বালুরঘাট, 21 অগস্ট: সল্টলেকের পুলিশ ব্যারাকে সঞ্জয় রায়ের থাকা ও তাঁর পুলিশের বাইক ব্যবহার এসব নিয়ে এএসআই অনুপ দত্তকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল সিবিআই ৷ সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় তিনি সংবাদমাধ্যম থেকে বাঁচতে দৌড় দিয়েছিলেন ৷ সেই ভিডিয়ো সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে ৷ লোকের ফোনে ফোনে ঘুরছে তা ৷ কিন্তু, কলকাতা পুলিশের এএসআইয়ের সেই ভিডিয়ো দেখে বেজায় ক্ষুব্ধ তাঁর স্ত্রী সন্ধ্যা দত্ত ৷
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা এএসআই অনুপ দত্ত ৷ তাঁর স্ত্রী অভিযোগ করলেন, "সংবাদমাধ্যমের মানবিকতা বলে কিছুই নেই ৷" এমন গুরুতর অভিযোগ কেন ? তাঁর বক্তব্য, "আমার স্বামীর ব্লাড প্রেসার আছে ৷ ওইভাবে কোনও মানুষকে কেউ তাড়া করে ! কিছু হয়ে গেলে কী হতো ? ওর কিছু হলে, যা ক্ষতি হওয়ার আমার হতো ৷ কারও কিছু আসত-যেত না ৷"
তবে, আরজি করের ঘটনায় অনুপ দত্তের যোগ রয়েছে, তা মানতে নারাজ তাঁর স্ত্রী ৷ তিনি বলেন, "উনি একজন সৎ মানুষ ৷ লোকের যে কোনও সমস্যায় সাহায্য করেন ৷ আমি মনে করি না, ওঁর ওই ঘটনার সঙ্গে কোনও যোগ আছে ৷ ওই ডিপার্টমেন্টে সঞ্জয় ছিল বলেই হয়তো ওকে জিজ্ঞাসাবাদ করতে ডেকেছিল ৷" প্রতিবেশীদের দাবি, কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্ত এলাকায় পরপোকারী হিসেবে পরিচিত ৷ তবে, কেন তাঁকে সিবিআই ডেকেছে ? সেটা ভেবেই অবাক হচ্ছেন প্রতিবেশীরা ৷
পরিবারের তরফে দাবি করা হয়েছে, সত্য উদঘাটিত হোক ৷ কে দোষী সামনে আসুক ৷ তাঁদের দাবি, অনুপ দত্ত কোনোভাবেই সঞ্জয় রায়ের কোনও অপরাধের সঙ্গে জড়িত নন ৷ আর সেই সত্য সামনে আসবে বলে বিশ্বাস অনুপ স্ত্রী সন্ধ্যা দত্তের ৷