ETV Bharat / state

সৌগত-মদন-নির্মলের সামনে মালা পরাচ্ছেন বিধায়ক-পুত্র ! জোরালো হচ্ছে জয়ন্তের তৃণমূল যোগ - Jayanta Singh

Jayanta Singh TMC Connections: জয়ন্ত সিং তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ঠিক কতটা কাছের ? তার আরও একটি উদাহরণ পাওয়া গেল ৷ সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ যেখানে জয়ন্ত সিংকে মঞ্চে মালা পরিয়ে দিচ্ছেন কামারহাটির বিধায়ক মদন মিত্রের ছেলে ৷ আর সেই মঞ্চে উপস্থিত রয়েছেন স্বয়ং মদন নিজে ৷ যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 10, 2024, 8:27 PM IST

Updated : Jul 10, 2024, 9:01 PM IST

ETV BHARAT
মদন মিত্র এবং শুভরূপ মিত্রের (ডান দিকে) সঙ্গে জয়ন্ত সিং ৷ (ইটিভি ভারত)

কামারহাটি, 10 জুলাই: মঞ্চে বসে সৌগত রায়, মদন মিত্র এবং নির্মল ঘোষ ৷ সেই মঞ্চেই আড়িয়াদহের 'ত্রাস' জয়ন্ত সিংয়ের ভূয়সী প্রশংসা করছেন মদন-পুত্র শুভরূপ মিত্র ওরফে সোম ৷ শুধু প্রশংসা বললে ভুল হবে ৷ তৃণমূল সাংসদ-বিধায়কদের সামনেই মঞ্চে ডেকে আড়িয়াদহের 'বেতাজ বাদশা' জয়ন্ত'র গলায় মালা পরিয়ে দিচ্ছেন তিনি ৷ তিনি যে কত গুরুত্বপূর্ণ কামারহাটির মানুষের কাছে, জয়ন্ত সিংয়ের কাঁধে হাত রেখে সেটাও জোর গলায় বলতে শোনা যাচ্ছে মদন-পুত্রকে ৷ যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

আড়িয়াদহের বেতাজ বাদশা জয়ন্ত সিংয়ের তৃণমূল যোগ (ইটিভি ভারত)

আড়িয়াদহের তালতলা ক্লাবে হওয়া একের পর এক অসামাজিক কাজের ভিডিয়ো প্রকাশ হতেই, জয়ন্ত সিংয়ের এমনই একটি ভিডিয়ো সামনে এসেছে ৷ আর সেই ভিডিয়োটি আবার সেই তালতলা ক্লাবের মাঠে আয়োজিত একটি ক্রীড়া প্রতিযোগিতার, যা জয়ন্ত সিং নিজের বাবার স্মৃতিতে আয়োজন করেছিলেন ৷ সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৌগত, মদন এবং নির্মলরা ৷

জয়ন্ত সিংয়ের আড়িয়াদহের সেই তালতলা স্পোর্টিং ক্লাবের প্রশংসা করতে ছাড়েননি দমদমের সাংসদ সৌগত রায় এবং কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রও ৷ বিরোধীদের তোপ, এই ছবিগুলিই বলে দিচ্ছে, শাসকদলের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক জয়ন্ত সিংয়ের ৷ তাঁর এবং তালতলা স্পোর্টিং ক্লাবের সঙ্গে জড়িয়ে রয়েছেন তৃণমূলের এই সমস্ত প্রথম সারির নেতারা ৷ জয়ন্ত'র মাথায় প্রভাবশালী নেতাদের হাত থাকায় তাঁর 'বাহুবলী' গ্যাংয়ের এত বাড়বাড়ন্ত বলেও অভিযোগ করছে বিরোধী শিবির ৷ যদিও, চাপের মুখে তৃণমূল নেতা জয়ন্ত সিংয়ের 'কীর্তি'-র দায় এখন ঝেড়ে ফেলতে মরিয়া শাসক শিবিরের একাংশ ৷

আড়িয়াদহে মা ও ছেলেকে রাস্তায় ফেলে গণপিটুনির ঘটনার পর, জয়ন্ত সিং এবং তাঁর গ্যাংয়ের একের পর এক 'তালিবানি' শাসনের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ৷ যা ঘিরেই এখন তোলপাড় রাজ‍্য রাজনীতি ৷ প্রথম থেকেই তৃণমূল কর্মী জয়ন্ত সিংয়ের সঙ্গে শাসকদলের একাধিক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠতার অভিযোগ ওঠে। তাতে নাম জড়িয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের ৷ ইতিমধ্যে শাসকদলের এই গ্ল্যামারস বিধায়ক এবং তাঁর পরিবারের সঙ্গে জয়ন্ত'র বেশকিছু ছবিও সামনে এসেছে ৷ যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷

এই ছবিকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধী শিবির ৷ তারা স্পষ্টত অভিযোগ করছেন, তৃণমূল নেতাদের ছত্রচ্ছায়াতেই এত বাড়বাড়ন্ত জয়ন্ত সিংয়ের ৷ তাদের প্রশয় পেয়ে জয়ন্ত ও তাঁর দলবল সাধারণ মানুষের উপর নারকীয় অত‍্যাচার চালিয়ে গিয়েছে ৷ এমনকী পুলিশ প্রশাসন সবকিছু জানত বলেও অভিযোগ বিরোধীদের ৷ এখন আড়িয়াদহের 'ত্রাস' জয়ন্ত সিং-ই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শাসকদলের নেতৃত্বের কাছে ৷ সেকারণে তাঁর 'কুকর্ম'-র যাবতীয় দায় মুহূর্তে ঝেড়ে ফেলছে শাসকদল ৷

প্রশ্ন উঠছে, যে তালতলা স্পোর্টিং ক্লাবকে ঘিরে জয়ন্ত সিংয়ের দুর্বৃত্তায়ন ৷ সেই ক্লাবের ফুটবল প্রতিযোগিতার মঞ্চে আলো করে বসে থাকতে দেখা গিয়েছে, দমদমের সাংসদ সৌগত রায়কে ৷ রয়েছেন কামারহাটি ও পানিহাটির দুই তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং নির্মল ঘোষ ৷ শুধু কি তাঁরা ! মঞ্চে উর্দি পরে বসে থাকতে দেখা গিয়েছে বেলঘরিয়া থানার তৎকালীন আইসি রতন চক্রবর্তীকেও ৷ প্রত্যেককেই ঘটা করে সংবর্ধনা দেওয়া হচ্ছিল তালতলা স্পোটিং ক্লাবের উদ্যোক্তাদের পক্ষ থেকে ৷ আর এতেই জয়ন্ত সিংয়ের তালতলা স্পোর্টিং ক্লাবের সঙ্গে শাসকদলের যোগ জোরালো বলে দাবি বিরোধী শিবিরের ৷

কামারহাটি, 10 জুলাই: মঞ্চে বসে সৌগত রায়, মদন মিত্র এবং নির্মল ঘোষ ৷ সেই মঞ্চেই আড়িয়াদহের 'ত্রাস' জয়ন্ত সিংয়ের ভূয়সী প্রশংসা করছেন মদন-পুত্র শুভরূপ মিত্র ওরফে সোম ৷ শুধু প্রশংসা বললে ভুল হবে ৷ তৃণমূল সাংসদ-বিধায়কদের সামনেই মঞ্চে ডেকে আড়িয়াদহের 'বেতাজ বাদশা' জয়ন্ত'র গলায় মালা পরিয়ে দিচ্ছেন তিনি ৷ তিনি যে কত গুরুত্বপূর্ণ কামারহাটির মানুষের কাছে, জয়ন্ত সিংয়ের কাঁধে হাত রেখে সেটাও জোর গলায় বলতে শোনা যাচ্ছে মদন-পুত্রকে ৷ যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

আড়িয়াদহের বেতাজ বাদশা জয়ন্ত সিংয়ের তৃণমূল যোগ (ইটিভি ভারত)

আড়িয়াদহের তালতলা ক্লাবে হওয়া একের পর এক অসামাজিক কাজের ভিডিয়ো প্রকাশ হতেই, জয়ন্ত সিংয়ের এমনই একটি ভিডিয়ো সামনে এসেছে ৷ আর সেই ভিডিয়োটি আবার সেই তালতলা ক্লাবের মাঠে আয়োজিত একটি ক্রীড়া প্রতিযোগিতার, যা জয়ন্ত সিং নিজের বাবার স্মৃতিতে আয়োজন করেছিলেন ৷ সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৌগত, মদন এবং নির্মলরা ৷

জয়ন্ত সিংয়ের আড়িয়াদহের সেই তালতলা স্পোর্টিং ক্লাবের প্রশংসা করতে ছাড়েননি দমদমের সাংসদ সৌগত রায় এবং কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রও ৷ বিরোধীদের তোপ, এই ছবিগুলিই বলে দিচ্ছে, শাসকদলের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক জয়ন্ত সিংয়ের ৷ তাঁর এবং তালতলা স্পোর্টিং ক্লাবের সঙ্গে জড়িয়ে রয়েছেন তৃণমূলের এই সমস্ত প্রথম সারির নেতারা ৷ জয়ন্ত'র মাথায় প্রভাবশালী নেতাদের হাত থাকায় তাঁর 'বাহুবলী' গ্যাংয়ের এত বাড়বাড়ন্ত বলেও অভিযোগ করছে বিরোধী শিবির ৷ যদিও, চাপের মুখে তৃণমূল নেতা জয়ন্ত সিংয়ের 'কীর্তি'-র দায় এখন ঝেড়ে ফেলতে মরিয়া শাসক শিবিরের একাংশ ৷

আড়িয়াদহে মা ও ছেলেকে রাস্তায় ফেলে গণপিটুনির ঘটনার পর, জয়ন্ত সিং এবং তাঁর গ্যাংয়ের একের পর এক 'তালিবানি' শাসনের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ৷ যা ঘিরেই এখন তোলপাড় রাজ‍্য রাজনীতি ৷ প্রথম থেকেই তৃণমূল কর্মী জয়ন্ত সিংয়ের সঙ্গে শাসকদলের একাধিক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠতার অভিযোগ ওঠে। তাতে নাম জড়িয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের ৷ ইতিমধ্যে শাসকদলের এই গ্ল্যামারস বিধায়ক এবং তাঁর পরিবারের সঙ্গে জয়ন্ত'র বেশকিছু ছবিও সামনে এসেছে ৷ যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷

এই ছবিকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধী শিবির ৷ তারা স্পষ্টত অভিযোগ করছেন, তৃণমূল নেতাদের ছত্রচ্ছায়াতেই এত বাড়বাড়ন্ত জয়ন্ত সিংয়ের ৷ তাদের প্রশয় পেয়ে জয়ন্ত ও তাঁর দলবল সাধারণ মানুষের উপর নারকীয় অত‍্যাচার চালিয়ে গিয়েছে ৷ এমনকী পুলিশ প্রশাসন সবকিছু জানত বলেও অভিযোগ বিরোধীদের ৷ এখন আড়িয়াদহের 'ত্রাস' জয়ন্ত সিং-ই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শাসকদলের নেতৃত্বের কাছে ৷ সেকারণে তাঁর 'কুকর্ম'-র যাবতীয় দায় মুহূর্তে ঝেড়ে ফেলছে শাসকদল ৷

প্রশ্ন উঠছে, যে তালতলা স্পোর্টিং ক্লাবকে ঘিরে জয়ন্ত সিংয়ের দুর্বৃত্তায়ন ৷ সেই ক্লাবের ফুটবল প্রতিযোগিতার মঞ্চে আলো করে বসে থাকতে দেখা গিয়েছে, দমদমের সাংসদ সৌগত রায়কে ৷ রয়েছেন কামারহাটি ও পানিহাটির দুই তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং নির্মল ঘোষ ৷ শুধু কি তাঁরা ! মঞ্চে উর্দি পরে বসে থাকতে দেখা গিয়েছে বেলঘরিয়া থানার তৎকালীন আইসি রতন চক্রবর্তীকেও ৷ প্রত্যেককেই ঘটা করে সংবর্ধনা দেওয়া হচ্ছিল তালতলা স্পোটিং ক্লাবের উদ্যোক্তাদের পক্ষ থেকে ৷ আর এতেই জয়ন্ত সিংয়ের তালতলা স্পোর্টিং ক্লাবের সঙ্গে শাসকদলের যোগ জোরালো বলে দাবি বিরোধী শিবিরের ৷

Last Updated : Jul 10, 2024, 9:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.