমি সিএএ ব্যাখ্যা করে বোঝাচ্ছিলাম ৷ এতে কী ক্ষতি হতে পারে বোঝাচ্ছিলাম ৷ আমার মনে হয়, সম্ভবত যারা চায় বিজেপির ক্ষতি হোক, এটা চায় না, তারা আমার বক্তব্য মাঝপথে থামিয়ে দিল ৷"

যাঁরা মনোরঞ্জন ব্যাপারীর বক্তব্য থামিয়ে দিয়েছিলেন, তাঁরা তৃণমূলেরই ? এর উত্তরে তৃণমূল বিধায়ক বলেন, "হ্যাঁ, আমার দলের মধ্যেই বিজেপির লোকজন ঢুকে বসে আছে ৷ তারা দেখছে যে আমি যে কথা বলছি, তাতে বিজেপির ভোট কমে যাবে ৷ তাই আমার বক্তব্যের মাঝপথে মাত্র কয়েক মিনিট বলার পরেই আমায় থামিয়ে দিল ৷ তখন মাইক ফেলে দিয়ে নীচে নেমে চলে এসেছি ৷"

আরও পড়ুন:

  1. চন্দননগরে দুই বিজেপি কর্মীকে মারধর, অভিযুক্ত তৃণমূল
  2. নববর্ষে গঙ্গাবক্ষে নৌকায় প্রচারে বিজেপি প্রার্থী লকেট
  3. যাথযথ নিরাপত্তা ছাড়া বলাগড়ে গেলে খুন হতে পারি, আশঙ্কা বিধায়ক মনোরঞ্জনের
Last Updated : Apr 21, 2024, 10:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.