ETV Bharat / state

কোর কমিটি নিয়ে বিস্ফোরক অনুব্রত, সদস্য সংখ্যা বাড়ানোর প্রস্তাব

কোর কমিটির সদস্য প্রসঙ্গে কথা বলবেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৷ দলীয় কার্যালয়ে বসে বীরভূম তৃণমূলের কোর কমিটি নিয়ে বক্তব্য অনুব্রতর ৷

Anubrata Mondal
দলীয় কার্যালয়ে অনুব্রত মণ্ডল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

বোলপুর, 31 অক্টোবর: কোর কমিটির সদস্য সংখ্যা নিয়ে বিস্ফোরক বক্তব্য অনুব্রত মণ্ডলের । 'কোর কমিটি বোলপুর ভিত্তিক হয়ে গিয়েছে', তাই কোর কমিটির সদস্য সংখ্যা বাড়ানোর জন্য তৃণমূল সুপ্রিমো ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রস্তাব দেবেন ৷ বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে বসে এমনটাই জানালেন অনুব্রত মণ্ডল ৷ বর্তমানে 6 সদস্যের কোর কমিটি রয়েছে । অনুব্রত মণ্ডলের বক্তব্য, 11 থেকে 15 জনের কোর কমিটি করা উচিত ৷

অনুব্রত মণ্ডল বীরভূমে ফিরতেই কোর কমিটি নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না ৷ অনুব্রত জেলে থাকাকালীন সাংগঠনিক হাল ধরার জন্য কোর কমিটি গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বর্তমানে এই কোর কমিটিতে রয়েছেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ও তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ ৷

কোর কমিটি প্রসঙ্গে অনুব্রত মণ্ডলের বক্তব্য (ইটিভি ভারত)

অনুব্রত মণ্ডলের প্রত্যাবর্তনের পর দলের অনেকে ভেবেছিল কোর কমিটি ভেঙে দেওয়া হবে ৷ অনুব্রতর হাতেই বীরভূমের পূর্ণ রাশ থাকবে ৷ কিন্তু, বাস্তবে তা হয়নি ৷ বিশেষ করে কোর কমিটির সদস্য কাজল শেখের সঙ্গে অনুব্রতর ঠাণ্ডা লড়াই জেলাজুড়ে সর্বজনবিদিত । 17 থেকে 30 অক্টোবর বীরভূমের ব্লকে ব্লকে বিজয়া সম্মিলনী হলেও এক মঞ্চে দেখা যায়নি কাজল-কেষ্টকে ৷

এদিন, বোলপুরে দলীয় কার্যালয়ে বসে অনুব্রত মণ্ডল বলেন, "সবাই এক সঙ্গে চললেই আমার মনে হয় ভালো হবে ৷ কোর কমিটি তো নতুন নয়, আগও ছিল ৷ আমি দিদিকেও (মমতা বন্দ্যোপাধ্যায়) জানাব, অভিষেকেও জানাব কোর কমিটিটা বাড়ানো উচিত । বোলপুর ভিত্তিক হয়ে গিয়েছে । তাই ওটা বাড়ানো উচিত । 11 থেকে 15 জন করলে ভালো হয় । কোর কমিটির সঙ্গেই আলোচনা করে সবাই মিলে এই প্রস্তাব দেব ।"

অর্থাৎ, কোর কমিটিতে রদবদল চান অনুব্রত । এতেই প্রশ্ন উঠেছে তবে কি কোর কমিটিতে নিজের লোক ঢোকাতে চাইছেন তিনি ? যদিও, নিজে কোর কমিটির সদস্য না হয়েও কোর কমিটির বৈঠক ডাকবেন বলেছিলেন ৷ যা নিয়েও প্রশ্ন উঠেছিল দলেরই অন্দরে ।

বোলপুর, 31 অক্টোবর: কোর কমিটির সদস্য সংখ্যা নিয়ে বিস্ফোরক বক্তব্য অনুব্রত মণ্ডলের । 'কোর কমিটি বোলপুর ভিত্তিক হয়ে গিয়েছে', তাই কোর কমিটির সদস্য সংখ্যা বাড়ানোর জন্য তৃণমূল সুপ্রিমো ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রস্তাব দেবেন ৷ বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে বসে এমনটাই জানালেন অনুব্রত মণ্ডল ৷ বর্তমানে 6 সদস্যের কোর কমিটি রয়েছে । অনুব্রত মণ্ডলের বক্তব্য, 11 থেকে 15 জনের কোর কমিটি করা উচিত ৷

অনুব্রত মণ্ডল বীরভূমে ফিরতেই কোর কমিটি নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না ৷ অনুব্রত জেলে থাকাকালীন সাংগঠনিক হাল ধরার জন্য কোর কমিটি গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বর্তমানে এই কোর কমিটিতে রয়েছেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ও তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ ৷

কোর কমিটি প্রসঙ্গে অনুব্রত মণ্ডলের বক্তব্য (ইটিভি ভারত)

অনুব্রত মণ্ডলের প্রত্যাবর্তনের পর দলের অনেকে ভেবেছিল কোর কমিটি ভেঙে দেওয়া হবে ৷ অনুব্রতর হাতেই বীরভূমের পূর্ণ রাশ থাকবে ৷ কিন্তু, বাস্তবে তা হয়নি ৷ বিশেষ করে কোর কমিটির সদস্য কাজল শেখের সঙ্গে অনুব্রতর ঠাণ্ডা লড়াই জেলাজুড়ে সর্বজনবিদিত । 17 থেকে 30 অক্টোবর বীরভূমের ব্লকে ব্লকে বিজয়া সম্মিলনী হলেও এক মঞ্চে দেখা যায়নি কাজল-কেষ্টকে ৷

এদিন, বোলপুরে দলীয় কার্যালয়ে বসে অনুব্রত মণ্ডল বলেন, "সবাই এক সঙ্গে চললেই আমার মনে হয় ভালো হবে ৷ কোর কমিটি তো নতুন নয়, আগও ছিল ৷ আমি দিদিকেও (মমতা বন্দ্যোপাধ্যায়) জানাব, অভিষেকেও জানাব কোর কমিটিটা বাড়ানো উচিত । বোলপুর ভিত্তিক হয়ে গিয়েছে । তাই ওটা বাড়ানো উচিত । 11 থেকে 15 জন করলে ভালো হয় । কোর কমিটির সঙ্গেই আলোচনা করে সবাই মিলে এই প্রস্তাব দেব ।"

অর্থাৎ, কোর কমিটিতে রদবদল চান অনুব্রত । এতেই প্রশ্ন উঠেছে তবে কি কোর কমিটিতে নিজের লোক ঢোকাতে চাইছেন তিনি ? যদিও, নিজে কোর কমিটির সদস্য না হয়েও কোর কমিটির বৈঠক ডাকবেন বলেছিলেন ৷ যা নিয়েও প্রশ্ন উঠেছিল দলেরই অন্দরে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.