কলকাতা, 9 মে: এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কেবিন ক্রুরা ধর্মঘট অবশেষে প্রত্যাহার করলেন ৷ একই সঙ্গে, সাসপেনসন প্রত্যাহার করেছে কর্তৃপক্ষও ৷ বৃহস্পতিবার কেবিন ক্রুদের ধর্মঘটের জেরে 85টি ফ্লাইট বাতিল করা হয়েছিল ৷ কারণ টানা তিনদিন ধরে ধর্মঘটের জেরে কেবিন ক্রু ঘাটতি অব্যাহত ছিল ৷ এর আগে টাটা গ্রুপের মালিকানাধীন এয়ারলাইন প্রায় 25 জনকে সাসপেন্ডের চিঠি দিয়েছিল। এরপরই কেবিন ক্রুরা ধর্মঘটে নামেন।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বৃহস্পতিবার এয়ারলাইনের একাধিক কেবিন ক্রু অসুস্থ হওয়ার পরে আরও সংকট বেড়ে যায় ৷ যার জেরে কলকাতা থেকে দুটি গন্তব্যে ফ্লাইট বাতিল করা হয় ৷ নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের আধিকারিকদের মতে, অযোধ্যা-কলকাতা-অযোধ্যা এবং হায়দরাবাদ-কলকাতা ফ্লাইট বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। কেবিন ক্রুরা আচমকাই অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নেওয়ায় সমস্যা আরও বাড়ে ৷ বিমান সংস্থাকে এর আগে বুধবার সারা দেশে প্রায় 88 টি ফ্লাইট বাতিল করতে হয়েছিল। এয়ারলাইনের অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মঙ্গলবার রাত থেকে 200 জনেরও বেশি কেবিন ক্রু অসুস্থতার রিপোর্ট পেশ করে কাজে যোগ দেননি ৷
কয়েকশো কেবিন ক্রু কাজে না আসার কারণে বৃহস্পতিবার এয়ারলাইনটি একাধিক ফেলাইট বাতিল করতে বাধ্য হয় ৷ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে অবশ্য জানানো হয়েছিল, এই অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে যাত্রীদের অসুবিধা কমানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মুখপাত্র বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, "85টি বিমান বাতিল হয়ে গিয়েছে ৷ আমরা আমাদের যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে তাঁদের বিমান বাতিল হয়েছে কিনা তা দেখে নিতে অনুরোধ করছি। যদি তাদের ফ্লাইট বাতিল করা হয়, বা তিন ঘন্টার বেশি দেরি হয়, তবে তারা কোনও ফি ছাড়াই সম্পূর্ণ অর্থ ফেরত বা পরবর্তী তারিখে যাত্রা করতে পারেন ৷"
আরও পড়ুন
মাঝআকাশে বিমানের আপৎকালীন দরজা খোলার চেষ্টা যুবকের, তারপর ?
শৌচাগারে 'সুখটান'! ধোঁয়া দেখে আতঙ্ক, অল্পের জন্য রক্ষা কলকাতাগামী বিমানের