ETV Bharat / state

শহিদ মিনারে ডিএ আন্দোলনকারীদের মঞ্চ খুলে দিল সেনা - সংগ্রামী যৌথ মঞ্চ

DA protesters: শহিদ মিনারে ডিএ আন্দোলনকারীদের মঞ্চ খুলে দিলেন সেনা কর্মীরা ৷ এই ঘটনায় অবাক হয়ে গিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 4, 2024, 1:10 PM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি: বকেয়া ডিএ-সহ একাধিক দাবিকে সামনে রেখে রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ । তবে আজ বেলা গড়াতেই সেনা আধিকারিক, কর্মীরা এসে দাঁড়িয়ে থেকে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন স্থলে তৈরি মঞ্চ ও মণ্ডপ খুলে দিল । এই দেখে হতবাক হয়ে যান আন্দোলনকারীরা । তাঁরা হুমকি দিয়েছেন যে, খোলা আকাশের নিচেই চলবে তাঁদের আমরণ অনশন ।

গত শনিবার সেনাবাহিনীর তরফে একটি নোটিশ দেওয়া হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চকে । বলা হয়েছিল, দীর্ঘদিন যাবৎ ওই এলাকা পরিষ্কার করা হচ্ছে না । আন্দোলনকারীদের অভিযোগ, আজ সকালে সেনা আধিকারিক, কর্মীরা সভামঞ্চের কাছে আসেন । পাশাপশি ডেকরেটরের লোকজনও আসেন । এরপর ওই মঞ্চ ও মণ্ডপ খোলার কাজ শুরু হয় ।

এযাবৎকালে রাজ্যের বিরুদ্ধে রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের সবথেকে বড় আন্দোলন বলা চলে এই ডিএ আন্দোলন । আদালতের নির্দেশে আন্দোলনকারীরা শহিদ মিনার ময়দানের একাংশে অবস্থান চালাচ্ছেন । তাঁদের লাগাতার এই আন্দোলনের আজ 374 দিন । দাবি আদায়ের পক্ষে বিভিন্ন সময় পেন ডাউন থেকে ধর্মঘট, মিছিল এমনকি নবান্নের দুয়ারে অবস্থান বিক্ষোভও করেছেন তাঁরা । দিন 15 ধরে চলছে তাঁদের আমরণ অনশন । মুখ্যমন্ত্রী গত দু'দিন রেড রোডে মঞ্চ করে ধরনা দিয়েছেন কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে । তাঁর মঞ্চের বিপরীতেই ধরনা দেওয়ার আবেদন করেছিল সংগ্রামী যৌথ মঞ্চ । এই মর্মে সেনাবাহিনীকে চিঠি দেওয়া হয়েছিল ।

আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, "সেই আবেদনে সাড়া আসেনি । তবে গতকাল একটি নোটিশ আসে ৷ বর্তমান জায়গায় বহুদিন নাকি আমরা আছি, যত্ন নেওয়া হচ্ছে না । তবে সরাসরি উঠে যেতে বলেননি । এ দিকে, আমাদের কর্মীরা আমরণ অনশন চালাচ্ছেন । আমরা খোলা আকাশের নিচেই প্রয়োজনে এই আন্দোলন চালাব । আদালতের নির্দেশে এই জায়গায় আমরা বসেছি । তবে এই বিষয় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই আঙুল তুলেছেন। তিনি বলেন, সরকারের উচিত ছিল অনশনকারীদের সঙ্গে আলোচনায় বসা। যাতে সমস্যার সমাধান হয় । কিন্তু তারা প্রভাব খাটিয়ে এই শীতে মাথার উপর থেকে ছাউনিও কেড়ে নিচ্ছে ।

আরও পড়ুন:

  1. আগুন জ্বালিয়ে গুজরাত-উত্তরপ্রদেশ চলতে পারে বাংলা চলে না, শুভেন্দুর হুংকারের পালটা ফিরহাদ
  2. ডিএ আন্দোলনের অনশন মঞ্চে শুভেন্দু, মমতার বিরুদ্ধে আন্দোলনে পাশে থাকার বার্তা
  3. মুখ্যমন্ত্রী দেখা না করলে লাগাতার ধর্মঘট! বকেয়া ডিএ-র দাবিতে মহামিছিল সংগ্রামী যৌথ মঞ্চের

কলকাতা, 4 ফেব্রুয়ারি: বকেয়া ডিএ-সহ একাধিক দাবিকে সামনে রেখে রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ । তবে আজ বেলা গড়াতেই সেনা আধিকারিক, কর্মীরা এসে দাঁড়িয়ে থেকে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন স্থলে তৈরি মঞ্চ ও মণ্ডপ খুলে দিল । এই দেখে হতবাক হয়ে যান আন্দোলনকারীরা । তাঁরা হুমকি দিয়েছেন যে, খোলা আকাশের নিচেই চলবে তাঁদের আমরণ অনশন ।

গত শনিবার সেনাবাহিনীর তরফে একটি নোটিশ দেওয়া হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চকে । বলা হয়েছিল, দীর্ঘদিন যাবৎ ওই এলাকা পরিষ্কার করা হচ্ছে না । আন্দোলনকারীদের অভিযোগ, আজ সকালে সেনা আধিকারিক, কর্মীরা সভামঞ্চের কাছে আসেন । পাশাপশি ডেকরেটরের লোকজনও আসেন । এরপর ওই মঞ্চ ও মণ্ডপ খোলার কাজ শুরু হয় ।

এযাবৎকালে রাজ্যের বিরুদ্ধে রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের সবথেকে বড় আন্দোলন বলা চলে এই ডিএ আন্দোলন । আদালতের নির্দেশে আন্দোলনকারীরা শহিদ মিনার ময়দানের একাংশে অবস্থান চালাচ্ছেন । তাঁদের লাগাতার এই আন্দোলনের আজ 374 দিন । দাবি আদায়ের পক্ষে বিভিন্ন সময় পেন ডাউন থেকে ধর্মঘট, মিছিল এমনকি নবান্নের দুয়ারে অবস্থান বিক্ষোভও করেছেন তাঁরা । দিন 15 ধরে চলছে তাঁদের আমরণ অনশন । মুখ্যমন্ত্রী গত দু'দিন রেড রোডে মঞ্চ করে ধরনা দিয়েছেন কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে । তাঁর মঞ্চের বিপরীতেই ধরনা দেওয়ার আবেদন করেছিল সংগ্রামী যৌথ মঞ্চ । এই মর্মে সেনাবাহিনীকে চিঠি দেওয়া হয়েছিল ।

আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, "সেই আবেদনে সাড়া আসেনি । তবে গতকাল একটি নোটিশ আসে ৷ বর্তমান জায়গায় বহুদিন নাকি আমরা আছি, যত্ন নেওয়া হচ্ছে না । তবে সরাসরি উঠে যেতে বলেননি । এ দিকে, আমাদের কর্মীরা আমরণ অনশন চালাচ্ছেন । আমরা খোলা আকাশের নিচেই প্রয়োজনে এই আন্দোলন চালাব । আদালতের নির্দেশে এই জায়গায় আমরা বসেছি । তবে এই বিষয় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই আঙুল তুলেছেন। তিনি বলেন, সরকারের উচিত ছিল অনশনকারীদের সঙ্গে আলোচনায় বসা। যাতে সমস্যার সমাধান হয় । কিন্তু তারা প্রভাব খাটিয়ে এই শীতে মাথার উপর থেকে ছাউনিও কেড়ে নিচ্ছে ।

আরও পড়ুন:

  1. আগুন জ্বালিয়ে গুজরাত-উত্তরপ্রদেশ চলতে পারে বাংলা চলে না, শুভেন্দুর হুংকারের পালটা ফিরহাদ
  2. ডিএ আন্দোলনের অনশন মঞ্চে শুভেন্দু, মমতার বিরুদ্ধে আন্দোলনে পাশে থাকার বার্তা
  3. মুখ্যমন্ত্রী দেখা না করলে লাগাতার ধর্মঘট! বকেয়া ডিএ-র দাবিতে মহামিছিল সংগ্রামী যৌথ মঞ্চের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.