অশোকনগর, 2 সেপ্টেম্বর: দলের প্রতিবাদ মঞ্চ থেকে এবার মহিলাদের উদ্দেশে কুরুচিকর মন্তব্য করলেন তৃণমূল নেতা অতীশ সরকার । মা-বোনেদের ছবি বিকৃত করে তা বাড়ির দরজায় টাঙিয়ে দেওয়ার নিদান দিয়ে বিতর্কে জড়ালেন অশোকনগরের ওই তৃণমূল নেতা । বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হতেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অতীশ সরকার ওরফে ঝুঙ্কুকে একবছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস । সেই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের বারাসত সাংগঠনিক জেলার সভানেত্রী ডা. কাকলি ঘোষ দস্তিদারকে ।
তৃণমূল নেতার ওই বিতর্কিত মন্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়, যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে এলাকায় । যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ ঘটনার তীব্র নিন্দা করে তৃণমূল নেতার ওই মন্তব্যের ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে সরব হন বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার । যদিও এই ঘটনার সূত্রপাত গত 31 অগস্ট । আরজি কর-কাণ্ডের প্রতিবাদে সেদিন তৃণমূলের তরফে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল অশোকনগরের কচুয়া মোড়ে । সেই সভাতে বক্তব্য রাখতে গিয়েই মহিলাদের নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন অশোকনগর-কল্যাণগড় পৌরসভার প্রাক্তন কাউন্সিলর ও তৃণমূল নেতা অতীশ সরকার ।
ঠিক কী বলেছেন তিনি ?
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে ওই তৃণমূল নেতাকে বলতে শোনা যাচ্ছে, "মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একটুতেই ফোঁস করতে বলেছেন । আমরা যদি ফোঁস করতে শুরু করি । আগামিকাল বাড়ির দেওয়ালে গিয়ে মা-বোনকে নিয়ে কুৎসা সাজিয়ে তা দেওয়ালে টাঙিয়ে দিয়ে আসি । তখন ওই পোস্টার খুলতে পারবেন না । প্রতিবাদ মঞ্চ থেকে দায়িত্ব নিয়ে বলে গেলাম । সেই দিন সামনে আসতে দেরি নেই ।"
এরপরই হুমকির সুরে তৃণমূল নেতা অতীশ সরকার বলেন, "যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে ব্যক্তিগত কুৎসা করছেন, প্রতিনয়ত তাঁর চরিত্র নিয়ে গালাগালি দিচ্ছেন, তাঁদের উদ্দেশে বলছি, সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখবেন, বাড়ির দরজায় মা-বোনেদের ছবি বিকৃত করে টাঙিয়ে দেওয়া আছে । তাই সাবধান হয়ে যান ।"
এই কুরুচিকর মন্তব্যের পাশাপাশি এ দিন বিরোধী রাজনৈতিক দলের উদ্দেশেও হুঁশিয়ারি দিয়েছেন ওই বিতর্কিত শাসক নেতা । তিনি বলেন, "তৃণমূল কংগ্রেস রাজপথে ধৈর্য্য নিয়ে বসে আছে । আমরা যদি পাড়ায় পাড়ায় সকাল, সন্ধ্যায় ফোঁস করতে শুরু করি তখন আপনারা বাড়ির বাইরে বেরতে পারবেন তো?" এ দিকে এই কুরুচিকর মন্তব্য ঘিরে রাজনীতির অন্দরে চর্চা শুরু হতেই বিপাকে পড়ে তৃণমূল নেতার বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হয় শাসকদল । এক বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয় বিতর্কিত ওই তৃণমূল নেতাকে । যদিও এতকিছুর পরেও নিজের মন্তব্যে অনড় তৃণমূল নেতা অতীশ সরকার ।