হাওড়া, 20 মার্চ: ট্রেনেই প্রসব ৷ সবটাই করলেন রেলের হাসপাতালের চিকিৎসকরা ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদা স্টেশনে ৷ রেল সূত্রে জানা গিয়েছে, পদাতিক এক্সপ্রেসের জেনারেল কামরাতে সফর করছিলেন বাবলি বিবি ও তাঁর স্বামী মুর্শিদ আলি । মহিলা সন্তানসম্ভবা ছিলেন ৷ মালদা স্টেশনে ট্রেন ঢোকার আগে আচমকাই তাঁর প্রসব যন্ত্রণা শুরু হয় । কামরায় উপস্থিত অন্যান্য যাত্রীরা বিষয়টি জেনে দ্রুত রেল কর্তৃপক্ষকে জানান ।
খবর পাওয়ার পরই মুহূর্তের মধ্যে মালদা স্টেশনে মালদা রেল হাসপাতালের একটি দল পৌঁছে যায় । তারা বাবলি বিবিকে ট্রেনের কামরাতেই সমস্ত জরুরি চিকিৎসা পরিষেবা প্রদান করে । যার মাধ্যমে ট্রেনেই নির্বিঘ্নে ওই মহিলা সন্তানের জন্ম দেন । পরে তাঁদেরকে মালদার রেলের হাসপাতালে স্থানান্তরিত করা হয় । মা ও শিশু উভয়েই সুস্থ আছে বলেই পূর্ব রেল জানিয়েছে ।
পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘‘এই ঘটনাটি মানবতা এবং সহানুভূতির উদাহরণ । প্রয়োজনের সময় পূর্ব রেলওয়ের মেডিক্যাল টিম দ্বারা অর্জিত অসাধারণ কৃতিত্ব । যাত্রী থেকে শুরু করে মেডিক্যাল টিম পর্যন্ত জড়িত সকলের সাহসিকতা এবং দ্রুত পদক্ষেপ করার মানবিক চেতনার প্রশংসা করি ।’’
এই ঘটনায় রেলের তৎপরতার প্রশংসা করেছেন অন্য যাত্রীরাও ৷ তাঁরা বলছেন, সাধারণত ট্রেন চলাচলে দেরি হলে বারবারই যাত্রীদের ক্ষোভের মুখে পড়তে রেল কর্তৃপক্ষকে ৷ তাদের গাফিলতি নিয়ে সরব হন সকলে ৷ এক্ষেত্রে বরং রেলের তৎপরতা ছিল দেখার ৷ সেই সময় রেলের তরফে তৎপরতা দেখানো না হলে বড় বিপদও হতে পারত ৷ সেই কারণে ওই কামরায় থাকা অন্য যাত্রীরাও রেলকে ধন্যবাদ জানিয়েছেন ৷ তাঁদের আশা, যাত্রীরা বিপদে পড়লে আগামিদিনেও রেল কর্তৃপক্ষ এভাবেই সকলের পাশে থাকবে ৷
আরও পড়ুন:
ট্রেনে প্রসবযন্ত্রণা ! স্টেশন আলো করে জন্ম হল কন্যাসন্তানের; 'সবটাই জিআরপির জন্য', বললেন বাবা