ব্যারাকপুর, 25 মার্চ: তৃণমূলের টিকিট না-পেয়ে 'অভিমানে' দল ছেড়েছেন ৷ তবে টিকিট পেতে তিনি যে আবার গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন তা নিয়ে আগেই জল্পনা চলছিল ৷ প্রত্যাশিত মতোই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে আবার গেরুয়া শিবিরের টিকিট পেলেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং ৷ আসন্ন লোকসভা নির্বাচনে ফের তাঁকে নিজের সংসদীয় এলাকা ব্যারাকপুর থেকেই প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি । বিজেপির প্রার্থী হতেই আবারও প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী তথা রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের দিকে হুঙ্কার ছুঁড়লেন অর্জুন সিং।
বিজেপির টিকিট পেয়েই তিনি বলেন, "পার্থ ভৌমিক কোনও প্রতিপক্ষই নন। ভোটের দিন ব্যারাকপুরে অর্জুন ম্যাজিক হবে। আর ভোটের পরে নরেন্দ্র মোদির ম্যাজিক। এবারও মানুষের সমর্থন পেয়ে বড় ব্যবধানে জিতব । এ বিষয়ে 100 শতাংশ নিশ্চিত ।" জয়ের মার্জিন এক লক্ষেরও বেশি হবে বলে দাবি করেছেন ব্যারাকপুরের হেভিওয়েট এই বিজেপি নেতা।
রবিবার রাতে ব্যারাকপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসাবে অর্জুন সিং-এর নাম ঘোষণা করে বিজেপি ৷ এরপরই বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ৷ আত্মবিশ্বাসের সুরে বলেন, "2019-এর থেকেও বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করব এই বছর। মানুষ এবারও আমাকে আশীর্বাদ করবে এই বিশ্বাস রয়েছে ।" তিনি আরও উল্লেখ করেন,"পার্থ ভৌমিক-কে কোনও লড়াইয়ের মধ্যেই রাখছি না। ওকে প্রার্থী হিসেবেই মনে করছি না আমি। এখানে পার্থ ভৌমিকের সঙ্গে নয় ! লড়াইটা হবে পুলিশ কমিশনার ও স্থানীয় থানার সঙ্গে।"এরপরই মন্ত্রী পার্থ ভৌমিককে নিশানা করে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী বলেন, "ও(পার্থ)কোনও দিন কারও ভালো করেনি। তৃণমূল কর্মীদেরও ভালো চাইনি। ব্যারাকপুরের উন্নয়ন হোক কিংবা শিল্প স্থাপন, কোনওটাতেই ওর কোনও ভূমিকা নেই। পার্থ ভৌমিক যেটা করেছে সেটা কেবলমাত্র ব্যারাকপুরে লুটপাট চালানো আর তোলাবাজে প্রশয় দেওয়া। ব্যারাকপুরকে সবসময় ধ্বংস করার চক্রান্ত করেছে। এটা সকলেই জানে ।"
এদিকে, টিটাগড় থেকে ব্যারাকপুর । সর্বত্র দেওয়াল লিখনে ভরে গিয়েছে তৃণমূল প্রার্থীর নামে প্রচার । তবে বিজেপির প্রার্থী হিসাবে তিনি কীভাবে প্রচার করবেন ৷ সেই প্রশ্নের উত্তরেই অর্জুন সিং জানান, তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে যতগুলো দেওয়াল লিখেছে, ততগুলো ভোট পাবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে ৷ কথামতো সোমবার সকালেই নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করবেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং।
আরও পড়ুন: