জলপাইগুড়ি, 2 এপ্রিল: আচমকা আসা টর্নেডোয় তছনছ হয়ে গিয়েছে জলপাইগুড়ি থেকে শুরু করে ময়নাগুড়ির বিস্তীর্ণ এলাকা ৷ ঝড়ে ভেঙে পড়েছে ঘর ৷ নেই খাবারও ৷ সবমিলিয়ে বিপর্যস্ত জলপাইগুড়ি ৷ পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার যান বিজেপির রাজ্য়সভার সাংসদ অনন্ত মহারাজ। এলাকা পরিদর্শনে এসে ত্রাণ বিলি নিয়ে অভিযোগ করলেন বিজেপির এই নেতা ৷
তাঁর কথায়, " রীতিমতো তাণ্ডব চালিয়েছে প্রকৃতি ৷ এই পরিস্থিতি এখানে আগে খাওয়া-দাওয়ার ব্য়বস্থা করা উচিত ৷ বাসস্থানের ব্য়বস্থা দু-দিন পড়ে হলেও হবে ৷ কিন্তু এই মূহুর্তে সকলের খাওয়ার ব্য়বস্থা করতে হবে ৷ আমি এখানে এসে দেখলাম কোনও কিছুর ব্য়বস্থাই নেই ৷" বিষয়টি নিয়ে তিনি জেলা শাসকের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন ৷ তাতেও কাজ না হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নির্বাচন কমিশনারের সঙ্গেও কথা বলবেন সাংসদ ৷
পরিস্থতি খতিয়ে দেখতে রবিবার রাতেই জলপাইগুড়ি পৌঁছন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ অন্ধকার থাকায় সেভাবে ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে পাননি । পরে হাসপাতালেও যান তিনি। সেই তখন থেকে উত্তরবঙ্গেই আছেন মুখ্যমন্ত্রী। তাছাড়া একাধিকবার ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ৷ বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়ে তাঁদের চিন্তা না করার জন্য আশ্বস্ত করেন তিনি ৷
ঘটনার পরই শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী ৷ সেইসঙ্গে বিজেপির নেতা-কর্মীদের দ্রুত বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশও দেন তিনি ৷ এরপরই পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার এলাকায় পৌঁছন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ পৌঁছন রাজ্য়পাল সিভি আনন্দ বোস ৷ উত্তরবঙ্গের ঝড় নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।
আরও পড়ুন: