নরেন্দ্রপুর, 4 ফেব্রুয়ারি: 4 দিন নিখোঁজ থাকার পর উদ্ধার ইঞ্জিনিয়ারিং ছাত্রের দেহ ৷ রবিবার সকালে নরেন্দ্রপুরে স্থানীয় একটি পুকুরে নিখোঁজ ছাত্র অপ্রতিম দাসের দেহ ভেসে ওঠে ৷ সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নরেন্দ্রপুরের ঢালিপাড়া এলাকায় ৷ মৃত ছাত্রের বাড়ি গড়িয়া মহামায়াতলা এলাকায় ৷ দেহ উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷ পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে নিয়ে আসা হয় ৷
পরিবারের অভিযোগ, অপ্রতিম গত 4 দিন ধরে নিখোঁজ ছিলেন ৷ 1 ফেব্রুয়ারি নরেন্দ্রপুর থানার ফরতাবাড়ের চড়কতলা এলাকার একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন ৷ তারপর থেকেই ওই পড়ুয়ার আর কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ পরিবারের তরফে নরেন্দ্রপুর থানায় নিখোঁজের অভিযোগ করা হয় ৷ কিন্তু, পুলিশ অপ্রতিমকে খোঁজার কোনও চেষ্টাই করেনি বলে অভিযোগ পরিবারের ৷ পরিবারের সদস্যরা নিজেদের মতো করে এলাকায় খোঁজখবর চালান ৷ কিন্তু, ওই ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার কোনও হদিশ তাঁরা পাননি ৷
পরিবারের অভিযোগ, পুলিশ গুরুত্ব দিয়ে খোঁজখবর করেনি ৷ রবিবার সকালে নরেন্দ্রপুর থানার ঢালিপাড়ায় একটি পুকুরে অপ্রতিমের দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা ৷ তারপর খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানায় ৷ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷ দেহ নিয়ে যেতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ ৷ সেই ঘটনাকে ঘিরে শুরু হয়ে যায় তুলকালাম ৷ পরে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় ৷
স্থানীয়দের দাবি, চারদিন আগে অপ্রতিম নিখোঁজ হয়েছেন ৷ কিন্তু পুলিশ তাঁকে খুঁজতে তেমন কোনও চেষ্টাই করেনি ৷ এলাকায় ভালো ছেলে বলে পরিচিত ছিলেন অপ্রতিম ৷ স্থানীয়দের আরও দাবি, পরিকল্পনা করেই খুন করা হয়েছে ওই ছাত্রকে ৷ ছাত্রের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷ ঘটনাটি খুন না দুর্ঘটনা, তা জানতে তদন্ত চলছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট না এলে, বিশেষ কিছু বলতে নারাজ পুলিশ ৷ কাদের সঙ্গে অপ্রতিম বিয়েবাড়ি গিয়েছিলেন, তা খোঁজখবর করে দেখা হচ্ছে ৷ প্রয়োজনে যাদের অনুষ্ঠান ছিল, তাদের সঙ্গেও কথা বলা হবে ৷ ওইদিন অপ্রতিমের সঙ্গে কারও কোনও গোলমাল হয়েছিল কি না, তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷
আরও পড়ুন: