আলিপুরদুয়ার, 24 মার্চ: দীর্ঘদিন ধরে ডুয়ার্স-তরাইয়ের চা বাগান শ্রমিকদের দাবি, তাঁদের বাড়তি চা পাতা তোলার যে মজুরি তা বাড়ানো হোক ৷ এমনকি শ্রমিকদের অবসরের বয়স বাড়ানোর দাবিও বহুদিনের ৷ আজ সাতসকালে তাই বীরপাড়া চা বাগানে পৌঁছে যান আলিপুরদুয়ার লোকসভার বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা ৷ চা বাগান শ্রমিকদের সঙ্গে কথা বললেন তিনি ৷ সঙ্গে প্রতিশ্রুতি দিলেন, তাঁদের দীর্ঘদিনের এই দাবি মেটানোর যথাযথ চেষ্টা তিনি করবেন ৷
উত্তরবঙ্গে এই মুহূর্তে অবিরাম বৃষ্টি হয়ে চলেছে ৷ তবে, তার জন্য নির্বাচনী প্রচার তো থেমে থাকবে না ৷ তাই মাথায় ছাতা নিয়ে প্রচারে বেরিয়ে পড়লেন আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা ৷ বীরপাড়া চা বাগানের সকল শ্রমিককে একসঙ্গে পেতে সকাল সকাল সেখনে চলে যান ৷ সেখানকার মহিলা চা শ্রমিকদের সঙ্গেও কথা বলেন তিনি ৷ চা শ্রমিকরা তাঁদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছেন ৷ সেই সঙ্গে বাড়তি যে চা পাতা মহিলা শ্রমিকরা তোলেন, তার জন্য যে মজুরি, তাও বাড়ানোর দাবি বহুদিনের ৷ সেই সব দাবিপূরণের প্রতিশ্রুতি দিলেন মনোজ টিগ্গা ৷
উল্লেখ্য, আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে মোট 16টি চা বাগান রয়েছে ৷ সবক’টিতেই তিনি প্রচারে যাবেন বলে জানিয়েছেন ৷ আসন্ন লোকসভা নির্বাচনে মনোজ টিগ্গার অন্য়তম হাতিয়ার হতে চলেছে এই 16টি চা বাগানের শ্রমিক অসন্তোষ ও তাঁদের দাবিদাওয়া ৷ সেই সঙ্গে চা বাগান শ্রমিকদের অবসরের বর্তমান বয়স 58 বছর ৷ তা বাড়িয়ে 60 বছর করার দাবিও বহুদিনের ৷ সাংসদ হলে চা শ্রমিকদের সেই দাবিপূরণেও কাজ করবেন বলে জানালেন তিনি ৷
উল্লেখ্য, বিজেপি এই কেন্দ্রের বর্তমান সাংসদ জন বার্লাকে 24-এর নির্বাচনে টিকিট দেয়নি ৷ যা নিয়ে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর, ক্ষোব উগড়ে দিয়েছিলেন বার্লা ৷ তিনি অভিযোগ করেছিলেন, মনোজ টিগ্গাই তাঁর বিরুদ্ধে শীর্ষ নেতৃত্বের কান ভাঙিয়েছেন ৷ তাই টিগ্গার হয়ে প্রচারে নামবেন না বলে জানিয়েছিলেন ৷ যদিও, পরবর্তী সময়ে তিনিই 180 ডিগ্রি অবস্থান বদলে মনোজ টিগ্গার হয়ে প্রচারে নেমেছেন ৷
আরও পড়ুন: