ETV Bharat / state

'পৃথক রাজ্যের দাবি আমার নয়, এটা সাংবিধানিক সমস্যা', মন্তব্য অনন্ত মহারাজের - Lok Sabha Elections 2024

Ananta Maharaj on Separate North Bengal State: উত্তরবঙ্গকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে পৃথক রাজ্যের স্বীকৃতি দেওয়া হোক ৷ এই দাবি তুলেছিলেন বিজেপির একাধিক সাংসদ ও রাজবংশী নেতা অনন্ত মহারাজ ৷ লোকসভা ভোটের আগে ফের সেই প্রসঙ্গ তুললেন তিনি ৷

ETV Bharat
অনন্ত মহারাজ
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 9:43 AM IST

বাংলা ভাগ করা নিয়ে ফের সরব বিজেপির রাজ্যসভা সাংসদ

রায়গঞ্জ, 18 মার্চ: ফের বাংলা ভাগের প্রসঙ্গ উত্থাপন করলেন অনন্ত মহারাজ ৷ এমনকী জনগণ না চাইলে তিনি রাজ্যসভার সাংসদ পদও ছেড়ে দিতে পারেন বলে জানালেন ৷ সোমবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের মা ভবানী কমিটির ডাকে শিবচণ্ডী পুজোয় অংশগ্রহণ করতে এসে এমন মন্তব্য করেন অনন্ত মহারাজ ৷

রাজবংশী সম্প্রদায়ের এই ধর্মীয় অনুষ্ঠানে এসে অনন্ত মহারাজ সাংবাদিকদের বলেন, "পৃথক রাজ্যের দাবি আমার নয়, এটা সাংবিধানিক সমস্যা ৷ এটা আমার ভূমি ৷ আমি সাংবিধানিক কথা বলছি ৷ সংবিধানের কথা বলা কি অপরাধ ? যে সাংবিধানে রাষ্ট্রপতি আছে, যে সংবিধানে প্রধানমন্ত্রী আছে, সেই সাংবিধানের কথাই তো বলছি ৷" উত্তরবঙ্গকে পৃথক রাজ্যে করার জন্য অবশ্যই আইন তৈরি করা উচিত বলে মত রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের ৷ এদিকে স্বয়ং অমিত শাহ উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের স্বীকৃতি দেওয়ার বিষয়ে রাজি হননি ৷ কিন্তু সেই বিজেপিই অনন্ত মহারাজকে রাজ্যসভার সাংসদ করেছে ৷

এই প্রসঙ্গে তিনি বলেন, "আমি আগেও বলেছি জনগণ যদি বলে আমাকে ছেড়ে দিতে আমি ছেড়ে দেব ৷ পৃথক রাজ্যের দাবি নিয়ে তো আমি আন্দোলন করিনি, অনশনও আমি করিনি, দিল্লি যাত্রা আমি করিনি ৷ যারা করেছে, তারা এখানকার মানুষ ৷ বর্তমান পরিস্থিতি কী তা আপনারা সবাই জানেন ৷" স্বাভাবিকভাবে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বেসুরো মনোভাব ভোটের মুখে পদ্ম শিবিরে কার্যত অস্বস্তি বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

ভোটের আগে আরও একবার পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি তৈরি হচ্ছে বিজেপিতে ৷ এই নিয়ে রবিবার গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের বাড়িতে বিশেষ বৈঠক হয় ৷ তাতে অংশ নিয়েছিলেন কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ও গাজোলের বিধায়ক চিন্ময় দেব বর্মন ৷ ছিলেন উত্তর দিনাজপুরের বিজেপি নেতৃত্বের একাংশও ৷ বৈঠকে সত্যেনবাবু উল্লেখ করেন, এই দাবিতে তৃণমূলের একাধিক বিধায়কেরও সমর্থন রয়েছে ৷

আরও পড়ুন:

  1. রাজ্য বিজেপি আমায় ডাস্টবিনে রেখে দিয়েছে, ক্ষোভপ্রকাশ অনন্ত মহারাজের
  2. পৃথক রাজ্য ও ভাষার স্বীকৃতি না পেলে বিজেপিকে ভোট নয়, হুঁশিয়ারি কেপিপির
  3. আলাদা রাজ্য হবেই উত্তরবঙ্গ, দাবিতে অনঢ় অনন্ত মহারাজ

বাংলা ভাগ করা নিয়ে ফের সরব বিজেপির রাজ্যসভা সাংসদ

রায়গঞ্জ, 18 মার্চ: ফের বাংলা ভাগের প্রসঙ্গ উত্থাপন করলেন অনন্ত মহারাজ ৷ এমনকী জনগণ না চাইলে তিনি রাজ্যসভার সাংসদ পদও ছেড়ে দিতে পারেন বলে জানালেন ৷ সোমবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের মা ভবানী কমিটির ডাকে শিবচণ্ডী পুজোয় অংশগ্রহণ করতে এসে এমন মন্তব্য করেন অনন্ত মহারাজ ৷

রাজবংশী সম্প্রদায়ের এই ধর্মীয় অনুষ্ঠানে এসে অনন্ত মহারাজ সাংবাদিকদের বলেন, "পৃথক রাজ্যের দাবি আমার নয়, এটা সাংবিধানিক সমস্যা ৷ এটা আমার ভূমি ৷ আমি সাংবিধানিক কথা বলছি ৷ সংবিধানের কথা বলা কি অপরাধ ? যে সাংবিধানে রাষ্ট্রপতি আছে, যে সংবিধানে প্রধানমন্ত্রী আছে, সেই সাংবিধানের কথাই তো বলছি ৷" উত্তরবঙ্গকে পৃথক রাজ্যে করার জন্য অবশ্যই আইন তৈরি করা উচিত বলে মত রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের ৷ এদিকে স্বয়ং অমিত শাহ উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের স্বীকৃতি দেওয়ার বিষয়ে রাজি হননি ৷ কিন্তু সেই বিজেপিই অনন্ত মহারাজকে রাজ্যসভার সাংসদ করেছে ৷

এই প্রসঙ্গে তিনি বলেন, "আমি আগেও বলেছি জনগণ যদি বলে আমাকে ছেড়ে দিতে আমি ছেড়ে দেব ৷ পৃথক রাজ্যের দাবি নিয়ে তো আমি আন্দোলন করিনি, অনশনও আমি করিনি, দিল্লি যাত্রা আমি করিনি ৷ যারা করেছে, তারা এখানকার মানুষ ৷ বর্তমান পরিস্থিতি কী তা আপনারা সবাই জানেন ৷" স্বাভাবিকভাবে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বেসুরো মনোভাব ভোটের মুখে পদ্ম শিবিরে কার্যত অস্বস্তি বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

ভোটের আগে আরও একবার পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি তৈরি হচ্ছে বিজেপিতে ৷ এই নিয়ে রবিবার গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের বাড়িতে বিশেষ বৈঠক হয় ৷ তাতে অংশ নিয়েছিলেন কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ও গাজোলের বিধায়ক চিন্ময় দেব বর্মন ৷ ছিলেন উত্তর দিনাজপুরের বিজেপি নেতৃত্বের একাংশও ৷ বৈঠকে সত্যেনবাবু উল্লেখ করেন, এই দাবিতে তৃণমূলের একাধিক বিধায়কেরও সমর্থন রয়েছে ৷

আরও পড়ুন:

  1. রাজ্য বিজেপি আমায় ডাস্টবিনে রেখে দিয়েছে, ক্ষোভপ্রকাশ অনন্ত মহারাজের
  2. পৃথক রাজ্য ও ভাষার স্বীকৃতি না পেলে বিজেপিকে ভোট নয়, হুঁশিয়ারি কেপিপির
  3. আলাদা রাজ্য হবেই উত্তরবঙ্গ, দাবিতে অনঢ় অনন্ত মহারাজ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.