ETV Bharat / state

মজুরিবৃদ্ধি ও অবসরের বয়স বাড়ানোর প্রতিশ্রুতি, বীরপাড়া চা বাগানে প্রচারে মনোজ টিগ্গা - Lok Sabha Elections - LOK SABHA ELECTIONS

Lok Sabha Elections 2024: বৃষ্টির মধ্যেই বীরপাড়া চা বাগানে প্রচারে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা ৷ চা শ্রমিকদের একসঙ্গে পেতে সাতসকালে সেখানে পৌঁছে যান আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী ৷ প্রতিশ্রুতি দিলেন, চা বাগান শ্রমিকদের বাড়তি পাতা তোলার মজুরি ও অবসরের বয়স বাড়ানোর ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 24, 2024, 2:14 PM IST

বৃষ্টি মাথায় বীরপাড়া চা বাগানে প্রচারে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা

আলিপুরদুয়ার, 24 মার্চ: দীর্ঘদিন ধরে ডুয়ার্স-তরাইয়ের চা বাগান শ্রমিকদের দাবি, তাঁদের বাড়তি চা পাতা তোলার যে মজুরি তা বাড়ানো হোক ৷ এমনকি শ্রমিকদের অবসরের বয়স বাড়ানোর দাবিও বহুদিনের ৷ আজ সাতসকালে তাই বীরপাড়া চা বাগানে পৌঁছে যান আলিপুরদুয়ার লোকসভার বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা ৷ চা বাগান শ্রমিকদের সঙ্গে কথা বললেন তিনি ৷ সঙ্গে প্রতিশ্রুতি দিলেন, তাঁদের দীর্ঘদিনের এই দাবি মেটানোর যথাযথ চেষ্টা তিনি করবেন ৷

উত্তরবঙ্গে এই মুহূর্তে অবিরাম বৃষ্টি হয়ে চলেছে ৷ তবে, তার জন্য নির্বাচনী প্রচার তো থেমে থাকবে না ৷ তাই মাথায় ছাতা নিয়ে প্রচারে বেরিয়ে পড়লেন আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা ৷ বীরপাড়া চা বাগানের সকল শ্রমিককে একসঙ্গে পেতে সকাল সকাল সেখনে চলে যান ৷ সেখানকার মহিলা চা শ্রমিকদের সঙ্গেও কথা বলেন তিনি ৷ চা শ্রমিকরা তাঁদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছেন ৷ সেই সঙ্গে বাড়তি যে চা পাতা মহিলা শ্রমিকরা তোলেন, তার জন্য যে মজুরি, তাও বাড়ানোর দাবি বহুদিনের ৷ সেই সব দাবিপূরণের প্রতিশ্রুতি দিলেন মনোজ টিগ্গা ৷

উল্লেখ্য, আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে মোট 16টি চা বাগান রয়েছে ৷ সবক’টিতেই তিনি প্রচারে যাবেন বলে জানিয়েছেন ৷ আসন্ন লোকসভা নির্বাচনে মনোজ টিগ্গার অন্য়তম হাতিয়ার হতে চলেছে এই 16টি চা বাগানের শ্রমিক অসন্তোষ ও তাঁদের দাবিদাওয়া ৷ সেই সঙ্গে চা বাগান শ্রমিকদের অবসরের বর্তমান বয়স 58 বছর ৷ তা বাড়িয়ে 60 বছর করার দাবিও বহুদিনের ৷ সাংসদ হলে চা শ্রমিকদের সেই দাবিপূরণেও কাজ করবেন বলে জানালেন তিনি ৷

উল্লেখ্য, বিজেপি এই কেন্দ্রের বর্তমান সাংসদ জন বার্লাকে 24-এর নির্বাচনে টিকিট দেয়নি ৷ যা নিয়ে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর, ক্ষোব উগড়ে দিয়েছিলেন বার্লা ৷ তিনি অভিযোগ করেছিলেন, মনোজ টিগ্গাই তাঁর বিরুদ্ধে শীর্ষ নেতৃত্বের কান ভাঙিয়েছেন ৷ তাই টিগ্গার হয়ে প্রচারে নামবেন না বলে জানিয়েছিলেন ৷ যদিও, পরবর্তী সময়ে তিনিই 180 ডিগ্রি অবস্থান বদলে মনোজ টিগ্গার হয়ে প্রচারে নেমেছেন ৷

আরও পড়ুন:

  1. উত্তরে পদ্মে কাঁটা! আমার লোকদের কাঁদিয়েছে; মনোজকে এড়িয়ে বিস্ফোরক বার্লা
  2. মাঝে ব্যবধান সাতদিন, 180 ডিগ্রি বেঁকে মনোজের পাশে থাকার বার্তা জন বারলার
  3. আলিপুরদুয়ার লোকসভা আসন থেকে সরে দাঁড়াতে সরাসরি মনোজ টিগ্গাকে বললেন জন বারলা

বৃষ্টি মাথায় বীরপাড়া চা বাগানে প্রচারে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা

আলিপুরদুয়ার, 24 মার্চ: দীর্ঘদিন ধরে ডুয়ার্স-তরাইয়ের চা বাগান শ্রমিকদের দাবি, তাঁদের বাড়তি চা পাতা তোলার যে মজুরি তা বাড়ানো হোক ৷ এমনকি শ্রমিকদের অবসরের বয়স বাড়ানোর দাবিও বহুদিনের ৷ আজ সাতসকালে তাই বীরপাড়া চা বাগানে পৌঁছে যান আলিপুরদুয়ার লোকসভার বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা ৷ চা বাগান শ্রমিকদের সঙ্গে কথা বললেন তিনি ৷ সঙ্গে প্রতিশ্রুতি দিলেন, তাঁদের দীর্ঘদিনের এই দাবি মেটানোর যথাযথ চেষ্টা তিনি করবেন ৷

উত্তরবঙ্গে এই মুহূর্তে অবিরাম বৃষ্টি হয়ে চলেছে ৷ তবে, তার জন্য নির্বাচনী প্রচার তো থেমে থাকবে না ৷ তাই মাথায় ছাতা নিয়ে প্রচারে বেরিয়ে পড়লেন আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা ৷ বীরপাড়া চা বাগানের সকল শ্রমিককে একসঙ্গে পেতে সকাল সকাল সেখনে চলে যান ৷ সেখানকার মহিলা চা শ্রমিকদের সঙ্গেও কথা বলেন তিনি ৷ চা শ্রমিকরা তাঁদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছেন ৷ সেই সঙ্গে বাড়তি যে চা পাতা মহিলা শ্রমিকরা তোলেন, তার জন্য যে মজুরি, তাও বাড়ানোর দাবি বহুদিনের ৷ সেই সব দাবিপূরণের প্রতিশ্রুতি দিলেন মনোজ টিগ্গা ৷

উল্লেখ্য, আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে মোট 16টি চা বাগান রয়েছে ৷ সবক’টিতেই তিনি প্রচারে যাবেন বলে জানিয়েছেন ৷ আসন্ন লোকসভা নির্বাচনে মনোজ টিগ্গার অন্য়তম হাতিয়ার হতে চলেছে এই 16টি চা বাগানের শ্রমিক অসন্তোষ ও তাঁদের দাবিদাওয়া ৷ সেই সঙ্গে চা বাগান শ্রমিকদের অবসরের বর্তমান বয়স 58 বছর ৷ তা বাড়িয়ে 60 বছর করার দাবিও বহুদিনের ৷ সাংসদ হলে চা শ্রমিকদের সেই দাবিপূরণেও কাজ করবেন বলে জানালেন তিনি ৷

উল্লেখ্য, বিজেপি এই কেন্দ্রের বর্তমান সাংসদ জন বার্লাকে 24-এর নির্বাচনে টিকিট দেয়নি ৷ যা নিয়ে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর, ক্ষোব উগড়ে দিয়েছিলেন বার্লা ৷ তিনি অভিযোগ করেছিলেন, মনোজ টিগ্গাই তাঁর বিরুদ্ধে শীর্ষ নেতৃত্বের কান ভাঙিয়েছেন ৷ তাই টিগ্গার হয়ে প্রচারে নামবেন না বলে জানিয়েছিলেন ৷ যদিও, পরবর্তী সময়ে তিনিই 180 ডিগ্রি অবস্থান বদলে মনোজ টিগ্গার হয়ে প্রচারে নেমেছেন ৷

আরও পড়ুন:

  1. উত্তরে পদ্মে কাঁটা! আমার লোকদের কাঁদিয়েছে; মনোজকে এড়িয়ে বিস্ফোরক বার্লা
  2. মাঝে ব্যবধান সাতদিন, 180 ডিগ্রি বেঁকে মনোজের পাশে থাকার বার্তা জন বারলার
  3. আলিপুরদুয়ার লোকসভা আসন থেকে সরে দাঁড়াতে সরাসরি মনোজ টিগ্গাকে বললেন জন বারলা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.