আসানসোল, 13 মার্চ: বিতর্কিত মন্তব্যের জন্য আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে মামলা হয়েছিল ৷ সেই মামলার শুনানিতে আসানসোল আদালতে এসে ওই একই উক্তি শোনা গেল তাঁর মুখে । সামনেই লোকসভা ভোট ৷ তার আগে আবারও অগ্নিমিত্রা বললেন, "মারের বদলে মার হবে ।"
মঙ্গলবার আসানসোল আদালতে আসেন বিজেপি নেত্রী তথা বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। অতীতের তিনটি মামলার শুনানির জন্য তাঁকে হাজিরা দিতে হয় আসানসোল আদালতে । বিজেপির লিগাল সেলের আইনজীবী পীযূষকান্তি গোস্বামীর কাছে গিয়ে প্রয়োজনীয় নথি নিয়ে আদালতে যান অগ্নিমিত্রা পল । এ দিন বিজেপি নেত্রী বলেন, "গত উপনির্বাচনে আমার গাড়ির কাঁচ ভাঙল দুষ্কৃতীরা। উলটে আমার উপরই মামলা চাপানো হল । আসানসোল পৌরনিগম ভোটে মহিশীলায় তৃণমূল দুষ্কৃতীরা অশান্তি বাঁধাল। মামলা হল আমার বিরুদ্ধে। আর তৃতীয় মামলাটি আমার একটি মন্তব্যের জন্য। আমি বলেছিলাম মারের বদলা মার হবে ।"
এরপরেই অগ্নিমিত্রা পল আসানসোল আদালতে বসেই পুনরায় সেই মন্তব্য আওড়ান। তিনি বলেন, "মারের বদলা তো মারই হবে। মারের বদলা চুমু হবে নাকি? মারের বদলা আতর হবে নাকি? যদি ভালোবাসবেন, সম্মান দেবেন আমরাও সম্মান দেব। আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যদি আপনার পুলিশকে দিয়ে আমাদের ভয় দেখাবেন, মামলা করবেন, তৃণমূলের গুণ্ডাবাহিনী এসে আমাদের বন্দুক ঠেকাবে, আর আমরা চুপচাপ বসে থাকব নাকি ? মারের বদলা আবারও বলছি মার হবে ।"
লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী করতে পারে অগ্নিমিত্রা পলকে ৷ এমনই জল্পনা রাজনৈতিকমহলে ৷ তাই কয়েকদিন আগে তড়িঘড়ি পুরনো মামলায় জামিন নিতে বারাসত আদালতে ছুটে গিয়েছিলেন এই আসানসোল দক্ষিণের বিধায়কের ৷ তবে প্রার্থী হওয়া নিয়ে স্পষ্ট জবাব না-দিলেও এ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন তিনি ।
আরও পড়ুন: