ETV Bharat / state

সরকারি অনুদান প্রত্যাখানের পর, আরজি করে নির্যাতিতার স্মরণে রক্তদান শিবিরের আয়োজন - Durga Puja 2024

সরকারের দেওয়া অনুদান প্রত্যাখান করেছিল বারাসতের সরোজিনী পল্লি উন্নয়ন সমিতি ৷ এবার নির্যাতিতার স্মরণে রক্তদান শিবিরের আয়োজন হল ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

Durga Puja 2024
পুজোর সরকারি অনুদান প্রত্যাখ্যানের পর রক্তদান শিবিরের আয়োজন বারাসতের পুজো উদ্যোক্তাদের ৷ (নিজস্ব চিত্র)

বারাসত, 6 অক্টোবর: দুর্গাপুজোয় সরকারি অনুদান প্রত্যাখ্যান আগেই করেছিল ৷ এবার আরজি করের নির্যাতিতা চিকিৎসকের স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করল বারাসতের সরোজিনী পল্লি উন্নয়ন সমিতি ৷ বৃষ্টি মাথায় নিয়েই রবিবার সরোজিনী পল্লির পুজো মণ্ডপে রক্তদান শিবিরে অংশ নিলেন বহু মানুষ ৷

মণ্ডপে প্রতিমা চলে এসেছে ৷ মূর্তির সামনেই রক্তদানের মাধ্যমে আরজি কর-কাণ্ডের সুবিচারের প্রার্থনা করলেন সকলে ৷ পুজো কমিটির তরফে জানানো হয়েছে, রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্ত তাঁরা অসহায় ও নিপীড়িত মানুষের সেবায় কাজে লাগাতে চান ৷ সেই কারণেই এই রক্তদান শিবিরের আয়োজন ৷

পুজোর সরকারি অনুদান প্রত্যাখ্যানের পর রক্তদান শিবিরের আয়োজন বারাসতের পুজো উদ্যোক্তাদের ৷ (ইটিভি ভারত)

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ জানিয়ে সম্প্রতি পুজোর সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছিল বারাসতের এই ঐতিহ‍্যবাহী ক্লাব ৷ সেই সময় ক্লাব কমিটির কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, নির্যাতিতা চিকিৎসকের মৃত্যুর সুবিচার না-পাওয়া পর্যন্ত তাঁরা প্রতিবাদ জারি রাখবেন ৷ প্রয়োজন হলে পরের বছরও উদ্যোক্তারা সরকারি অনুদান প্রত্যাখ্যান করতে দু'বার ভাববেন না বলে জানিয়েছিল ৷

Durga Puja 2024
পুজোর সরকারি অনুদান প্রত্যাখ্যানের পর রক্তদান শিবিরের আয়োজন বারাসতের পুজো উদ্যোক্তাদের ৷ (নিজস্ব চিত্র)

এবার আরও একধাপ এগিয়ে সুবিচার চেয়ে নির্যাতিতা চিকিৎসকের স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করে সাড়া ফেলে দিয়েছে সরোজিনী পল্লি উন্নয়ন সমিতি ৷ শুধু রক্তদান শিবির নয়, মহাষষ্ঠীর দিন পুজো উদ্যোক্তারা নির্যাতিতার স্মরণে বস্ত্র বিতরণ করবেন বলেও জানিয়েছেন ৷ এ-বছর তাঁদের পুজো 37 তম বর্ষে পা দিয়েছে ৷ প্রতিবার ধুমধাম করে পুজোর আয়োজন হলেও, এবার সমস্ত আড়ম্বর বাতিল করেছেন আয়োজকরা ৷

এই বিষয়ে ক্লাবের সহ-সম্পাদক সুশান্ত সাহা বলেন, "আরজি কর হাসপাতালে নৃশংস এই হত্যা-কাণ্ডের প্রায় দু'মাস হতে চলল ৷ এখনও প্রকৃত দোষীরা ধরা পড়েনি ৷ সরকার যে ভূমিকা নিয়েছে, তা সঠিক নয় ৷ কোথাও যেন সবকিছু আড়াল করার চেষ্টা চলছে ৷ সেকারণেই আমরা সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছিলাম ৷ আমাদের একটাই বার্তা, নির্যাতিতার পরিবার সুবিচার পাক ৷ তাই, মায়ের কাছে রক্তদান করে বিচার চাইছি আমরা ৷"

বারাসত, 6 অক্টোবর: দুর্গাপুজোয় সরকারি অনুদান প্রত্যাখ্যান আগেই করেছিল ৷ এবার আরজি করের নির্যাতিতা চিকিৎসকের স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করল বারাসতের সরোজিনী পল্লি উন্নয়ন সমিতি ৷ বৃষ্টি মাথায় নিয়েই রবিবার সরোজিনী পল্লির পুজো মণ্ডপে রক্তদান শিবিরে অংশ নিলেন বহু মানুষ ৷

মণ্ডপে প্রতিমা চলে এসেছে ৷ মূর্তির সামনেই রক্তদানের মাধ্যমে আরজি কর-কাণ্ডের সুবিচারের প্রার্থনা করলেন সকলে ৷ পুজো কমিটির তরফে জানানো হয়েছে, রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্ত তাঁরা অসহায় ও নিপীড়িত মানুষের সেবায় কাজে লাগাতে চান ৷ সেই কারণেই এই রক্তদান শিবিরের আয়োজন ৷

পুজোর সরকারি অনুদান প্রত্যাখ্যানের পর রক্তদান শিবিরের আয়োজন বারাসতের পুজো উদ্যোক্তাদের ৷ (ইটিভি ভারত)

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ জানিয়ে সম্প্রতি পুজোর সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছিল বারাসতের এই ঐতিহ‍্যবাহী ক্লাব ৷ সেই সময় ক্লাব কমিটির কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, নির্যাতিতা চিকিৎসকের মৃত্যুর সুবিচার না-পাওয়া পর্যন্ত তাঁরা প্রতিবাদ জারি রাখবেন ৷ প্রয়োজন হলে পরের বছরও উদ্যোক্তারা সরকারি অনুদান প্রত্যাখ্যান করতে দু'বার ভাববেন না বলে জানিয়েছিল ৷

Durga Puja 2024
পুজোর সরকারি অনুদান প্রত্যাখ্যানের পর রক্তদান শিবিরের আয়োজন বারাসতের পুজো উদ্যোক্তাদের ৷ (নিজস্ব চিত্র)

এবার আরও একধাপ এগিয়ে সুবিচার চেয়ে নির্যাতিতা চিকিৎসকের স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করে সাড়া ফেলে দিয়েছে সরোজিনী পল্লি উন্নয়ন সমিতি ৷ শুধু রক্তদান শিবির নয়, মহাষষ্ঠীর দিন পুজো উদ্যোক্তারা নির্যাতিতার স্মরণে বস্ত্র বিতরণ করবেন বলেও জানিয়েছেন ৷ এ-বছর তাঁদের পুজো 37 তম বর্ষে পা দিয়েছে ৷ প্রতিবার ধুমধাম করে পুজোর আয়োজন হলেও, এবার সমস্ত আড়ম্বর বাতিল করেছেন আয়োজকরা ৷

এই বিষয়ে ক্লাবের সহ-সম্পাদক সুশান্ত সাহা বলেন, "আরজি কর হাসপাতালে নৃশংস এই হত্যা-কাণ্ডের প্রায় দু'মাস হতে চলল ৷ এখনও প্রকৃত দোষীরা ধরা পড়েনি ৷ সরকার যে ভূমিকা নিয়েছে, তা সঠিক নয় ৷ কোথাও যেন সবকিছু আড়াল করার চেষ্টা চলছে ৷ সেকারণেই আমরা সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছিলাম ৷ আমাদের একটাই বার্তা, নির্যাতিতার পরিবার সুবিচার পাক ৷ তাই, মায়ের কাছে রক্তদান করে বিচার চাইছি আমরা ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.