ETV Bharat / state

বেদখল কয়েক কোটির সরকারি জমি, মুখ্যমন্ত্রীর নির্দেশে ময়দানে প্রশাসন - Government Lands Encroachment

Govt Land Occupied in Siliguri Sub Division: মুখ্যমন্ত্রীর ধমকের পরই দখল হওয়া সরকারি জমি উদ্ধারে তৎপর হল প্রশাসন ৷ তবে শিলিগুড়ি মহকুমায় দখল হওয়া সরকারি জমির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে ৷

Siliguri
সরকারি জমি পুনরুদ্ধারে বসানো হচ্ছে বোর্ড (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 28, 2024, 8:51 PM IST

দার্জিলিং, 28 জুন: শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকাতেই বেদখল 82 একর সরকারি জমি ! এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে জেলার ভূমি ও ভূমি সংস্কার বিভাগের তরফে ৷ শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকার ফাঁসিদেওয়া, খড়িবাড়ি ও নকশালবাড়ি ও মাটিগাড়া, এই চারটি ব্লকের মোট 82 একর জমি জবরদখল হয়ে গিয়েছে ।

শিলিগুড়িতে সরকারি জমি বেদখল নিয়ে নকশালবাড়ি ব্লকের বিএলআরওর বক্তব্য (নিজস্ব ভিডিয়ো)

বিষয়টি জানা মাত্র চাপে পড়ে শুক্রবার থেকে অভিযান চালিয়ে ওইসব জমিগুলি উদ্ধারে নামে প্রশাসন । পাশাপাশি প্রতিটি ব্লকে তিনজনের একটি কমিটি গঠন করা হয়েছে । ওই কমিটিতে বিএলআরও, স্থানীয় থানার ওসি ও ডিএলআরওকে রাখা হয়েছে । তবে সরকারি জমি হাতছাড়ার পরিমাণ যে এত হবে তা ধারণাই ছিল না প্রশাসনের । ওই জমির বর্তমান বাজারমূল্য প্রায় কয়েক কোটি টাকা ।

জানা গিয়েছে, মহকুমা এলাকার মধ্যে সবথেকে বেশি সরকারি জমি দখল হয়েছে নকশালবাড়ি ব্লকে । ওই ব্লকেই প্রায় 30 একর সরকারি জমি দখল হয়েছে । এরপর খড়িবাড়ি ব্লকে 19 একর, মাটিগাড়ায় 21 একর, ফাঁসিদেওয়া ব্লকে 12 একর জমি দখল হয়েছে ৷

শুক্রবার বাগডোগরা বিমানবন্দরের পিছনেই দক্ষিণ বাগডোগরা মৌজার ভুট্টাবাড়িতে প্রায় 2.57 একর জমি দখলমুক্ত করা হয় ৷ ভূমি দফতরের কর্মীরা জমিটিতে সাইনবোর্ড লাগিয়ে সরকারি মালিকাধীন বলে জানিয়ে দেন । জমিটি বাগডোগরা বিমানবন্দরের ঠিক পিছনেই হওয়ায় জমির বাজার মূল্য দিন দিন বাড়ছিল । সম্প্রতি জমি মাফিয়ারা নিজেরাই একটি রাস্তা বানিয়ে প্লটিং করে জমি বিক্রি করা শুরু করে দেয় । ফাঁকা এবং নির্জন জায়গায় বেশ কয়েকটি বড় বাড়িও নির্মাণ করা হয়েছিল ।

  • খুনের হুমকি দিয়ে জমি দখলের অভিযোগ, ফেরত চেয়ে বিক্ষোভ-অবরোধ

মুখ্যমন্ত্রী প্রত্যেক জেলায় সরকারি জমি উদ্ধারের নির্দেশ দিতেই ময়দানে নামে প্রশাসন । আর সেই মতো সার্ভে করলে প্রকাশ্যে আসে ওই তথ্য ৷ আর এদিন থেকেই সরকারি জমি চিহ্নিত করে সেখানে সরকারি বোর্ড লাগিয়ে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে ৷

এই বিষয়ে দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল বলেন, "শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকায় সরকারি জমি বেদখল হয়েছে । সেগুলো পুনরুদ্ধারের জন্য অভিযান শুরু হয়েছে । প্রত্যেক ব্লকে একটি কমিটি তৈরি করা হয়েছে । তারা ওই জমি চিহ্নিতকরণ ও উদ্ধারের কাজ করছে ।"

শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষের বক্তব্য, "মহকুমা পরিষদ এলাকায় প্রায় 82 একর সরকারি জমি দখল হয়ে গিয়েছে । সেগুলি প্রশাসনের সহযোগিতায় উদ্ধারের কাজ শুরু হয়েছে । কাউকে ছাড়া হবে না ।" নকশালবাড়ি ব্লকের বিএলআরও বিপ্লব হালদার বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই সরকারি জমিগুলো নিয়ে সার্ভে হয় । আর সেই মতো কিছু দখল হয়ে যাওয়া জমি উদ্ধারের কাজ শুরু হয়েছে । যাদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ থাকবে তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা হবে ।"

  • শাসক নেতার পর জমি কেলেঙ্কারিতে গ্রেফতার আরও 2, কাউকে রেয়াত নয়; বার্তা মমতার

দার্জিলিং, 28 জুন: শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকাতেই বেদখল 82 একর সরকারি জমি ! এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে জেলার ভূমি ও ভূমি সংস্কার বিভাগের তরফে ৷ শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকার ফাঁসিদেওয়া, খড়িবাড়ি ও নকশালবাড়ি ও মাটিগাড়া, এই চারটি ব্লকের মোট 82 একর জমি জবরদখল হয়ে গিয়েছে ।

শিলিগুড়িতে সরকারি জমি বেদখল নিয়ে নকশালবাড়ি ব্লকের বিএলআরওর বক্তব্য (নিজস্ব ভিডিয়ো)

বিষয়টি জানা মাত্র চাপে পড়ে শুক্রবার থেকে অভিযান চালিয়ে ওইসব জমিগুলি উদ্ধারে নামে প্রশাসন । পাশাপাশি প্রতিটি ব্লকে তিনজনের একটি কমিটি গঠন করা হয়েছে । ওই কমিটিতে বিএলআরও, স্থানীয় থানার ওসি ও ডিএলআরওকে রাখা হয়েছে । তবে সরকারি জমি হাতছাড়ার পরিমাণ যে এত হবে তা ধারণাই ছিল না প্রশাসনের । ওই জমির বর্তমান বাজারমূল্য প্রায় কয়েক কোটি টাকা ।

জানা গিয়েছে, মহকুমা এলাকার মধ্যে সবথেকে বেশি সরকারি জমি দখল হয়েছে নকশালবাড়ি ব্লকে । ওই ব্লকেই প্রায় 30 একর সরকারি জমি দখল হয়েছে । এরপর খড়িবাড়ি ব্লকে 19 একর, মাটিগাড়ায় 21 একর, ফাঁসিদেওয়া ব্লকে 12 একর জমি দখল হয়েছে ৷

শুক্রবার বাগডোগরা বিমানবন্দরের পিছনেই দক্ষিণ বাগডোগরা মৌজার ভুট্টাবাড়িতে প্রায় 2.57 একর জমি দখলমুক্ত করা হয় ৷ ভূমি দফতরের কর্মীরা জমিটিতে সাইনবোর্ড লাগিয়ে সরকারি মালিকাধীন বলে জানিয়ে দেন । জমিটি বাগডোগরা বিমানবন্দরের ঠিক পিছনেই হওয়ায় জমির বাজার মূল্য দিন দিন বাড়ছিল । সম্প্রতি জমি মাফিয়ারা নিজেরাই একটি রাস্তা বানিয়ে প্লটিং করে জমি বিক্রি করা শুরু করে দেয় । ফাঁকা এবং নির্জন জায়গায় বেশ কয়েকটি বড় বাড়িও নির্মাণ করা হয়েছিল ।

  • খুনের হুমকি দিয়ে জমি দখলের অভিযোগ, ফেরত চেয়ে বিক্ষোভ-অবরোধ

মুখ্যমন্ত্রী প্রত্যেক জেলায় সরকারি জমি উদ্ধারের নির্দেশ দিতেই ময়দানে নামে প্রশাসন । আর সেই মতো সার্ভে করলে প্রকাশ্যে আসে ওই তথ্য ৷ আর এদিন থেকেই সরকারি জমি চিহ্নিত করে সেখানে সরকারি বোর্ড লাগিয়ে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে ৷

এই বিষয়ে দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল বলেন, "শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকায় সরকারি জমি বেদখল হয়েছে । সেগুলো পুনরুদ্ধারের জন্য অভিযান শুরু হয়েছে । প্রত্যেক ব্লকে একটি কমিটি তৈরি করা হয়েছে । তারা ওই জমি চিহ্নিতকরণ ও উদ্ধারের কাজ করছে ।"

শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষের বক্তব্য, "মহকুমা পরিষদ এলাকায় প্রায় 82 একর সরকারি জমি দখল হয়ে গিয়েছে । সেগুলি প্রশাসনের সহযোগিতায় উদ্ধারের কাজ শুরু হয়েছে । কাউকে ছাড়া হবে না ।" নকশালবাড়ি ব্লকের বিএলআরও বিপ্লব হালদার বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই সরকারি জমিগুলো নিয়ে সার্ভে হয় । আর সেই মতো কিছু দখল হয়ে যাওয়া জমি উদ্ধারের কাজ শুরু হয়েছে । যাদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ থাকবে তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা হবে ।"

  • শাসক নেতার পর জমি কেলেঙ্কারিতে গ্রেফতার আরও 2, কাউকে রেয়াত নয়; বার্তা মমতার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.