বর্ধমান, 15 জুলাই: অবশেষে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কাউন্সেলিং হল মাওবাদী বন্দি অর্ণব দামের । সোমবার দুপুরে পূর্ব বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার থেকে কাউন্সেলিং করার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয় তাঁকে । পরে ইতিহাস বিভাগে তাঁর কাউন্সেলিং হয় । এদিন কাউন্সেলিং হয়ে যাওয়ার পরে বেশ খুশি ছিলেন অর্ণব ৷ তাঁর পাশে দাঁড়ানোর জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয় ও প্রশাসনকে তিনি ধন্যবাদ জানিয়েছেন ।
সোমবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্র বলেন, কারা কর্তৃপক্ষ অর্ণব দামের নিরাপত্তার বিষয়টি দেখার আশ্বাস পাওয়ার পরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিহাস বিভাগে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে । তিনি আশ্বাস পেয়েছেন অর্ণব দামের পিএইচডি করা নিয়ে কোনও সমস্যা হবে না । কারা কর্তৃপক্ষ অর্ণব দামের নিরাপত্তার ব্যবস্থা করবে । তাঁর মতে, যেহেতু শিক্ষার্থীদের জন্যই এই শিক্ষাঙ্গণ, তাই তাকে সচল রাখতে তাঁরা বদ্ধপরিকর ।
এদিকে, কাউন্সেলিং করার পরে খুশি মনে দেখা গেল অর্ণব দামকে । তিনি বলেন, "কাউন্সেলিং আজকে হল ৷ আমার পিএইচডি ভর্তি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, আশা করছি আজ সেটার অবসান হল । উচ্চতর শিক্ষা আর গবেষণার এই সুযোগটা করে দেওয়ার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয় ও প্রশাসনের কাছে আমি কৃতজ্ঞ । কারা দফতর এবং রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া আমি এই জায়গায় আসতে পারতাম না ৷ তাদেরকে ধন্যবাদ । এছাড়া আমার পড়াশোনা নিয়ে যাঁরা পাশে থেকেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ ।"
ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ তানভীর নাসরিন বলেন, "অর্ণবের কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে । আমরা সকলেই খুব খুশি । তাঁর ভর্তি নিয়ে আগেও কোনও জটিলতা ছিল না ৷ এখনও নেই । এরপর তিনি ভর্তি হবেন ।"