ETV Bharat / state

বৃষ্টিতে জমেছে জল, সদ্যোজাত-সহ প্রসূতিকে রাস্তায় নামিয়ে দিল সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স - Allegation against Ambulance Driver - ALLEGATION AGAINST AMBULANCE DRIVER

Allegation against Ambulance Driver: প্রবল বৃষ্টিতে রাস্তায় জমেছে জল ৷ সেই কারণ দেখিয়ে সদ্যোজাত-সহ প্রসূতিকে রাস্তায় নামিয়ে দিয়ে চলে গেলেন সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ৷ এই ঘটনায় তাঁর বিরুদ্ধে হাসপাতাল সুপারের কাছে অভিযোগ জানানো হয়েছে ৷

ETV BHARAT
সদ্যোজাত-সহ প্রসূতিকে রাস্তায় নামিয়ে দিল সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 4, 2024, 9:55 AM IST

কাটোয়া, 4 অগস্ট: ভিন রাজ্য এবং আমাদের রাজ্যে দেখা গিয়েছে, চড়া ভাড়া দিতে না-পারায় রোগী বা মৃতের আত্মীয়দের ফিরিয়েছেন অ্যাম্বুলেন্স চালক ৷ আর এবার জমা জলের কারণে সদ্যোজাত-সহ প্রসূতিকে রাস্তায় নামিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল সরকারি হাসপাতালের মাতৃযান চালকের বিরুদ্ধে । ওই চালকের বিরুদ্ধে হাসপাতাল সুপারের কাছে অভিযোগ জানানো হয়েছে ।

পূর্ব বর্ধমান জেলার কাটোয়া এলাকার ঘটনা । নার্গিস খাতুন নামে ওই প্রসূতির শ্বশুরবাড়ি কাটোয়ার ধারসোনা গ্রামে । তিনি মাসখানেক আগে তাঁর বাপের বাড়ি অর্জুনডিহিতে আসেন । গত বৃহস্পতিবার তাঁকে কাটোয়া হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন । শনিবার তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় । কাটোয়া হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সে করে তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় । সেইমতো ওই অ্যাম্বুলেন্সের চালক সদ্যোজাত-সহ প্রসূতি ও তাঁর মা আসরূপী বেগমকে নিয়ে তাঁর বাড়ির দিকে রওনা দেন ।

  1. অ্যাম্বুলেন্স না-পেয়ে হাসপাতাল যাওয়ার পথে টোটোতেই সন্তান প্রসব, তুমুল উত্তেজনা হেমতাবাদে

বৃহস্পতিবার ও শুক্রবার প্রচণ্ড বৃষ্টির কারণে বিভিন্ন রাস্তা জলমগ্ন ছিল । ওই অ্যাম্বুলেন্স চালক কাটোয়ার করুই রোড ধরে অর্জুনডিহি গ্রামের দিকে যাচ্ছিলেন । কিন্তু পঞ্চাননতলা এলাকায় অ্যাম্বুলেন্স পৌঁছতেই সেই জায়গায় জমে থাকা জল দেখে অ্যাম্বুলেন্সের চালক জানিয়ে দেন, এই অবস্থায় ওই পথে গাড়ি নিয়ে আর এগোনো যাবে না । ফলে তাঁদের নেমে যেতে হবে । ওই প্রসূতি ও তাঁর মা অনুনয় বিনয় করতে থাকেন ।

তখন ঘুরপথে যাওয়ার জন্য বাড়তি টাকা দাবি করেন অ্যাম্বুলেন্স চালক । কিন্তু প্রসূতিদের কাছে পঞ্চাশ টাকা থাকায় অ্যাম্বুলেন্স চালকের মন গলেনি । একপ্রকার তাঁদের অ্যাম্বুলেন্স থেকে নামতে বাধ্য করা হয় । তাঁরা সদ্যোজাত নিয়ে রাস্তার ধারে একটা গাছের নীচে বসে থাকেন । স্থানীয় এক ব্যক্তি সেই ঘটনা জানতে পেরে কাটোয়া হাসপাতাল সুপারকে খবর দেন । খবর পেয়ে হাসপাতাল সুপার অন্য একটা অ্যাম্বুলেন্স পাঠান । সেই অ্যাম্বুলেন্সে চাপিয়ে প্রসূতিদের বাড়ি পাঠানো হয় ।

আসরূপী বেগমের অভিযোগ, "হাসপাতাল থেকে সরকারি অ্যাম্বুলেন্সে চাপিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার কথা ওই চালকের । কিন্তু পঞ্চাননতলা আসার পরে সেখানে জল জমে থাকায় অ্যাম্বুলেন্স চালক আর যেতে চাননি । তাঁকে অনুরোধ করা হলে বাড়তি টাকা দাবি করেন । কিন্তু আমাদের কাছে মাত্র 50 টাকা ছিল । তাই চালক আর যেতে চাননি । আমাকে, আমার মেয়ে ও তাঁর কন্যাকে জোর করে নামিয়ে দিয়ে তিনি পালিয়ে যান ।"

কাটোয়া হাসপাতাল সুপার বিপ্লব মণ্ডল বলেন, "ওই প্রসূতিকে অ্যাম্বুলেন্সে চাপিয়ে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে । ওই পরিবারের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে ।"

কাটোয়া, 4 অগস্ট: ভিন রাজ্য এবং আমাদের রাজ্যে দেখা গিয়েছে, চড়া ভাড়া দিতে না-পারায় রোগী বা মৃতের আত্মীয়দের ফিরিয়েছেন অ্যাম্বুলেন্স চালক ৷ আর এবার জমা জলের কারণে সদ্যোজাত-সহ প্রসূতিকে রাস্তায় নামিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল সরকারি হাসপাতালের মাতৃযান চালকের বিরুদ্ধে । ওই চালকের বিরুদ্ধে হাসপাতাল সুপারের কাছে অভিযোগ জানানো হয়েছে ।

পূর্ব বর্ধমান জেলার কাটোয়া এলাকার ঘটনা । নার্গিস খাতুন নামে ওই প্রসূতির শ্বশুরবাড়ি কাটোয়ার ধারসোনা গ্রামে । তিনি মাসখানেক আগে তাঁর বাপের বাড়ি অর্জুনডিহিতে আসেন । গত বৃহস্পতিবার তাঁকে কাটোয়া হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন । শনিবার তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় । কাটোয়া হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সে করে তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় । সেইমতো ওই অ্যাম্বুলেন্সের চালক সদ্যোজাত-সহ প্রসূতি ও তাঁর মা আসরূপী বেগমকে নিয়ে তাঁর বাড়ির দিকে রওনা দেন ।

  1. অ্যাম্বুলেন্স না-পেয়ে হাসপাতাল যাওয়ার পথে টোটোতেই সন্তান প্রসব, তুমুল উত্তেজনা হেমতাবাদে

বৃহস্পতিবার ও শুক্রবার প্রচণ্ড বৃষ্টির কারণে বিভিন্ন রাস্তা জলমগ্ন ছিল । ওই অ্যাম্বুলেন্স চালক কাটোয়ার করুই রোড ধরে অর্জুনডিহি গ্রামের দিকে যাচ্ছিলেন । কিন্তু পঞ্চাননতলা এলাকায় অ্যাম্বুলেন্স পৌঁছতেই সেই জায়গায় জমে থাকা জল দেখে অ্যাম্বুলেন্সের চালক জানিয়ে দেন, এই অবস্থায় ওই পথে গাড়ি নিয়ে আর এগোনো যাবে না । ফলে তাঁদের নেমে যেতে হবে । ওই প্রসূতি ও তাঁর মা অনুনয় বিনয় করতে থাকেন ।

তখন ঘুরপথে যাওয়ার জন্য বাড়তি টাকা দাবি করেন অ্যাম্বুলেন্স চালক । কিন্তু প্রসূতিদের কাছে পঞ্চাশ টাকা থাকায় অ্যাম্বুলেন্স চালকের মন গলেনি । একপ্রকার তাঁদের অ্যাম্বুলেন্স থেকে নামতে বাধ্য করা হয় । তাঁরা সদ্যোজাত নিয়ে রাস্তার ধারে একটা গাছের নীচে বসে থাকেন । স্থানীয় এক ব্যক্তি সেই ঘটনা জানতে পেরে কাটোয়া হাসপাতাল সুপারকে খবর দেন । খবর পেয়ে হাসপাতাল সুপার অন্য একটা অ্যাম্বুলেন্স পাঠান । সেই অ্যাম্বুলেন্সে চাপিয়ে প্রসূতিদের বাড়ি পাঠানো হয় ।

আসরূপী বেগমের অভিযোগ, "হাসপাতাল থেকে সরকারি অ্যাম্বুলেন্সে চাপিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার কথা ওই চালকের । কিন্তু পঞ্চাননতলা আসার পরে সেখানে জল জমে থাকায় অ্যাম্বুলেন্স চালক আর যেতে চাননি । তাঁকে অনুরোধ করা হলে বাড়তি টাকা দাবি করেন । কিন্তু আমাদের কাছে মাত্র 50 টাকা ছিল । তাই চালক আর যেতে চাননি । আমাকে, আমার মেয়ে ও তাঁর কন্যাকে জোর করে নামিয়ে দিয়ে তিনি পালিয়ে যান ।"

কাটোয়া হাসপাতাল সুপার বিপ্লব মণ্ডল বলেন, "ওই প্রসূতিকে অ্যাম্বুলেন্সে চাপিয়ে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে । ওই পরিবারের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.