ETV Bharat / state

মহিলা আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই ! মন্ত্রিত্ব ছেড়ে হুঙ্কার অখিলের - Akhil Giri Resigns

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 4, 2024, 6:02 PM IST

Prison Minister Akhil Giri Resigns: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে মন্ত্রিত্ব ছাড়লেন অখিল গিরি ৷ কিন্তু তবুও বনদফতরের মহিলা আধিকারিকের কাছে ক্ষমা চাইতে নারাজ তিনি ৷

Akhil Giri
মন্ত্রিসভা থেকে পদত্যার করলেন অখিল গিরি (নিজস্ব ছবি)

কাঁথি, 4 অগস্ট: দলের তরফে নির্দেশ আসার পরই কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অখিল গিরি ৷ রবিবার ইমেল করে তিনি তাঁর ইস্তফাপত্র পাঠিয়েছেন বলে খবর ৷ সোমবার বিধানসভায় গিয়ে হাতে লেখা পদত্যাগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ৷ কাঁথিতে রবিবার নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান অখিল গিরি ৷

বনদফতরের মহিলা আধিকারিকের কাছে ক্ষমা চাইতে নারাজ অখিল গিরি (ইটিভি ভারত)

তিনি বলেন, "আমাকে সুব্রত বক্সি ফোন করেছিলেন ৷ মুখ্যমন্ত্রী আমাকে পদত্যাগ করতে বলেছেন । তাই আমি তাঁর নির্দেশে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলাম ৷ ইতিমধ্যে পদত্যাগপত্র তৈরি করা হয়ে গিয়েছে । আজ ইমেল মারফত পাঠিয়েছি ৷ আগামিকাল বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গিয়ে আমি পদত্যাগপত্র তুলে দেব ৷" তবে মন্ত্রিত্ব হাতছাড়া হলেও ওই মহিলা বন আধিকারিকের কাছে ক্ষমা চাইতে নারাজ অখিল গিরি ৷

পালটা তাঁর হুঙ্কার,"আমি কখনও আধিকারিকদের কাছে ক্ষমা চাই না ৷ আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকদের কাছে ক্ষমা চাইনি ৷ আর চাইব না ৷ ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই ওঠে না ৷"

অন্যদিকে মন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে ওই মহিলা আধিকারিক বলেন, "কাজ করতে গেলে এরকম ঘটনা ঘটে ৷ তবে আমাদের উদ্ধর্তন কর্তৃপক্ষ এ বিষয়ে পদক্ষেপ যা নেওয়ার নেবেন ৷" এদিকে অখিল গিরির কথায়, "কোনও পরিস্থিতিতে আমার মুখ থেকে কখনও কখনও এরকম কথা বেরিয়ে য়ায় ৷ আমি একটু উত্তেজিত হয়ে যাই ৷ পরে মনে হয় কথাগুলো না বললেই ভালো হত ৷ তবে কথা বেরিয়ে গেলে তো আর ফেরত নেওয়া যায় না ৷ তার জন্য ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই নেই ৷"

Akhil Giri
তাজপুরের এলাকা পরিদর্শন বনদফতরের আধিকারিকেরা (নিজস্ব ছবি)

তিনি এদিন আরও বলেন, "মন্ত্রিত্ব ছাড়ার ব্যাপারে আমি অনুতপ্ত নই ৷ আমি মানুষের জন্য আন্দোলন করতে গিয়ে নিজের মন্ত্রিত্ব হারিয়েছি । মন্ত্রিত্ব আমার কাছে বড় কথা নয় ৷ মন্ত্রী পদ ছাড়া নিয়ে আমার কোনও দুঃখ নেই । তবে আমার আন্দোলন আগে যেরকম ছিল সেই রকম চলবে । আমি কারও কাছে মন্ত্রিত্ব নিয়ে আবেদন করব না ৷ দলের নির্দেশ এসেছে সেই অনুযায়ী পদত্যাগ করেছি ।"

এর পাশাপাশি বন দফতরের দুর্নীতি নিয়ে এ দিনও আবার সরব হয়েছেন অখিল ৷ তাঁর দাবি, বন দফতরের কর্মীরা গ্রামের মানুষদের থেকে টাকা নিয়ে দোকান বসিয়েছিলেন ৷ এখন সেই দোকান ভেঙে ফেলা হচ্ছে ৷ তাঁর কাছে এ বিষয়ে তথ্য প্রমাণ রয়েছে ৷ পরে তা সকলের সামনে আনবেন বলেও দাবি করেন তিনি ৷

শনিবার তাজপুরে বনদফতরের জায়গায় দোকান বসানো কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা । ঘটনাস্থলে গিয়ে মহিলা রেঞ্জ অফিসারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন কারামন্ত্রী অখিল গিরি । তারপর বনদফতরের ওই মহিলা আধিকারিককে গালিগালাজ ও লাঠিপেটা করার পাশাপাশি হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে ৷ রবিবার তাজপুরের সেই এলাকা পরিদর্শন করে গেলেন জেলা বনদফতর আধিকারিক সত্যজিৎ রায় । তিনি বলেন, "বনদফতরের এলাকায় কেউ যেন ব্যবহার না করতে পারে তার দিকে নজর থাকবে ।"

কাঁথি, 4 অগস্ট: দলের তরফে নির্দেশ আসার পরই কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অখিল গিরি ৷ রবিবার ইমেল করে তিনি তাঁর ইস্তফাপত্র পাঠিয়েছেন বলে খবর ৷ সোমবার বিধানসভায় গিয়ে হাতে লেখা পদত্যাগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ৷ কাঁথিতে রবিবার নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান অখিল গিরি ৷

বনদফতরের মহিলা আধিকারিকের কাছে ক্ষমা চাইতে নারাজ অখিল গিরি (ইটিভি ভারত)

তিনি বলেন, "আমাকে সুব্রত বক্সি ফোন করেছিলেন ৷ মুখ্যমন্ত্রী আমাকে পদত্যাগ করতে বলেছেন । তাই আমি তাঁর নির্দেশে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলাম ৷ ইতিমধ্যে পদত্যাগপত্র তৈরি করা হয়ে গিয়েছে । আজ ইমেল মারফত পাঠিয়েছি ৷ আগামিকাল বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গিয়ে আমি পদত্যাগপত্র তুলে দেব ৷" তবে মন্ত্রিত্ব হাতছাড়া হলেও ওই মহিলা বন আধিকারিকের কাছে ক্ষমা চাইতে নারাজ অখিল গিরি ৷

পালটা তাঁর হুঙ্কার,"আমি কখনও আধিকারিকদের কাছে ক্ষমা চাই না ৷ আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকদের কাছে ক্ষমা চাইনি ৷ আর চাইব না ৷ ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই ওঠে না ৷"

অন্যদিকে মন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে ওই মহিলা আধিকারিক বলেন, "কাজ করতে গেলে এরকম ঘটনা ঘটে ৷ তবে আমাদের উদ্ধর্তন কর্তৃপক্ষ এ বিষয়ে পদক্ষেপ যা নেওয়ার নেবেন ৷" এদিকে অখিল গিরির কথায়, "কোনও পরিস্থিতিতে আমার মুখ থেকে কখনও কখনও এরকম কথা বেরিয়ে য়ায় ৷ আমি একটু উত্তেজিত হয়ে যাই ৷ পরে মনে হয় কথাগুলো না বললেই ভালো হত ৷ তবে কথা বেরিয়ে গেলে তো আর ফেরত নেওয়া যায় না ৷ তার জন্য ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই নেই ৷"

Akhil Giri
তাজপুরের এলাকা পরিদর্শন বনদফতরের আধিকারিকেরা (নিজস্ব ছবি)

তিনি এদিন আরও বলেন, "মন্ত্রিত্ব ছাড়ার ব্যাপারে আমি অনুতপ্ত নই ৷ আমি মানুষের জন্য আন্দোলন করতে গিয়ে নিজের মন্ত্রিত্ব হারিয়েছি । মন্ত্রিত্ব আমার কাছে বড় কথা নয় ৷ মন্ত্রী পদ ছাড়া নিয়ে আমার কোনও দুঃখ নেই । তবে আমার আন্দোলন আগে যেরকম ছিল সেই রকম চলবে । আমি কারও কাছে মন্ত্রিত্ব নিয়ে আবেদন করব না ৷ দলের নির্দেশ এসেছে সেই অনুযায়ী পদত্যাগ করেছি ।"

এর পাশাপাশি বন দফতরের দুর্নীতি নিয়ে এ দিনও আবার সরব হয়েছেন অখিল ৷ তাঁর দাবি, বন দফতরের কর্মীরা গ্রামের মানুষদের থেকে টাকা নিয়ে দোকান বসিয়েছিলেন ৷ এখন সেই দোকান ভেঙে ফেলা হচ্ছে ৷ তাঁর কাছে এ বিষয়ে তথ্য প্রমাণ রয়েছে ৷ পরে তা সকলের সামনে আনবেন বলেও দাবি করেন তিনি ৷

শনিবার তাজপুরে বনদফতরের জায়গায় দোকান বসানো কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা । ঘটনাস্থলে গিয়ে মহিলা রেঞ্জ অফিসারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন কারামন্ত্রী অখিল গিরি । তারপর বনদফতরের ওই মহিলা আধিকারিককে গালিগালাজ ও লাঠিপেটা করার পাশাপাশি হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে ৷ রবিবার তাজপুরের সেই এলাকা পরিদর্শন করে গেলেন জেলা বনদফতর আধিকারিক সত্যজিৎ রায় । তিনি বলেন, "বনদফতরের এলাকায় কেউ যেন ব্যবহার না করতে পারে তার দিকে নজর থাকবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.