ETV Bharat / state

'আমার নতুন নম্বর সবাইকে দিয়ে দেব', স্বমহিমায় ফেরার ইঙ্গিত অনুব্রতর - Anubrata Mondal

Anubrata Mondal at Bolpur: বাড়ি ফিরেছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ৷ বুধবার দলীয় কার্যালয়ে পা রাখলেন ৷ পায়ে ব্যথা নিয়েই কর্মীদের কাঁধে ভর দিয়ে হেঁটে কার্যালয়ে ঢুকলেন ৷ সবাইকে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল নেতা ৷

Anubrata Mondal
স্বমহিমায় অনুব্রত মণ্ডল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2024, 9:17 AM IST

বোলপুর, 26 সেপ্টেম্বর: বাড়ি ফিরে পরদিনই দলীয় কার্যালয়ে গেলে তৃণমূলের দাপুটে নেতা বলে পরিচিত অনুব্রত মণ্ডল ৷ 2 বছর পর বুধবার বিকেল 5টা নাগাদ তিনি পার্টি অফিসে যান ৷ এদিন সেখান থেকে বেরিয়ে অনুব্রত বলেন, "আমার নতুন নম্বর দিয়ে দেব ৷ সকলকে শারদীয়ার শুভেচ্ছা ৷" এদিন প্রায় 3 ঘণ্টা দলীয় কার্যালয়ে ছিলেন তিনি ৷

তাঁর পৌঁছনোর আগে থেকেই দলীয় কার্যালয়ে ছিলেন দলের কোর কমিটির সদস্য লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, বোলপুরের সাংসদ অসিত মাল ৷ পরে আসেন রাজ্যের কারামন্ত্রী তথা কোর কমিটির সদস্য চন্দ্রনাথ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী-সহ অন্যান্য নেতারা ৷ বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠে অনুব্রত মণ্ডল বলেন, "পায়ে ব্যাথা আছে ৷ 25 মাস পর পার্টি অফিস যাচ্ছি ৷"

তৃণমূলের দলীয় কার্যালয়ে যাচ্ছেন অনুব্রত মণ্ডল (ইটিভি ভারত)

অনুব্রত আসবেন বলে আগে থাকতে দলীয় কার্যালয়ে তাঁর ছবি দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল ৷ এদিন বাড়ি থেকে কার্যালয়ে যাওয়ার সময়ে এবং ফেরার পথে তাঁকে অন্যের কাঁধে ভর দিয়ে হাঁটতে দেখা গেল ৷ তিনি জানালেন, পায়ে ব্যথা ৷ 'অনুব্রত মণ্ডল জিন্দাবাদ' স্লোগানে তাঁকে স্বাগত জানানো হয় ৷ নিরাপত্তারক্ষীদের কাঁধে ভর দিয়ে গাড়ি থেকে নেমে লিফটে করে দলীয় কার্যালয়ে প্রবেশ করেন তিনি ৷ জানা গিয়েছে, দলের জেলার হালহকিকত নিয়ে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি ৷

গরুপাচার মামলায় 2022 সালের 11 অগস্ট বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেফতার হন অনুব্রত ৷ পরে আর্থিক তছরূপের মামলায় ইডি তাঁকে গ্রেফতার করে ৷ প্রথমে আসানসোলের বিশেষ সংশোধনাগারে থাকলেও পরে তাঁর ঠাঁই হয় দিল্লির তিহাড় জেলে ৷ এবছরের জুলাই মাসে সিবিআই-এর মামলায় সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করে ৷ পরে দিল্লির একটি আদালতে ইডি মামলায় জামিন পান দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা ৷ জামিন পান তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও ৷ মেয়েকে নিয়ে গত মঙ্গলবার, 24 সেপ্টেম্বর বোলপুরে ফেরেন অনুব্রত মণ্ডল ৷ এদিন বাড়িতেই কাটিয়েছেন তিনি ৷ বুধবার তিনি তৃণমূলের পার্টি অফিসে যান ৷

বোলপুর, 26 সেপ্টেম্বর: বাড়ি ফিরে পরদিনই দলীয় কার্যালয়ে গেলে তৃণমূলের দাপুটে নেতা বলে পরিচিত অনুব্রত মণ্ডল ৷ 2 বছর পর বুধবার বিকেল 5টা নাগাদ তিনি পার্টি অফিসে যান ৷ এদিন সেখান থেকে বেরিয়ে অনুব্রত বলেন, "আমার নতুন নম্বর দিয়ে দেব ৷ সকলকে শারদীয়ার শুভেচ্ছা ৷" এদিন প্রায় 3 ঘণ্টা দলীয় কার্যালয়ে ছিলেন তিনি ৷

তাঁর পৌঁছনোর আগে থেকেই দলীয় কার্যালয়ে ছিলেন দলের কোর কমিটির সদস্য লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, বোলপুরের সাংসদ অসিত মাল ৷ পরে আসেন রাজ্যের কারামন্ত্রী তথা কোর কমিটির সদস্য চন্দ্রনাথ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী-সহ অন্যান্য নেতারা ৷ বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠে অনুব্রত মণ্ডল বলেন, "পায়ে ব্যাথা আছে ৷ 25 মাস পর পার্টি অফিস যাচ্ছি ৷"

তৃণমূলের দলীয় কার্যালয়ে যাচ্ছেন অনুব্রত মণ্ডল (ইটিভি ভারত)

অনুব্রত আসবেন বলে আগে থাকতে দলীয় কার্যালয়ে তাঁর ছবি দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল ৷ এদিন বাড়ি থেকে কার্যালয়ে যাওয়ার সময়ে এবং ফেরার পথে তাঁকে অন্যের কাঁধে ভর দিয়ে হাঁটতে দেখা গেল ৷ তিনি জানালেন, পায়ে ব্যথা ৷ 'অনুব্রত মণ্ডল জিন্দাবাদ' স্লোগানে তাঁকে স্বাগত জানানো হয় ৷ নিরাপত্তারক্ষীদের কাঁধে ভর দিয়ে গাড়ি থেকে নেমে লিফটে করে দলীয় কার্যালয়ে প্রবেশ করেন তিনি ৷ জানা গিয়েছে, দলের জেলার হালহকিকত নিয়ে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি ৷

গরুপাচার মামলায় 2022 সালের 11 অগস্ট বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেফতার হন অনুব্রত ৷ পরে আর্থিক তছরূপের মামলায় ইডি তাঁকে গ্রেফতার করে ৷ প্রথমে আসানসোলের বিশেষ সংশোধনাগারে থাকলেও পরে তাঁর ঠাঁই হয় দিল্লির তিহাড় জেলে ৷ এবছরের জুলাই মাসে সিবিআই-এর মামলায় সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করে ৷ পরে দিল্লির একটি আদালতে ইডি মামলায় জামিন পান দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা ৷ জামিন পান তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও ৷ মেয়েকে নিয়ে গত মঙ্গলবার, 24 সেপ্টেম্বর বোলপুরে ফেরেন অনুব্রত মণ্ডল ৷ এদিন বাড়িতেই কাটিয়েছেন তিনি ৷ বুধবার তিনি তৃণমূলের পার্টি অফিসে যান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.