কলকাতা, 4 ফেব্রুয়ারি: বকেয়া ডিএ-সহ একাধিক দাবিকে সামনে রেখে রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ । তবে আজ বেলা গড়াতেই সেনা আধিকারিক, কর্মীরা এসে দাঁড়িয়ে থেকে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন স্থলে তৈরি মঞ্চ ও মণ্ডপ খুলে দিল । এই দেখে হতবাক হয়ে যান আন্দোলনকারীরা । তাঁরা হুমকি দিয়েছেন যে, খোলা আকাশের নিচেই চলবে তাঁদের আমরণ অনশন ।
গত শনিবার সেনাবাহিনীর তরফে একটি নোটিশ দেওয়া হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চকে । বলা হয়েছিল, দীর্ঘদিন যাবৎ ওই এলাকা পরিষ্কার করা হচ্ছে না । আন্দোলনকারীদের অভিযোগ, আজ সকালে সেনা আধিকারিক, কর্মীরা সভামঞ্চের কাছে আসেন । পাশাপশি ডেকরেটরের লোকজনও আসেন । এরপর ওই মঞ্চ ও মণ্ডপ খোলার কাজ শুরু হয় ।
এযাবৎকালে রাজ্যের বিরুদ্ধে রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের সবথেকে বড় আন্দোলন বলা চলে এই ডিএ আন্দোলন । আদালতের নির্দেশে আন্দোলনকারীরা শহিদ মিনার ময়দানের একাংশে অবস্থান চালাচ্ছেন । তাঁদের লাগাতার এই আন্দোলনের আজ 374 দিন । দাবি আদায়ের পক্ষে বিভিন্ন সময় পেন ডাউন থেকে ধর্মঘট, মিছিল এমনকি নবান্নের দুয়ারে অবস্থান বিক্ষোভও করেছেন তাঁরা । দিন 15 ধরে চলছে তাঁদের আমরণ অনশন । মুখ্যমন্ত্রী গত দু'দিন রেড রোডে মঞ্চ করে ধরনা দিয়েছেন কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে । তাঁর মঞ্চের বিপরীতেই ধরনা দেওয়ার আবেদন করেছিল সংগ্রামী যৌথ মঞ্চ । এই মর্মে সেনাবাহিনীকে চিঠি দেওয়া হয়েছিল ।
আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, "সেই আবেদনে সাড়া আসেনি । তবে গতকাল একটি নোটিশ আসে ৷ বর্তমান জায়গায় বহুদিন নাকি আমরা আছি, যত্ন নেওয়া হচ্ছে না । তবে সরাসরি উঠে যেতে বলেননি । এ দিকে, আমাদের কর্মীরা আমরণ অনশন চালাচ্ছেন । আমরা খোলা আকাশের নিচেই প্রয়োজনে এই আন্দোলন চালাব । আদালতের নির্দেশে এই জায়গায় আমরা বসেছি । তবে এই বিষয় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই আঙুল তুলেছেন। তিনি বলেন, সরকারের উচিত ছিল অনশনকারীদের সঙ্গে আলোচনায় বসা। যাতে সমস্যার সমাধান হয় । কিন্তু তারা প্রভাব খাটিয়ে এই শীতে মাথার উপর থেকে ছাউনিও কেড়ে নিচ্ছে ।
আরও পড়ুন: