কলকাতা, 2 ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনকে সম্পূর্ণভাবে কারচুপি মুক্ত করতে এবার নির্বাচন কমিশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)-এর ব্যাবহার করতে পারে। এমনটাই নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। আর বাকি মাত্র কয়েক মাস। আর তারপর দেশজুড়ে লোকসভা নির্বাচন। রাজনৈতিক দল থেকে শুরু করে নির্বাচন কমিশনের প্রস্তুতি একেবারে তুঙ্গে। কমিশনের নজরদারিতে প্রতিটি জেলাতেই পুরোদমে চলছে প্রস্তুতি পর্ব।
2021 সালের বিধানসভা নির্বাচন ও তারপর পঞ্চায়েত নির্বাচন থেকে শিক্ষা নিয়ে নির্বাচনের সময় ভোটারদের এবং বুথের নিরাপত্তা নিয়ে কোনও রকম ফাঁক রাখতে চায় না জাতীয় নির্বাচন কমিশন। তাই কী কী পদক্ষেপ করলে আরও আঁটোসাঁটো করা যাবে ভোট প্রক্রিয়া তাই নিয়ে নতুন চিন্তাভাবনা ও নিয়মও প্রণয়ন করা হচ্ছে।
প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দিকে নজর রয়েছে কমিশনের। পাশাপাশি রিমোট মনিটরিং-এর দিকেও জোর দেওয়ার পরিকল্পনা চলছে। এখন এআই-এর মতো উন্নত প্রযুক্তির উপর নির্ভর করে ভারত আরও উন্নত দেশ হিসেবে নিজের জায়গা করে নিচ্ছে বিশ্বের মানচিত্রে। তাহলে আর নির্বাচনের ক্ষেত্রে পিছিয়ে থাকা কেন? তাই বুথ মনিটরিং-এর ওয়েব কাস্টিং ব্যবস্থাকে আরও দক্ষ করে তুলতে এবার ব্যাবহার করা হবে এআই প্রযুক্তি !
নির্বাচনের সময় যে কোনও ধরনের দুর্নীতি বা কারচুপি রুখতে এবার আরও তৎপর হল নির্বাচন কমিশন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর মতো স্মার্ট প্রযুক্তিকে কাজে লাগাতে চলেছে কমিশন এমনটাই জানা গিয়েছে। বিশেষ করে ওয়েব কাস্টিং-এর ক্ষেত্রে এই প্রযুক্তিকে কাজে লাগানো হবে। এই নিয়ে ভাবনাচিন্তা করছিল কমিশন। কিন্তু এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বিষয়। কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব এই নিয়ে দফায় দফায় বৈঠক করছেন ইতিমধ্যেই। এই নিয়ে ই-টেন্ডারও করা হয়েছে বলে খবর। প্রসঙ্গত, এর আগে শাসক থেকে বিরোধীরা এই ওয়েব কাস্টিং নিয়েই একাধিক বার কমিশনকে নিশানা করেছে। তাই যাতে এই ক্ষেত্রে কোনওভাবেই কোনও ফাঁক না থেকে যায় তাই এই সিদ্ধান্ত।
আরও পড়ুন
ঝাড়খণ্ডেও অপারেশন লোটাসের পরিকল্পনা করেছেন মোদি-শাহ, চাঞ্চল্যকর দাবি জয়রামের
মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চের বিপরীতে বসার অনুমতি চেয়ে সেনাকে চিঠি সংগ্রামী যৌথ মঞ্চের