ETV Bharat / state

বেতন ও ভাতা থেকে আয়েই কোটিপতি দিলীপ ঘোষ - Asset Details of Dilip Ghosh - ASSET DETAILS OF DILIP GHOSH

Asset Details of Dilip Ghosh: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ । 2016 সালে খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হন তিনি । 2019 সালে মেদিনীপুর আসন থেকে জিতে তিনি সাংসদ হন । এবার নির্বাচন কমিশনে তিনি মনোনয়নপত্রের সঙ্গে জমা দিয়েছেন হলফনামা । হলফনামা বলছে দিলীপ ঘোষ কোটিপতি । সেই হলফনামা খতিয়ে দেখলো ইটিভি ভারত ।

Asset Details of Dilip Ghosh
দিলীপ ঘোষের সঞ্চয় সম্পত্তি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 6, 2024, 1:41 PM IST

বর্ধমান, 6 মে: একবারের সাংসদ তিনি । প্রথমবার মেদিনীপুরের আসন থেকে জিতে সাংসদ হলেও দ্বিতীয়বার সেই আসন থেকে আর টিকিট মেলেনি । দ্বিতীয়বারের জন্য দিলীপ ঘোষ টিকিট পেয়েছেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসন থেকে । জমা দিয়েছেন মনোনয়নপত্র ৷ সেই মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামায় রয়েছে, তাঁর সঞ্চয়-সম্পত্তির হিসেব নিকেশ ৷ নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় দিলীপ ঘোষ উল্লেখ করেছেন তাঁর আয়ের মূল উৎস বেতন ও ভাতা ৷

Dilip Ghosh
লোকসভা নির্বাচনের প্রচারে দিলীপ ঘোষ (নিজস্ব চিত্র)

আয়:

  • 2020-21 অর্থবর্ষে আয় ছিল 7 লক্ষ 72 হাজার 230 টাকা
  • 2021-22 অর্থবর্ষে আয় ছিল 13 লক্ষ 50 হাজার 860 টাকা ।
  • 2022-23 অর্থবর্ষে আয় ছিল 9 লক্ষ 33 হাজার 950 টাকা ।
  • হলফনামা অনুযায়ী দিলীপ ঘোষের সাংসদ হিসেবে আয় মাসে 1 লক্ষ 90 হাজার টাকা ।
    Dilip Ghosh
    দিলীপ ঘোষ (নিজস্ব চিত্র)

স্থাবর সম্পত্তি:

  • 1.88 একর চাষযোগ্য জমি আছে ৷ সেই জমির বর্তমান মূল্য প্রায় 40 লক্ষ টাকা ।
  • উত্তরাধিকার সূত্রে তিনি কুলিয়ানায় 800 বর্গফুটের বাড়ি পেয়েছেন ৷ যার বাজার মূল্য তিন লক্ষ টাকা ৷
  • নিউটাউন এলাকায় একটা ফ্ল্যাট আছে ৷ ওই ফ্ল্যাট তিনি 99 লক্ষ টাকা দিয়ে কিনেছিলেন ৷
  • মোট স্থাবর সম্পত্তি - 1 কোটি 42 লক্ষ টাকা ৷
    Dilip Ghosh
    লোকসভা নির্বাচনের প্রচারে দিলীপ ঘোষ (নিজস্ব চিত্র)

অস্থাবর সম্পত্তি:

  • হাতে নগদ 3 লক্ষ 50 হাজার টাকা ৷
  • তিনটি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে রয়েছে যথাক্রমে - 1 লক্ষ 56 হাজার 706 টাকা, 16 লক্ষ 46 হাজার 636 টাকা ও 51 হাজার 71 টাকা ৷
  • জীবনবিমায় বিনিয়োগ - 1 লক্ষ 40 হাজার 100 টাকা ৷
  • পোস্ট অফিসে সেভিংস - 3 লক্ষ 31 হাজার 76 টাকা ৷ পোস্ট অফিসে এমআইএস - 4 লক্ষ 50 হাজার টাকা ৷ পোস্ট অফিসে এনএসসি - 5 লক্ষ টাকা ৷ পোস্ট অফিসে রেকারিং - 4 লক্ষ 20 হাজার টাকা ৷
  • মোট অস্থাবর সম্পত্তি - 40 লক্ষ 45 হাজার 589 টাকা ৷

ব্যাংক থেকে দিলীপ ঘোষ 50 লক্ষ টাকা ঋণ নিয়েছেন ৷

Dilip Ghosh
লোকসভা নির্বাচনের প্রচারে দিলীপ ঘোষ (নিজস্ব চিত্র)

আরও পড়ুন:

  1. 100 কোটির উপর স্থাবর সম্পদ, অস্থাবর সম্পদের পরিমাণও কোটিতে বিহারীবাবুর
  2. ব্যারাকপুরে বিজেপি প্রার্থীর শেয়ারে লক্ষ লক্ষ টাকা! রইল অর্জুন সিংয়ের নির্বাচনী হলফনামা
  3. কেন্দ্রীয় মন্ত্রী শান্তনুর নামে ঝুলছে 20 মামলা, হু হু করে বেড়েছে বিষয়-আশয়

বর্ধমান, 6 মে: একবারের সাংসদ তিনি । প্রথমবার মেদিনীপুরের আসন থেকে জিতে সাংসদ হলেও দ্বিতীয়বার সেই আসন থেকে আর টিকিট মেলেনি । দ্বিতীয়বারের জন্য দিলীপ ঘোষ টিকিট পেয়েছেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসন থেকে । জমা দিয়েছেন মনোনয়নপত্র ৷ সেই মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামায় রয়েছে, তাঁর সঞ্চয়-সম্পত্তির হিসেব নিকেশ ৷ নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় দিলীপ ঘোষ উল্লেখ করেছেন তাঁর আয়ের মূল উৎস বেতন ও ভাতা ৷

Dilip Ghosh
লোকসভা নির্বাচনের প্রচারে দিলীপ ঘোষ (নিজস্ব চিত্র)

আয়:

  • 2020-21 অর্থবর্ষে আয় ছিল 7 লক্ষ 72 হাজার 230 টাকা
  • 2021-22 অর্থবর্ষে আয় ছিল 13 লক্ষ 50 হাজার 860 টাকা ।
  • 2022-23 অর্থবর্ষে আয় ছিল 9 লক্ষ 33 হাজার 950 টাকা ।
  • হলফনামা অনুযায়ী দিলীপ ঘোষের সাংসদ হিসেবে আয় মাসে 1 লক্ষ 90 হাজার টাকা ।
    Dilip Ghosh
    দিলীপ ঘোষ (নিজস্ব চিত্র)

স্থাবর সম্পত্তি:

  • 1.88 একর চাষযোগ্য জমি আছে ৷ সেই জমির বর্তমান মূল্য প্রায় 40 লক্ষ টাকা ।
  • উত্তরাধিকার সূত্রে তিনি কুলিয়ানায় 800 বর্গফুটের বাড়ি পেয়েছেন ৷ যার বাজার মূল্য তিন লক্ষ টাকা ৷
  • নিউটাউন এলাকায় একটা ফ্ল্যাট আছে ৷ ওই ফ্ল্যাট তিনি 99 লক্ষ টাকা দিয়ে কিনেছিলেন ৷
  • মোট স্থাবর সম্পত্তি - 1 কোটি 42 লক্ষ টাকা ৷
    Dilip Ghosh
    লোকসভা নির্বাচনের প্রচারে দিলীপ ঘোষ (নিজস্ব চিত্র)

অস্থাবর সম্পত্তি:

  • হাতে নগদ 3 লক্ষ 50 হাজার টাকা ৷
  • তিনটি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে রয়েছে যথাক্রমে - 1 লক্ষ 56 হাজার 706 টাকা, 16 লক্ষ 46 হাজার 636 টাকা ও 51 হাজার 71 টাকা ৷
  • জীবনবিমায় বিনিয়োগ - 1 লক্ষ 40 হাজার 100 টাকা ৷
  • পোস্ট অফিসে সেভিংস - 3 লক্ষ 31 হাজার 76 টাকা ৷ পোস্ট অফিসে এমআইএস - 4 লক্ষ 50 হাজার টাকা ৷ পোস্ট অফিসে এনএসসি - 5 লক্ষ টাকা ৷ পোস্ট অফিসে রেকারিং - 4 লক্ষ 20 হাজার টাকা ৷
  • মোট অস্থাবর সম্পত্তি - 40 লক্ষ 45 হাজার 589 টাকা ৷

ব্যাংক থেকে দিলীপ ঘোষ 50 লক্ষ টাকা ঋণ নিয়েছেন ৷

Dilip Ghosh
লোকসভা নির্বাচনের প্রচারে দিলীপ ঘোষ (নিজস্ব চিত্র)

আরও পড়ুন:

  1. 100 কোটির উপর স্থাবর সম্পদ, অস্থাবর সম্পদের পরিমাণও কোটিতে বিহারীবাবুর
  2. ব্যারাকপুরে বিজেপি প্রার্থীর শেয়ারে লক্ষ লক্ষ টাকা! রইল অর্জুন সিংয়ের নির্বাচনী হলফনামা
  3. কেন্দ্রীয় মন্ত্রী শান্তনুর নামে ঝুলছে 20 মামলা, হু হু করে বেড়েছে বিষয়-আশয়
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.