আসানসোল, 14 মে: লোকসভা ভোটের পরদিনই চমক আসানসোলে । বেআইনি কয়লা পাচারকাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা আত্মসমর্পণ করলেন আসানসোল সিবিআই কোর্টে । মঙ্গলবার একেবারে সাত সকালে আসানসোল সিবিআই কোর্টে চলে আসেন তিনি । পরে জানা যায়, বেআইনি কয়লা পাচারকাণ্ডে তিনি আত্মসমর্পণ করেছেন । সিবিআই আজকেই তাঁকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিতে পারে ।
2020 সালের নভেম্বর মাসে বেআইনি কয়লা পাচার নিয়ে প্রথমবার এফআইআর করেছিল সিবিআই । তারপর থেকেই কয়লাকাণ্ডে বহুবার বিভিন্ন জনকে সিবিআই গ্রেফতার করেছে । কিন্তু সুপ্রিম কোর্টের রক্ষাকবচ নিয়ে গ্রেফতার এড়িয়ে এতদিন বাইরে ছিলেন বেআইনি কয়লা পাচারকাণ্ডের কিংপিন অনুপ মাজি ওরফে লালা ৷ কয়লা পাচারকাণ্ডে অন্য আরেক অভিযুক্ত বিনয় মিশ্র আজও পলাতক । তবে এই মামলায় গ্রেফতার হয়েছিল বিনয়ের ভাই বিকাশ । বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন তিনি ।
অন্যদিকে তদন্তে নেমে কয়লা পাচারকাণ্ডে ইসিএলের 8 জন প্রাক্তন ও বর্তমান আধিকারিককেও গ্রেফতার করেছিল সিবিআই । তাঁরাও বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন । লালার সঙ্গী হিসেবে জয়দেব মণ্ডল, নীরদ মণ্ডল, গুরুপদ মাজি ও নারায়ণ নন্দাকে গ্রেফতার করেছিল সিবিআই । বর্তমানে তাঁরা জামিনে মুক্ত রয়েছেন । এঁদের প্রত্যেকের নামেই সিবিআই চার্জশিট দিয়েছে । আসানসোল সিবিআই আদালতে মোট 41 জনের নামে চার্জশিটে জমা করেছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । এই চার্জশিটে নাম রয়েছে অনুপ মাজি ওরফে লালা, বিকাশ মিশ্র, 8 জন ইসিএল অফিসার যারা জেলে আছে, 2 জন পলাতক বিনয় মিশ্র ও রত্নেশ ভার্মা, কয়লা মাফিয়া জয়দেব মণ্ডল, নারায়ণ নন্দা, নীরদ মণ্ডল ও গুরুপদ মাঝি, 10 জন বিভিন্ন কোম্পানি ডিরেক্টর এবং 15 জন কয়লা কারবারে যুক্ত ব্যক্তি ।
যদিও কয়লাকাণ্ডে এতজন গ্রেফতার হলেও মূল অভিযুক্ত লালাকে কেন গ্রেফতার করা হচ্ছিল না তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল । সুপ্রিম কোর্টের রক্ষাকবচে লালা এতদিন মুক্ত ছিলেন । মঙ্গলবার ভোটের পরের দিনই সাত সকালে চমক দিয়ে আসানসোল সিবিআই কোর্টে আত্মসমর্পণ করলেন কয়লাকাণ্ডের মূল কিংপিন অনুপ মাজি । এখন দেখার সিবিআই তাঁকে হেফাজতে নেয় কি না ।
আরও পড়ুন: