ETV Bharat / state

ভিড় বাড়ায় ছুটি বাতিল, পুজোয় রোজ খোলা আলিপুর চিড়িয়াখানা; বিশেষ আকর্ষণ কী ? - ALIPORE ZOO

কলকাতায় ঘুরতে আসা দর্শকদের জন্য সুখবর ৷ পুজোর সময় সাতদিনই খোলা থাকছে আলিপুর চিড়িয়াখানা ৷ এর জন্য বাতিল হয়েছে সাপ্তাহিক ছুটি ৷

Alipore Zoo
আলিপুর চিড়িয়াখানায় ভিড় বাড়ছে পুজোয় (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2024, 5:50 PM IST

কলকাতা, 10 অক্টোবর: পুজোতে ভিড় বাড়ছে আলিপুর চিড়িয়াখানায় । ফলে উৎসবের দিনগুলোয় সাপ্তাহিক ছুটিতেও চিড়িয়াখানা খুলে রাখছে কর্তৃপক্ষ । ফলে সপ্তাহে সাতদিনই খোলা থাকবে চিড়িয়াখানা ৷ মূলত কলকাতা সংলগ্ন জেলা এবং মফঃস্বল অঞ্চলের মানুষজনই সকালের দিকে আলিপুর চিড়িয়াখানা থেকে ভিক্টোরিয়া ঘুরে, সন্ধ্যায় বিভিন্ন পুজো মণ্ডপ দর্শন করে বাড়ি ফিরছেন বলে জানা গিয়েছে । তাই মানুষের আনাগোনা বাড়ছে চিড়িয়াখানায় ৷

চিড়িয়াখানার অধিকাংশ দর্শকের বক্তব্য, একদিনে দু'রকম আনন্দ উপভোগ করছেন তাঁরা । কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থানের পাশাপাশি কলেজ স্কোয়ার, লেবুতলা পার্ক কিংবা ঐতিহ্যবাহী পুজো বাগবাজার সর্বজনীন ঘুরে রাতের ট্রেনে বাড়ি ফিরছেন বেশিরভাগ মানুষ ।

পুজোয় সাতদিনই খোলা থাকছে আলিপুর চিড়িয়াখানা (ইটিভি ভারত)

এ দিকে আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্তের কথায়, "অন্যান্য দিনের তুলনায় উৎসবের দিনগুলোতে দেড় থেকে দু'হাজার দর্শক বেশি হচ্ছে চিড়িয়াখানায় । তাই বৃহস্পতিবার চিড়িয়াখানার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে ৷ এর ফলে চলতি মাসে প্রত্যেকদিনই খোলা থাকছে আলিপুর চিড়িয়াখানা ।"

Alipore Zoo
আলিপুর চিড়িয়াখানা (নিজস্ব ছবি)

ইটিভি ভারতকে তিনি আরও বলেন, "গত কয়েক মাসে বেশ কয়েকটি নতুন প্রাণীকে চিড়িয়াখানাতে নিয়ে আসা হয়েছে । তার মধ্যে নতুন আকর্ষণ দক্ষিণ আমেরিকার আলপাকা । এই প্রাণীটিকে বিএসএফ উদ্ধার করে । পাচার হয়ে যাওয়ার আগেই প্রাণীটিকে উদ্ধার করা হয়েছে । প্রাথমিক চিকিৎসার পরে সাধারণ দর্শকদের জন্য এনক্লোজারে রাখা হয়েছে সেটিকে । এটি সাধারণত আমাদের এখানকার চিড়িয়াখানাতে বা কোথাও তেমন পাওয়া যায় না । দেখতেও বেশ সুন্দর আলপাকা ।"

Alipore Zoo
আলিপুর চিড়িয়াখানা (নিজস্ব ছবি)

এছাড়াও, কয়েকদিন আগেই বিনিময় প্রথায় নতুন অথিতি নিয়ে আসা হয় আলিপুর চিড়িয়াখানায় । এক জোড়া জলহস্তি, এক জোড়া জলা হরিণ, চারটি শিংওয়ালা হরিণ এবং 5টি হগ হরিণ (2 পুরুষ, 3 মহিলা) নিয়ে আসা হয়েছে । এর পরিবর্তে একজোড়া জিরাফ, 2 জোড়া সবুজ ইগুয়ানা এবং মনিটর লিজার্ড দেওয়া হয়েছে ওড়িশার ভুবনেশ্বর নন্দনকানন চিড়িয়াখানাকে ।

Alipore Zoo
আলিপুর চিড়িয়াখানা (নিজস্ব ছবি)

তার আগে প্রথম দফায় এক জোড়া সিংহ, একটি স্ত্রী বাঘ, এক জোড়া হিমালয় ব্ল্যাক বেয়ার এক সপ্তাহ আগে আনা হয়েছিল । এই সমস্ত প্রাণীকে আলিপুরের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পরই দর্শকদের সামনে আনা হয় ।

Alipore Zoo
আলিপুর চিড়িয়াখানা (নিজস্ব ছবি)
Alipore Zoo
আলিপুর চিড়িয়াখানা (নিজস্ব ছবি)

কলকাতা, 10 অক্টোবর: পুজোতে ভিড় বাড়ছে আলিপুর চিড়িয়াখানায় । ফলে উৎসবের দিনগুলোয় সাপ্তাহিক ছুটিতেও চিড়িয়াখানা খুলে রাখছে কর্তৃপক্ষ । ফলে সপ্তাহে সাতদিনই খোলা থাকবে চিড়িয়াখানা ৷ মূলত কলকাতা সংলগ্ন জেলা এবং মফঃস্বল অঞ্চলের মানুষজনই সকালের দিকে আলিপুর চিড়িয়াখানা থেকে ভিক্টোরিয়া ঘুরে, সন্ধ্যায় বিভিন্ন পুজো মণ্ডপ দর্শন করে বাড়ি ফিরছেন বলে জানা গিয়েছে । তাই মানুষের আনাগোনা বাড়ছে চিড়িয়াখানায় ৷

চিড়িয়াখানার অধিকাংশ দর্শকের বক্তব্য, একদিনে দু'রকম আনন্দ উপভোগ করছেন তাঁরা । কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থানের পাশাপাশি কলেজ স্কোয়ার, লেবুতলা পার্ক কিংবা ঐতিহ্যবাহী পুজো বাগবাজার সর্বজনীন ঘুরে রাতের ট্রেনে বাড়ি ফিরছেন বেশিরভাগ মানুষ ।

পুজোয় সাতদিনই খোলা থাকছে আলিপুর চিড়িয়াখানা (ইটিভি ভারত)

এ দিকে আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্তের কথায়, "অন্যান্য দিনের তুলনায় উৎসবের দিনগুলোতে দেড় থেকে দু'হাজার দর্শক বেশি হচ্ছে চিড়িয়াখানায় । তাই বৃহস্পতিবার চিড়িয়াখানার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে ৷ এর ফলে চলতি মাসে প্রত্যেকদিনই খোলা থাকছে আলিপুর চিড়িয়াখানা ।"

Alipore Zoo
আলিপুর চিড়িয়াখানা (নিজস্ব ছবি)

ইটিভি ভারতকে তিনি আরও বলেন, "গত কয়েক মাসে বেশ কয়েকটি নতুন প্রাণীকে চিড়িয়াখানাতে নিয়ে আসা হয়েছে । তার মধ্যে নতুন আকর্ষণ দক্ষিণ আমেরিকার আলপাকা । এই প্রাণীটিকে বিএসএফ উদ্ধার করে । পাচার হয়ে যাওয়ার আগেই প্রাণীটিকে উদ্ধার করা হয়েছে । প্রাথমিক চিকিৎসার পরে সাধারণ দর্শকদের জন্য এনক্লোজারে রাখা হয়েছে সেটিকে । এটি সাধারণত আমাদের এখানকার চিড়িয়াখানাতে বা কোথাও তেমন পাওয়া যায় না । দেখতেও বেশ সুন্দর আলপাকা ।"

Alipore Zoo
আলিপুর চিড়িয়াখানা (নিজস্ব ছবি)

এছাড়াও, কয়েকদিন আগেই বিনিময় প্রথায় নতুন অথিতি নিয়ে আসা হয় আলিপুর চিড়িয়াখানায় । এক জোড়া জলহস্তি, এক জোড়া জলা হরিণ, চারটি শিংওয়ালা হরিণ এবং 5টি হগ হরিণ (2 পুরুষ, 3 মহিলা) নিয়ে আসা হয়েছে । এর পরিবর্তে একজোড়া জিরাফ, 2 জোড়া সবুজ ইগুয়ানা এবং মনিটর লিজার্ড দেওয়া হয়েছে ওড়িশার ভুবনেশ্বর নন্দনকানন চিড়িয়াখানাকে ।

Alipore Zoo
আলিপুর চিড়িয়াখানা (নিজস্ব ছবি)

তার আগে প্রথম দফায় এক জোড়া সিংহ, একটি স্ত্রী বাঘ, এক জোড়া হিমালয় ব্ল্যাক বেয়ার এক সপ্তাহ আগে আনা হয়েছিল । এই সমস্ত প্রাণীকে আলিপুরের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পরই দর্শকদের সামনে আনা হয় ।

Alipore Zoo
আলিপুর চিড়িয়াখানা (নিজস্ব ছবি)
Alipore Zoo
আলিপুর চিড়িয়াখানা (নিজস্ব ছবি)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.