ETV Bharat / state

'দিদির হাতে-পায়ে ধরে মান ভাঙাবই', কলকাতায় ফিরে বললেন বাবুন

Babun Banerjee on Mamata Banerjee: বুধবার রাতেই নয়াদিল্লি থেকে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন ৷ এদিন শিলিগুড়ি থেকে সাংবাদিকদের মুখ্য়মন্ত্রী বলেন, "ভাইয়ের সঙ্গে আমি সব সম্পর্ক ছিন্ন করলাম" ৷ এরপরেই বাবুন সুর বদলান ৷

ETV Bharat
কলকাতা বিমানবন্দরে বাবুন বন্দ্যোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 14, 2024, 7:33 AM IST

Updated : Mar 14, 2024, 9:00 AM IST

কলকাতা বিমানবন্দরে ফিরে সাংবাদিকদের মুখোমুখি বাবুন বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 14 মার্চ: "মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে ভগবান ৷ ভগবানের কাছে যদি মার খেতে হয়, তাহলে সেটা আশীর্বাদ", কলকাতা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের বললেন বাবুন (স্বপন) বন্দ্যোপাধ্যায় ৷ আর এই আশীর্বাদ নিয়েই "আগামী 72 ঘণ্টার মধ্যে দিদির কাছে পৌঁছব", দিদির অভিমান ভাঙাতে এমনটাই বললেন মুখ্যমন্ত্রীর ভাই ৷

তবে এই দিদি-ভাইয়ের বিবাদটা কোনও ব্যাপার নয় ৷ বরং এর সুযোগ নিচ্ছেন বলে অভিযোগ করলেন বাবুন ৷ বুধবার রাতে বাবুন বলেন, "এটা পরিবারের মধ্যে ৷ দিদি মারুক, ধরুক, যা খুশি করুক ৷ দিদি বকতেই পারেন ৷ বাবা-মা যদি বলে, ঘর থেকে বেরিয়ে যা ৷ কিন্তু সময়ে সেই অভিমান মিটে যায় ৷ কিছু মানুষ এটা নিয়ে খেলছে ৷ যাঁরা খেলছেন, তাঁদের সঙ্গে খেলা হবে ৷"

  • এদিন কলকাতা বিমানবন্দরে নেমে কী বললেন স্বপন ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায় ?

"আমি লোভী নই, অভিমানী", বলেন বাবুন ৷ দিদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে তিনি আরও বলেন, "দিদি আমার কাছে ভগবান" ৷ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নাম না-করে তিনি বলেন, "আমি নিজের হাওড়ায় চাকরি করতাম ৷ হাওড়াবাসীদের কাছে আমার একটা ভালোবাসা এবং আন্তরিকতার জায়গা আছে ৷ তৃণমূলের কর্মী হিসেবে আমি আমার জায়গা থেকে বলতেই পারি, হাওড়া লোকসভা কেন্দ্রে এই প্রার্থীকে দাঁড় না করিয়ে অন্য কাউকে প্রার্থী করা যেত ৷ এতে আমি খুশি নই ৷ কারণ, আমি এই প্রার্থীকে খাটতে দেখিনি ৷ তাই হাওড়াবাসীদের কাছে আবেদন, দিদি যা বলছেন শুনুন ৷ কিন্তু আমার মনে হচ্ছে এই প্রার্থী ঠিক নয় ৷ "

প্রসূন বন্দ্যোপাধ্যায়ের খারাপ ব্যবহারের কথা মনে করে বাবুন বলেন, "মোহনবাগান ক্লাবের বার্ষিক সাধারণ সভায় তাঁর কোনও জায়গা ছিল না ৷ আমার শরীরে পেসমেকার বসানো রয়েছে ৷ আমায় সেদিন ধাক্কা মেরে আঘাত করেছিলেন তিনি ৷ আমি সেটা ভুলে যাইনি ৷"

বিজেপির সঙ্গে যোগাযোগের কথা অস্বীকার করেন বাবুন ৷ তিনি বলেন, "এটা ভুয়ো খবর ৷ দিল্লি গিয়েছি মানেই যে এটা বিজেপির কোনও ব্যাপার, তা নয় ৷ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তের ভাই ৷ সেখানে বিজেপির সঙ্গে কোনও সম্পর্ক থাকতে পারে না ৷"

দলের প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষকে আক্রমণ করেন বাবুন ৷ তিনি বলেন, "কুণাল ঘোষ এত কথা বলছে ৷ তিনি কী কাজ করেছেন ? কুণালকে তো কেউ কিছু বলছে না ? বাবুন বন্দ্যোপাধ্যায় বললেই দোষ ? কেন ?" মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিমান তিনি ভাঙাবেনই ৷ এ নিয়ে বাবুন বলেন, "এটা দিদি-ভাইয়ের ব্যাপার ৷ আমি দিদির পায়ে পড়ে ক্ষমা চাইব ৷ দিদি মারুক, ধরুক, যাই করুক, এটা পরিবারের ব্যাপার ৷ মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে ভগবান ৷ ভগবানের কাছে যদি মার খেতে হয়, তাহলে সেটা আশীর্বাদ ৷ এই আশীর্বাদ নিয়েই আমি আগামী 72 ঘণ্টার মধ্যে দিদির কাছে পৌঁছব ৷"

এই বিতর্কের সূত্রপাত লোকসভার প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে ৷ 10 মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা থেকে 42টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করা হয় ৷ এরপর মঙ্গলবার কানাঘুষো শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়েছেন ৷ বুধবার তিনি সাংবাদিকদের বলেন, "হাওড়া লোকসভা আসন থেকে প্রার্থী বাছাইয়ে আমি খুশি নই ৷ প্রসূন বন্দ্যোপাধ্যায় সঠিক পছন্দ নয় ৷ সেখানে অনেক যোগ্যপ্রার্থী ছিল, যাদের উপেক্ষা করা হয়েছে ৷ প্রসূন আমাকে যে অপমান করেছিলেন তা আমি কখনওই ভুলতে পারব না ৷ নির্দল প্রার্থী হিসেবে হাওড়া আসন থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে চিন্তাভাবনা করছি ৷" এমনকী শোনা যায়, তিনি নাকি বিজেপিতে যোগ দিতে পারেন ৷

এদিন আবার শিলিগুড়িতে ছিলেন মুখ্যমন্ত্রী ৷ তাঁকে সাংবাদিকরা এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, "আমি সরাসরি বলছি, বড় হলে অনেকের লোভ অনেক বেশি হয়ে যায় ৷ আমার পরিবারের ও (বাবুন) কেউ বলে আমি মনেই করি না ৷ আমার সঙ্গে আজ থেকে সব সম্পর্ক ছিন্ন ৷ আমার পরিবারের সঙ্গে আর কোনও সম্পর্ক নেই ওর ৷ আমার ভাই বলে পরিচয় দেবেন না ৷ তাঁর অনেক কাজ আমার পছন্দ নয় ৷" এমনকী মমতা বন্দ্যোপাধ্যায় বাবুনকে 'লোভী' বলেন ৷ এরপরই বাবুনের সুর বদলে যায় ৷

আরও পড়ুন:

  1. 'বেসুরো' বাবুনের সঙ্গে সম্পর্ক ছিন্ন মমতার; দিদি মায়ের মতো বকতেই পারেন, প্রতিক্রিয়া ভাইয়ের
  2. ভবানীপুর ছেড়ে হাওড়ার শিবপুরের ভোটার হলেন মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্য়ায়
  3. ‘মানসিকভাবে ভেঙে পড়ছে দিলীপদা’, মেদিনীপুরের সভা থেকে কটাক্ষ জুনের

কলকাতা বিমানবন্দরে ফিরে সাংবাদিকদের মুখোমুখি বাবুন বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 14 মার্চ: "মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে ভগবান ৷ ভগবানের কাছে যদি মার খেতে হয়, তাহলে সেটা আশীর্বাদ", কলকাতা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের বললেন বাবুন (স্বপন) বন্দ্যোপাধ্যায় ৷ আর এই আশীর্বাদ নিয়েই "আগামী 72 ঘণ্টার মধ্যে দিদির কাছে পৌঁছব", দিদির অভিমান ভাঙাতে এমনটাই বললেন মুখ্যমন্ত্রীর ভাই ৷

তবে এই দিদি-ভাইয়ের বিবাদটা কোনও ব্যাপার নয় ৷ বরং এর সুযোগ নিচ্ছেন বলে অভিযোগ করলেন বাবুন ৷ বুধবার রাতে বাবুন বলেন, "এটা পরিবারের মধ্যে ৷ দিদি মারুক, ধরুক, যা খুশি করুক ৷ দিদি বকতেই পারেন ৷ বাবা-মা যদি বলে, ঘর থেকে বেরিয়ে যা ৷ কিন্তু সময়ে সেই অভিমান মিটে যায় ৷ কিছু মানুষ এটা নিয়ে খেলছে ৷ যাঁরা খেলছেন, তাঁদের সঙ্গে খেলা হবে ৷"

  • এদিন কলকাতা বিমানবন্দরে নেমে কী বললেন স্বপন ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায় ?

"আমি লোভী নই, অভিমানী", বলেন বাবুন ৷ দিদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে তিনি আরও বলেন, "দিদি আমার কাছে ভগবান" ৷ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নাম না-করে তিনি বলেন, "আমি নিজের হাওড়ায় চাকরি করতাম ৷ হাওড়াবাসীদের কাছে আমার একটা ভালোবাসা এবং আন্তরিকতার জায়গা আছে ৷ তৃণমূলের কর্মী হিসেবে আমি আমার জায়গা থেকে বলতেই পারি, হাওড়া লোকসভা কেন্দ্রে এই প্রার্থীকে দাঁড় না করিয়ে অন্য কাউকে প্রার্থী করা যেত ৷ এতে আমি খুশি নই ৷ কারণ, আমি এই প্রার্থীকে খাটতে দেখিনি ৷ তাই হাওড়াবাসীদের কাছে আবেদন, দিদি যা বলছেন শুনুন ৷ কিন্তু আমার মনে হচ্ছে এই প্রার্থী ঠিক নয় ৷ "

প্রসূন বন্দ্যোপাধ্যায়ের খারাপ ব্যবহারের কথা মনে করে বাবুন বলেন, "মোহনবাগান ক্লাবের বার্ষিক সাধারণ সভায় তাঁর কোনও জায়গা ছিল না ৷ আমার শরীরে পেসমেকার বসানো রয়েছে ৷ আমায় সেদিন ধাক্কা মেরে আঘাত করেছিলেন তিনি ৷ আমি সেটা ভুলে যাইনি ৷"

বিজেপির সঙ্গে যোগাযোগের কথা অস্বীকার করেন বাবুন ৷ তিনি বলেন, "এটা ভুয়ো খবর ৷ দিল্লি গিয়েছি মানেই যে এটা বিজেপির কোনও ব্যাপার, তা নয় ৷ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তের ভাই ৷ সেখানে বিজেপির সঙ্গে কোনও সম্পর্ক থাকতে পারে না ৷"

দলের প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষকে আক্রমণ করেন বাবুন ৷ তিনি বলেন, "কুণাল ঘোষ এত কথা বলছে ৷ তিনি কী কাজ করেছেন ? কুণালকে তো কেউ কিছু বলছে না ? বাবুন বন্দ্যোপাধ্যায় বললেই দোষ ? কেন ?" মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিমান তিনি ভাঙাবেনই ৷ এ নিয়ে বাবুন বলেন, "এটা দিদি-ভাইয়ের ব্যাপার ৷ আমি দিদির পায়ে পড়ে ক্ষমা চাইব ৷ দিদি মারুক, ধরুক, যাই করুক, এটা পরিবারের ব্যাপার ৷ মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে ভগবান ৷ ভগবানের কাছে যদি মার খেতে হয়, তাহলে সেটা আশীর্বাদ ৷ এই আশীর্বাদ নিয়েই আমি আগামী 72 ঘণ্টার মধ্যে দিদির কাছে পৌঁছব ৷"

এই বিতর্কের সূত্রপাত লোকসভার প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে ৷ 10 মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা থেকে 42টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করা হয় ৷ এরপর মঙ্গলবার কানাঘুষো শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়েছেন ৷ বুধবার তিনি সাংবাদিকদের বলেন, "হাওড়া লোকসভা আসন থেকে প্রার্থী বাছাইয়ে আমি খুশি নই ৷ প্রসূন বন্দ্যোপাধ্যায় সঠিক পছন্দ নয় ৷ সেখানে অনেক যোগ্যপ্রার্থী ছিল, যাদের উপেক্ষা করা হয়েছে ৷ প্রসূন আমাকে যে অপমান করেছিলেন তা আমি কখনওই ভুলতে পারব না ৷ নির্দল প্রার্থী হিসেবে হাওড়া আসন থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে চিন্তাভাবনা করছি ৷" এমনকী শোনা যায়, তিনি নাকি বিজেপিতে যোগ দিতে পারেন ৷

এদিন আবার শিলিগুড়িতে ছিলেন মুখ্যমন্ত্রী ৷ তাঁকে সাংবাদিকরা এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, "আমি সরাসরি বলছি, বড় হলে অনেকের লোভ অনেক বেশি হয়ে যায় ৷ আমার পরিবারের ও (বাবুন) কেউ বলে আমি মনেই করি না ৷ আমার সঙ্গে আজ থেকে সব সম্পর্ক ছিন্ন ৷ আমার পরিবারের সঙ্গে আর কোনও সম্পর্ক নেই ওর ৷ আমার ভাই বলে পরিচয় দেবেন না ৷ তাঁর অনেক কাজ আমার পছন্দ নয় ৷" এমনকী মমতা বন্দ্যোপাধ্যায় বাবুনকে 'লোভী' বলেন ৷ এরপরই বাবুনের সুর বদলে যায় ৷

আরও পড়ুন:

  1. 'বেসুরো' বাবুনের সঙ্গে সম্পর্ক ছিন্ন মমতার; দিদি মায়ের মতো বকতেই পারেন, প্রতিক্রিয়া ভাইয়ের
  2. ভবানীপুর ছেড়ে হাওড়ার শিবপুরের ভোটার হলেন মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্য়ায়
  3. ‘মানসিকভাবে ভেঙে পড়ছে দিলীপদা’, মেদিনীপুরের সভা থেকে কটাক্ষ জুনের
Last Updated : Mar 14, 2024, 9:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.