ETV Bharat / state

কাউন্সেলিংয়ের পর প্রশাসন ও বিশ্ববিদ্যালয়কে কৃতজ্ঞতা অর্ণবের - Arnab Dam PhD - ARNAB DAM PHD

Arnab Dam PhD: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কাউন্সেলিংয়ের পর প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানালেন অর্ণব দাম ৷ আজ ইতিহাস বিভাগে তাঁর কাউন্সেলিং হয় । কাউন্সেলিংয়ের পর বেশ খুশি ছিলেন অর্ণব ৷

ETV BHARAT
কাউন্সেলিংয়ের পর খুশি অর্ণব দাম (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 15, 2024, 6:16 PM IST

Updated : Jul 15, 2024, 7:22 PM IST

বর্ধমান, 15 জুলাই: অবশেষে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কাউন্সেলিং হল মাওবাদী বন্দি অর্ণব দামের । সোমবার দুপুরে পূর্ব বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার থেকে কাউন্সেলিং করার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয় তাঁকে । পরে ইতিহাস বিভাগে তাঁর কাউন্সেলিং হয় । এদিন কাউন্সেলিং হয়ে যাওয়ার পরে বেশ খুশি ছিলেন অর্ণব ৷ তাঁর পাশে দাঁড়ানোর জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয় ও প্রশাসনকে তিনি ধন্যবাদ জানিয়েছেন ।

কাউন্সেলিংয়ের পর প্রশাসন ও বিশ্ববিদ্যালয়কে কৃতজ্ঞতা অর্ণবের (নিজস্ব ভিডিয়ো)

সোমবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্র বলেন, কারা কর্তৃপক্ষ অর্ণব দামের নিরাপত্তার বিষয়টি দেখার আশ্বাস পাওয়ার পরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিহাস বিভাগে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে । তিনি আশ্বাস পেয়েছেন অর্ণব দামের পিএইচডি করা নিয়ে কোনও সমস্যা হবে না । কারা কর্তৃপক্ষ অর্ণব দামের নিরাপত্তার ব্যবস্থা করবে । তাঁর মতে, যেহেতু শিক্ষার্থীদের জন্যই এই শিক্ষাঙ্গণ, তাই তাকে সচল রাখতে তাঁরা বদ্ধপরিকর ।

এদিকে, কাউন্সেলিং করার পরে খুশি মনে দেখা গেল অর্ণব দামকে । তিনি বলেন, "কাউন্সেলিং আজকে হল ৷ আমার পিএইচডি ভর্তি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, আশা করছি আজ সেটার অবসান হল । উচ্চতর শিক্ষা আর গবেষণার এই সুযোগটা করে দেওয়ার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয় ও প্রশাসনের কাছে আমি কৃতজ্ঞ । কারা দফতর এবং রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া আমি এই জায়গায় আসতে পারতাম না ৷ তাদেরকে ধন্যবাদ । এছাড়া আমার পড়াশোনা নিয়ে যাঁরা পাশে থেকেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ ।"

ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ তানভীর নাসরিন বলেন, "অর্ণবের কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে । আমরা সকলেই খুব খুশি । তাঁর ভর্তি নিয়ে আগেও কোনও জটিলতা ছিল না ৷ এখনও নেই । এরপর তিনি ভর্তি হবেন ।"

বর্ধমান, 15 জুলাই: অবশেষে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কাউন্সেলিং হল মাওবাদী বন্দি অর্ণব দামের । সোমবার দুপুরে পূর্ব বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার থেকে কাউন্সেলিং করার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয় তাঁকে । পরে ইতিহাস বিভাগে তাঁর কাউন্সেলিং হয় । এদিন কাউন্সেলিং হয়ে যাওয়ার পরে বেশ খুশি ছিলেন অর্ণব ৷ তাঁর পাশে দাঁড়ানোর জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয় ও প্রশাসনকে তিনি ধন্যবাদ জানিয়েছেন ।

কাউন্সেলিংয়ের পর প্রশাসন ও বিশ্ববিদ্যালয়কে কৃতজ্ঞতা অর্ণবের (নিজস্ব ভিডিয়ো)

সোমবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্র বলেন, কারা কর্তৃপক্ষ অর্ণব দামের নিরাপত্তার বিষয়টি দেখার আশ্বাস পাওয়ার পরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিহাস বিভাগে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে । তিনি আশ্বাস পেয়েছেন অর্ণব দামের পিএইচডি করা নিয়ে কোনও সমস্যা হবে না । কারা কর্তৃপক্ষ অর্ণব দামের নিরাপত্তার ব্যবস্থা করবে । তাঁর মতে, যেহেতু শিক্ষার্থীদের জন্যই এই শিক্ষাঙ্গণ, তাই তাকে সচল রাখতে তাঁরা বদ্ধপরিকর ।

এদিকে, কাউন্সেলিং করার পরে খুশি মনে দেখা গেল অর্ণব দামকে । তিনি বলেন, "কাউন্সেলিং আজকে হল ৷ আমার পিএইচডি ভর্তি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, আশা করছি আজ সেটার অবসান হল । উচ্চতর শিক্ষা আর গবেষণার এই সুযোগটা করে দেওয়ার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয় ও প্রশাসনের কাছে আমি কৃতজ্ঞ । কারা দফতর এবং রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া আমি এই জায়গায় আসতে পারতাম না ৷ তাদেরকে ধন্যবাদ । এছাড়া আমার পড়াশোনা নিয়ে যাঁরা পাশে থেকেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ ।"

ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ তানভীর নাসরিন বলেন, "অর্ণবের কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে । আমরা সকলেই খুব খুশি । তাঁর ভর্তি নিয়ে আগেও কোনও জটিলতা ছিল না ৷ এখনও নেই । এরপর তিনি ভর্তি হবেন ।"

Last Updated : Jul 15, 2024, 7:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.