ETV Bharat / state

'রাজ্য ছাড়ছে না ব্রিটানিয়া, বরং মুখ্যমন্ত্রীকে বাংলায় ব্যবসা শক্তিশালী করার আশ্বাস' - Britannia not leaving Bengal - BRITANNIA NOT LEAVING BENGAL

Amit Mitra Assures about Britannia: রাজ্য ছাড়ছে না ব্রিটানিয়া কোম্পানি ৷ বরং তাদের এমডি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে বাংলায় তাঁদের ব্যবসা আরও শক্তিশালী করার আশ্বাস দিয়েছেন ৷ একথা জানালেন অমিত মিত্র ৷

ETV BHARAT
ব্রিটানিয়া নিয়ে সাংবাদিক সম্মেলন অমিত মিত্রের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 25, 2024, 8:03 PM IST

কলকাতা, 25 জুন: কলকাতা ছাড়ছে না ব্রিটানিয়া । মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে একথাই জানিয়ে দিলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র । তাঁর দাবি, রাজ্যে ব্যবসা আরও বাড়ানোর আশ্বাস দিয়েছেন ব্রিটানিয়ার এমডি বরুণ বেড়ি ৷

গতকাল থেকেই রাজ্যে জোর চর্চা শুরু হয়েছে যে, তারাতালায় ব্রিটানিয়ার অফিস বন্ধ হয়ে যাচ্ছে । কাজ হারাচ্ছেন সেখানে থাকা বহু কর্মী ৷ এদিন দুপুরে এই নিয়ে সাংবাদিক সম্মেলন করেন অমিত মিত্র । তিনি জানান, ব্রিটানিয়া কোম্পানির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বরুণ বেড়ি বিদেশ থেকে ঘণ্টা দুই আগে মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন । তাঁরা আশ্বস্ত করেছেন যে, রাজ্য ছাড়ছে না ব্রিটানিয়া ।

অমিত মিত্র বলেন, "সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, কোম্পানি হিসেবে ব্রিটানিয়া বাংলার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ । এই মুহূর্তে ব্রিটানিয়া বাংলায় এক হাজার থেকে 1200 কোটি টাকার বিস্কুট উৎপাদন করে, যা অব্যাহত থাকবে । বিস্কুটের ক্ষেত্রে ভারতের মধ্যে অন্যতম বৃহৎ মার্কেট হল বাংলা । কাজেই বাংলা ছাড়ার কোনও প্রশ্নই নেই ।"

অমিত মিত্র আরও জানান যে, সংস্থার তরফ থেকে রাজ্য সরকারকে আশ্বাস দেওয়া হয়েছে, ব্রিটানিয়া কোম্পানিকে বাংলায় আরও শক্তিশালী করে তোলা হবে । নতুন করে লগ্নির সম্ভাবনাও রয়েছে ৷ খুব শীঘ্রই এই নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসবে ব্রিটানিয়া সংস্থা । অমিত মিত্রের কথায়, "ওদের (ব্রিটানিয়ার) রেজিস্টার্ড অফিস কলকাতাতেই আছে, ছিল এবং কলকাতাতেই থাকবে ।"

এখানেই শেষ নয়, প্রত্যেক বছর ব্রিটানিয়ার শেয়ার হোল্ডারদের মিটিং, যেটি কলকাতাতে হয় তাও কলকাতাতেই হবে বলে জানান মুখ্যমন্ত্রীর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ৷ এদিন সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ব্রিটানিয়ার ম্যানেজিং ডিরেক্টর বিবেক বেড়ি বিদেশ থেকে ফিরলে বাংলার সরকারের সঙ্গে সাক্ষাৎ করবেন । এমনও শোনা যাচ্ছে যে, আগামী দিনে ব্রিটানিয়া আরও বড় আকারে লগ্নি করতে চলেছে এই রাজ্যে ।

প্রসঙ্গত, এদিন অমিত মিত্র তারাতলায় ব্রিটানিয়া অফিস নিয়ে গতকাল থেকে যে প্রচার চলছে তাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন । তাঁর কথায়, "অনেকে কুৎসা করছে ব্রিটানিয়া নাকি পালিয়ে গেল বাংলা থেকে । এটি সম্পূর্ণ মিথ্যা কথা এবং উদ্দেশ্যেপ্রণোদিত ভাবে রটানো হয়েছে ।"

কলকাতা, 25 জুন: কলকাতা ছাড়ছে না ব্রিটানিয়া । মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে একথাই জানিয়ে দিলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র । তাঁর দাবি, রাজ্যে ব্যবসা আরও বাড়ানোর আশ্বাস দিয়েছেন ব্রিটানিয়ার এমডি বরুণ বেড়ি ৷

গতকাল থেকেই রাজ্যে জোর চর্চা শুরু হয়েছে যে, তারাতালায় ব্রিটানিয়ার অফিস বন্ধ হয়ে যাচ্ছে । কাজ হারাচ্ছেন সেখানে থাকা বহু কর্মী ৷ এদিন দুপুরে এই নিয়ে সাংবাদিক সম্মেলন করেন অমিত মিত্র । তিনি জানান, ব্রিটানিয়া কোম্পানির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বরুণ বেড়ি বিদেশ থেকে ঘণ্টা দুই আগে মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন । তাঁরা আশ্বস্ত করেছেন যে, রাজ্য ছাড়ছে না ব্রিটানিয়া ।

অমিত মিত্র বলেন, "সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, কোম্পানি হিসেবে ব্রিটানিয়া বাংলার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ । এই মুহূর্তে ব্রিটানিয়া বাংলায় এক হাজার থেকে 1200 কোটি টাকার বিস্কুট উৎপাদন করে, যা অব্যাহত থাকবে । বিস্কুটের ক্ষেত্রে ভারতের মধ্যে অন্যতম বৃহৎ মার্কেট হল বাংলা । কাজেই বাংলা ছাড়ার কোনও প্রশ্নই নেই ।"

অমিত মিত্র আরও জানান যে, সংস্থার তরফ থেকে রাজ্য সরকারকে আশ্বাস দেওয়া হয়েছে, ব্রিটানিয়া কোম্পানিকে বাংলায় আরও শক্তিশালী করে তোলা হবে । নতুন করে লগ্নির সম্ভাবনাও রয়েছে ৷ খুব শীঘ্রই এই নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসবে ব্রিটানিয়া সংস্থা । অমিত মিত্রের কথায়, "ওদের (ব্রিটানিয়ার) রেজিস্টার্ড অফিস কলকাতাতেই আছে, ছিল এবং কলকাতাতেই থাকবে ।"

এখানেই শেষ নয়, প্রত্যেক বছর ব্রিটানিয়ার শেয়ার হোল্ডারদের মিটিং, যেটি কলকাতাতে হয় তাও কলকাতাতেই হবে বলে জানান মুখ্যমন্ত্রীর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ৷ এদিন সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ব্রিটানিয়ার ম্যানেজিং ডিরেক্টর বিবেক বেড়ি বিদেশ থেকে ফিরলে বাংলার সরকারের সঙ্গে সাক্ষাৎ করবেন । এমনও শোনা যাচ্ছে যে, আগামী দিনে ব্রিটানিয়া আরও বড় আকারে লগ্নি করতে চলেছে এই রাজ্যে ।

প্রসঙ্গত, এদিন অমিত মিত্র তারাতলায় ব্রিটানিয়া অফিস নিয়ে গতকাল থেকে যে প্রচার চলছে তাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন । তাঁর কথায়, "অনেকে কুৎসা করছে ব্রিটানিয়া নাকি পালিয়ে গেল বাংলা থেকে । এটি সম্পূর্ণ মিথ্যা কথা এবং উদ্দেশ্যেপ্রণোদিত ভাবে রটানো হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.