ETV Bharat / state

লক্ষ্য শান্তিপূর্ণ নির্বাচন, পঞ্চম দফায় রাজ্যে আসছে আরও 37 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election: পঞ্চম দফায় বাড়ানো হলো কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা ৷ আগে ছিল 762 কোম্পানি, এবার তা বেড়ে হচ্ছে 799 কোম্পানি ৷

lok sabha election 2024
নির্বাচন সদন (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 17, 2024, 9:41 AM IST

কলকাতা, 17 মে: প্রথম চার দফার ভোট আপাত নির্বিঘ্নে কাটলেও কমিশন যে চিন্তায় তা একরকম স্পষ্ট ৷ চতুর্থ দফার ভোটে বিক্ষিপ্ত হিংসার ঘটনাও সামনে এসেছে ৷ আর তার জেরেই পঞ্চম দফায় বাড়ানো হলো কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা ! নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগে বাহিনী ছিল 762 কোম্পানি ৷ এবার থাকছে 799 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷

পঞ্চম দফা থেকে কার্যত ভোট দক্ষিণবঙ্গে ৷ কেন্দ্রের সংখ্য়াও বেশি ৷ এবার সেই অনুয়ায়ী বাড়তে চলেছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও। আগামী সোমবার অর্থাৎ 20 মে রাজ্যে পঞ্চম দফার নির্বাচন। নির্বাচন হবে সাতটি আসনে ৷ হাওড়া, হুগলি, উলুবেরিয়া, বনগাঁ, ব্যারাকপুর, শ্রীরামপুর ও আরামবাগে। আর তার আগেই বাড়তে চলেছে পঞ্চম দফার কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা ৷ এমনটাই খবর মিলেছে নির্বাচন কমিশন সূত্রে।

প্রথমে কথা ছিল যে পঞ্চম পর্বের নির্বাচনে 762 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে ৷ তবে সেই সংখ্যা এখন বেড়ে দাঁড়ালো 799 কোম্পানি। কারণ রাজ্যে আসছে আরও 37 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তাই এবার মোট সংখ্যা হয়ে দাড়ালো 799। সব চেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হচ্ছে হুগলিতে। মোট 181 কোম্পানি থাকবে হুগলিতে। কারণ কমিশনের নজরে রয়েছে ব্যারাকপুর, আরামবাগ এবং হুগলি।

প্রাথমিকভাবে ঠিক ছিল যে পঞ্চম পর্বের সময় রাজ্যে থাকবে 762 কোম্পানি ৷ কিন্তু ভোটের কাজে ব্যবহার করা হবে 613 কোম্পানি। তবে রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির বিচার করে আরও 37 কোম্পানিকে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ যারা পঞ্চম দফায় নির্বাচনের কাজে ব্যবহৃত হবে। এই 37 সংখ্যার মধ্যে 20 কোম্পানি আসছে মণিপুর থেকে, 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং মধ্যপ্রদেশ থেকে আসছে 17 কোম্পানি। প্রসঙ্গত পঞ্চম দফায় মোট 567 সেকশন কিউআরটি থাকবে বলে খবর কমিশন সূত্রে।

পঞ্চম দফায় কেন্দ্রীয় বাহিনীর বিন্যাস:

  • বারাসত পুলিশ জেলা: 21 কোম্পানি বাহিনী
  • ব্যারাকপুর পুলিশ কমিশনারেট: 65 কোম্পানি বাহিনী
  • বসিরহাট পুলিশ জেলা: 18 কোম্পানি বাহিনী
  • বনগাঁ পুলিশ জেলা: 55 কোম্পানি বাহিনী
  • চন্দননগর পুলিশ কমিশনারেট: 64 কোম্পানি বাহিনী
  • হুগলি গ্রামীণ: 181 কোম্পানি বাহিনী
  • হাওড়া পুলিশ কমিশনারেট: 81 কোম্পানি বাহিনী
  • হাওড়া গ্রামীণ: 111 কোম্পানি বাহিনী
  • পশ্চিম মেদিনীপুর: 24 কোম্পানি বাহিনী
  • রানাঘাট: 30 কোম্পানি বাহিনী।

কমিশন সূত্রে জানা গিয়েছে, হুগলিতে 85 শতাংশ এবং আরামবাগে 87 শতাংশ বুথ স্পর্শকাতর। মূলত সেই কারণেই পঞ্চম দফা ভোটের আগে বাড়ানো হল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা।

আরও পড়ুন

কলকাতা, 17 মে: প্রথম চার দফার ভোট আপাত নির্বিঘ্নে কাটলেও কমিশন যে চিন্তায় তা একরকম স্পষ্ট ৷ চতুর্থ দফার ভোটে বিক্ষিপ্ত হিংসার ঘটনাও সামনে এসেছে ৷ আর তার জেরেই পঞ্চম দফায় বাড়ানো হলো কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা ! নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগে বাহিনী ছিল 762 কোম্পানি ৷ এবার থাকছে 799 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷

পঞ্চম দফা থেকে কার্যত ভোট দক্ষিণবঙ্গে ৷ কেন্দ্রের সংখ্য়াও বেশি ৷ এবার সেই অনুয়ায়ী বাড়তে চলেছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও। আগামী সোমবার অর্থাৎ 20 মে রাজ্যে পঞ্চম দফার নির্বাচন। নির্বাচন হবে সাতটি আসনে ৷ হাওড়া, হুগলি, উলুবেরিয়া, বনগাঁ, ব্যারাকপুর, শ্রীরামপুর ও আরামবাগে। আর তার আগেই বাড়তে চলেছে পঞ্চম দফার কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা ৷ এমনটাই খবর মিলেছে নির্বাচন কমিশন সূত্রে।

প্রথমে কথা ছিল যে পঞ্চম পর্বের নির্বাচনে 762 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে ৷ তবে সেই সংখ্যা এখন বেড়ে দাঁড়ালো 799 কোম্পানি। কারণ রাজ্যে আসছে আরও 37 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তাই এবার মোট সংখ্যা হয়ে দাড়ালো 799। সব চেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হচ্ছে হুগলিতে। মোট 181 কোম্পানি থাকবে হুগলিতে। কারণ কমিশনের নজরে রয়েছে ব্যারাকপুর, আরামবাগ এবং হুগলি।

প্রাথমিকভাবে ঠিক ছিল যে পঞ্চম পর্বের সময় রাজ্যে থাকবে 762 কোম্পানি ৷ কিন্তু ভোটের কাজে ব্যবহার করা হবে 613 কোম্পানি। তবে রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির বিচার করে আরও 37 কোম্পানিকে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ যারা পঞ্চম দফায় নির্বাচনের কাজে ব্যবহৃত হবে। এই 37 সংখ্যার মধ্যে 20 কোম্পানি আসছে মণিপুর থেকে, 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং মধ্যপ্রদেশ থেকে আসছে 17 কোম্পানি। প্রসঙ্গত পঞ্চম দফায় মোট 567 সেকশন কিউআরটি থাকবে বলে খবর কমিশন সূত্রে।

পঞ্চম দফায় কেন্দ্রীয় বাহিনীর বিন্যাস:

  • বারাসত পুলিশ জেলা: 21 কোম্পানি বাহিনী
  • ব্যারাকপুর পুলিশ কমিশনারেট: 65 কোম্পানি বাহিনী
  • বসিরহাট পুলিশ জেলা: 18 কোম্পানি বাহিনী
  • বনগাঁ পুলিশ জেলা: 55 কোম্পানি বাহিনী
  • চন্দননগর পুলিশ কমিশনারেট: 64 কোম্পানি বাহিনী
  • হুগলি গ্রামীণ: 181 কোম্পানি বাহিনী
  • হাওড়া পুলিশ কমিশনারেট: 81 কোম্পানি বাহিনী
  • হাওড়া গ্রামীণ: 111 কোম্পানি বাহিনী
  • পশ্চিম মেদিনীপুর: 24 কোম্পানি বাহিনী
  • রানাঘাট: 30 কোম্পানি বাহিনী।

কমিশন সূত্রে জানা গিয়েছে, হুগলিতে 85 শতাংশ এবং আরামবাগে 87 শতাংশ বুথ স্পর্শকাতর। মূলত সেই কারণেই পঞ্চম দফা ভোটের আগে বাড়ানো হল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.