ETV Bharat / state

রেশন দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা ঋতুপর্ণা সেনগুপ্তর - Rituparna Sengupta at ED Office - RITUPARNA SENGUPTA AT ED OFFICE

Rituparna Sengupta at ED Office: রেশন দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ 5 জুন তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল ৷ কিন্তু, সেই সময় অভিনেত্রী হাজিরা দেননি ৷ আজ দুপুরে আইনজীবীকে সঙ্গে নিয়ে হাজিরা দিয়েছেন তিনি ৷

RITUPARNA SENGUPTA AT ED OFFICE
রেশন দুর্নীতি মামলায় ইডি অফিসে হাজিরা ঋতুপর্ণা সেনগুপ্তর ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 19, 2024, 1:34 PM IST

Updated : Jun 19, 2024, 2:28 PM IST

সল্টলেক, 19 জুন: রেশন দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হয়েছিল ৷ আজ বেলা 12টা 45 মিনিটে সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে আইনজীবীকে সঙ্গে নিয়ে ঢোকেন টলি-তারকা ৷ অবশ্য তার বেশ কয়েকঘণ্টা আগেই ঋতুপর্ণার হিসাবরক্ষক সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছিলেন ৷ তাঁর সঙ্গে অভিনেত্রীর ব্যাংক-সহ লেনদেন সংক্রান্ত হিসেবে নানান গুরুত্বপূর্ণ নথি ছিল ৷

ইডি দফতরে ঋতুপর্ণা সেনগুপ্ত (ইটিভি ভারত)

উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় ধৃত তথা অভিযুক্তদের কয়েকজনের সঙ্গে টলিপাড়ার তারকা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর আর্থিক লেনদেনের তথ্য ইডি’র হাতে আসে ৷ সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গত 5 জুন তাঁকে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল ৷ কিন্তু, সেই সময় অভিনেত্রী হাজিরা দেননি ৷ আইনজীবী মারফত জানিয়েছিলেন, তিনি মায়ামিতে আছেন ৷ তাই ইডির তলবে হাজিরা দিতে পারছেন না ৷ তবে, সাতদিনের সময় চেয়ে নিয়েছিলেন তিনি ৷ জানিয়ে ছিলেন, দেশে ফিরেই ইডি দফতরে হাজিরা দেবেন ৷

সেই মতো আজ সকালে প্রথমে ঋতুপর্ণার হিসাবরক্ষক ইডি দফতরে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পৌঁছে যান ৷ তার কয়েকঘণ্টার মধ্যে ঋতুপর্ণা আইনজীবীকে সঙ্গে নিয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছান ৷ তবে, কেন তাঁকে তলব করা হয়েছে ? ভিতরে যাওয়া আগে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, "আগে যাই ৷ বেরিয়ে এসে কথা বলব ৷" ইডি সূত্রে খবর রেশন দুর্নীতি মামলায় আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে ঋতুপর্ণা সেনগুপ্তের যোগ পাওয়া গিয়েছে ৷

প্রশ্ন হল, কীসের যোগ ? ইডি সূত্রে জানা গিয়েছে, রেশন দুর্নীতি-কাণ্ডে অভিযুক্ত বেশ কয়েকজন প্রভাবশালীর সঙ্গে টলি-তারকার ব্যাংক লেনদেন হয়েছে ৷ সেই আর্থিক লেনদেনগুলি কেন হয়েছিল ? রেশন দুর্নীতির সঙ্গে তিনি কোনওভাবে জড়িত কিনা ? এমন নানান প্রশ্ন অভিনেত্রীকে করা হতে পারে ৷ এক্ষেত্রে প্রভাবশালী সেই ব্যক্তিদের ছবি ও আর্থিক লেনদেনের নথি ঋতুপর্ণার সামনে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে ৷ তবে, ইডির একটি সূত্রের খবর, ঋতুপর্ণা সেনগুপ্ত এই মুহূর্তে অভিযুক্তের তালিকায় নেই ৷ তাঁকে মূলত সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা হবে ৷ তবে, ভবিষ্যতে সেরকম কোনও তথ্য ইডি’র হাতে এলে, পরিস্থিতি বদলাতেও পারে ৷

উল্লেখ্য, পৌরসভার নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে ইডি-র হাতে রেশন দুর্নীতির তথ্যপ্রমাণ আসে ৷ সেই মতো আদালতের নির্দেশে আলাদাভাবে এর তদন্ত শুরু করে ইডি ৷ সেই সূত্রে ইডি-র হাতে প্রথম গ্রেফতার হন উত্তর 24 পরগনার ব্যবসায়ী বাকিবুর রহমান ৷ পরবর্তীতে সেই বাকিবুরের সূত্রে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ বর্তমানে তাঁরা দু’জনেই বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন ৷ আর জ্যোতিপ্রিয়র সূত্রে নাম উঠে আসে সন্দেশখালির একসময়ের ত্রাস শেখ শাহজাহানের ৷ যার বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে গত 5 জানুয়ারি আক্রান্ত হয়েছিলেন ইডি’র আধিকারিকরা ৷

সল্টলেক, 19 জুন: রেশন দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হয়েছিল ৷ আজ বেলা 12টা 45 মিনিটে সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে আইনজীবীকে সঙ্গে নিয়ে ঢোকেন টলি-তারকা ৷ অবশ্য তার বেশ কয়েকঘণ্টা আগেই ঋতুপর্ণার হিসাবরক্ষক সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছিলেন ৷ তাঁর সঙ্গে অভিনেত্রীর ব্যাংক-সহ লেনদেন সংক্রান্ত হিসেবে নানান গুরুত্বপূর্ণ নথি ছিল ৷

ইডি দফতরে ঋতুপর্ণা সেনগুপ্ত (ইটিভি ভারত)

উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় ধৃত তথা অভিযুক্তদের কয়েকজনের সঙ্গে টলিপাড়ার তারকা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর আর্থিক লেনদেনের তথ্য ইডি’র হাতে আসে ৷ সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গত 5 জুন তাঁকে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল ৷ কিন্তু, সেই সময় অভিনেত্রী হাজিরা দেননি ৷ আইনজীবী মারফত জানিয়েছিলেন, তিনি মায়ামিতে আছেন ৷ তাই ইডির তলবে হাজিরা দিতে পারছেন না ৷ তবে, সাতদিনের সময় চেয়ে নিয়েছিলেন তিনি ৷ জানিয়ে ছিলেন, দেশে ফিরেই ইডি দফতরে হাজিরা দেবেন ৷

সেই মতো আজ সকালে প্রথমে ঋতুপর্ণার হিসাবরক্ষক ইডি দফতরে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পৌঁছে যান ৷ তার কয়েকঘণ্টার মধ্যে ঋতুপর্ণা আইনজীবীকে সঙ্গে নিয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছান ৷ তবে, কেন তাঁকে তলব করা হয়েছে ? ভিতরে যাওয়া আগে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, "আগে যাই ৷ বেরিয়ে এসে কথা বলব ৷" ইডি সূত্রে খবর রেশন দুর্নীতি মামলায় আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে ঋতুপর্ণা সেনগুপ্তের যোগ পাওয়া গিয়েছে ৷

প্রশ্ন হল, কীসের যোগ ? ইডি সূত্রে জানা গিয়েছে, রেশন দুর্নীতি-কাণ্ডে অভিযুক্ত বেশ কয়েকজন প্রভাবশালীর সঙ্গে টলি-তারকার ব্যাংক লেনদেন হয়েছে ৷ সেই আর্থিক লেনদেনগুলি কেন হয়েছিল ? রেশন দুর্নীতির সঙ্গে তিনি কোনওভাবে জড়িত কিনা ? এমন নানান প্রশ্ন অভিনেত্রীকে করা হতে পারে ৷ এক্ষেত্রে প্রভাবশালী সেই ব্যক্তিদের ছবি ও আর্থিক লেনদেনের নথি ঋতুপর্ণার সামনে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে ৷ তবে, ইডির একটি সূত্রের খবর, ঋতুপর্ণা সেনগুপ্ত এই মুহূর্তে অভিযুক্তের তালিকায় নেই ৷ তাঁকে মূলত সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা হবে ৷ তবে, ভবিষ্যতে সেরকম কোনও তথ্য ইডি’র হাতে এলে, পরিস্থিতি বদলাতেও পারে ৷

উল্লেখ্য, পৌরসভার নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে ইডি-র হাতে রেশন দুর্নীতির তথ্যপ্রমাণ আসে ৷ সেই মতো আদালতের নির্দেশে আলাদাভাবে এর তদন্ত শুরু করে ইডি ৷ সেই সূত্রে ইডি-র হাতে প্রথম গ্রেফতার হন উত্তর 24 পরগনার ব্যবসায়ী বাকিবুর রহমান ৷ পরবর্তীতে সেই বাকিবুরের সূত্রে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ বর্তমানে তাঁরা দু’জনেই বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন ৷ আর জ্যোতিপ্রিয়র সূত্রে নাম উঠে আসে সন্দেশখালির একসময়ের ত্রাস শেখ শাহজাহানের ৷ যার বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে গত 5 জানুয়ারি আক্রান্ত হয়েছিলেন ইডি’র আধিকারিকরা ৷

Last Updated : Jun 19, 2024, 2:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.