কলকাতা, 10 জানুয়ারি: রাজ্যের সংশোধনাগারগুলিতে নাকি একাধিক বন্দি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন ! এমনকী 196 জন মহিলা সন্তান পর্যন্ত প্রসব করেছেন ৷ রাজ্যের একের পর এক সংশোধনাগার ঘুরে কলকাতা হাইকোর্টে এমনই বিস্ফোরক রিপোর্ট দিয়েছিলেন আইনজীবী তাপস ভঞ্জ ৷ তাতেই শোরগোল পড়ে যায় ৷ এরপর আদালতের তরফে রাজ্যের কারা বিভাগকে সেই অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দেওয়া হয় ৷
ফলে চাপ বাড়তে থাকে রাজ্যের কারা দফতরের উপরেও ৷ এবার সেই অভিযোগকে পুরোপুরি খারিজ করলেন রাজ্য পুলিশের কারা বিভাগের এডিজি লক্ষীনারায়ণ মীনা ৷ ইটিভি ভারতকে দেওয়া টেলিফোনিক সাক্ষাৎকারে তিনি বলেন, "অভিযোগটি ভিত্তিহীন। একেবারে মিথ্যা ৷ আমি নিয়মিত জেল কর্তৃপক্ষ ও আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসি ৷ হতে পারে গ্রেফতারের আগে থেকেই কোনও মহিলা অন্তঃসত্ত্বা ছিলেন ৷ কিন্তু, সংশোধনাগারের মধ্যে তাঁদের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি পুরোপুরি মিথ্যা ৷"
নিজের দাবির সপক্ষে তিনি আরও বলেন, "আমি নিজেই দফায় দফায় খোঁজখবর নিয়েছি। গোটা বিষয়টি ভালোভাবে খতিয়েও দেখেছি ৷ তবে, যে অভিযোগটি উঠেছে, বাস্তবে তার কোনও অস্তিত্ব নেই ৷ এই বিষয়ে আমরা তদন্ত করে যে রিপোর্ট পেয়েছি সেটি খুব শীঘ্রই কলকাতা হাইকোর্টে পেশ করব ৷ পাশাপাশি, এই ঘটনাটি যাঁরা রটিয়েছেন তাঁদের বিরুদ্ধেও আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব ৷"
কারা দফতর জানিয়েছে, বর্তমানে আলিপুর মহিলা সংশোধনাগারে, প্রেসিডেন্সি, বারুইপুর, হাওড়া, হুগলি, উলুবেড়িয়া সংশোধনাগারের মহিলা বন্দিদের এনে রাখা হচ্ছে ৷ এছাড়া দমদম, মেদিনীপুর, বহরমপুর, বর্ধমান, বালুরঘাটের মতো কেন্দ্রীয় সংশোধনাগার অথবা একাধিক জেলা সংশোধনাগারে এমন একটি দেওয়াল তোলা আছে, যে তার দু-প্রান্তে পুরুষ ও মহিলা বন্দিরা থাকেন ৷
আরও পড়ুন: