ETV Bharat / state

'পুলিশের লাঠি নেত্রীর দিকে ঘুরলেই পরিবর্তন আসবে', মমতাকে তোপ পাপিয়ার - RG Kar Doctor Rape And Murder

Artist Forum Protest on RG Kar Case: দু'সপ্তাহ কেটে যাওয়ার পরও আরজি কর কাণ্ডে এখনও বিচার হয়নি ৷ তবে সাধারণ মানুষের প্রতিবাদ ক্রমশ জোরালো হচ্ছে ৷ এবার আর্টিস্ট ফোরামের গণ অবস্থানে এসে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2024, 10:14 PM IST

Papiya Adhikari
মমতাকে তোপ পাপিয়া অধিকারীর (ইটিভি ভারত)

কলকাতা, 25 অগস্ট: "পুলিশও আজ বিরক্ত ৷ এই পুলিশের লাঠিগুলি যেদিন নেত্রীর দিকে ঘুরবে সেদিনই পরিবর্তন আসবে ৷" আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে এমনটাই বললেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী ৷

পাপিয়া অধিকারীর বক্তব্য (ইটিভি ভারত)

আরজি কর কাণ্ডের প্রতিবাদে আর্টিস্ট ফোরামের ডাকা গণ অবস্থানে হাজির হন টলিউডের বিশিষ্টরা ৷ বাকিদের সঙ্গে সেই মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী পাপিয়া অধিকারীও ৷ সেখানেই মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ান তিনি ৷ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, "উনি বলেছিলেন অনুব্রতর মাথায় নাকি অক্সিজেন কমে যায়। আমার মনে হয় সেই অক্সিজেনটা ওঁর মাথায় ঢুকেছে । এফ আই আর হল মেয়েটির দেহটা জ্বালিয়ে দেওয়ার পরে ! আর এখন বলছেন বিচারের এত দেরি কেন ! এর থেকে আশ্চর্যের কিছু হতে পারে না ।"

তিনি প্রশ্ন তোলেন, "নবান্ন অভিযানের আগের দিন কেন পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়?" তাঁর দাবি মুখ্যমন্ত্রীর পদে থাকার কোনও রকম অধিকার নেই মমতার ৷ পাশাপাশি, এদিন তাঁর উপরে হওয়া আক্রমণের জন্য ফের একবার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন এই বিজেপি নেত্রী ৷

গত 9 অগস্ট আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় কেটে গিয়েছে প্রায় দু'সপ্তাহ ৷ ইতিমধ্যে নৃশংস সেই ঘটনার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ৷ কিন্তু অপরাধীরা এখনও নাগালের বাইরে ৷ তদন্তের গতি বাড়াতে এবং অপরাধীর শাস্তির দাবিতে সাধারণ মানুষের প্রতিবাদ ক্রমশ জোরালো হচ্ছে ৷ 'ন্যায় প্রত্যাশী' হয়ে উঠেছে সাধারণ মানুষ ৷

কলকাতা, 25 অগস্ট: "পুলিশও আজ বিরক্ত ৷ এই পুলিশের লাঠিগুলি যেদিন নেত্রীর দিকে ঘুরবে সেদিনই পরিবর্তন আসবে ৷" আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে এমনটাই বললেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী ৷

পাপিয়া অধিকারীর বক্তব্য (ইটিভি ভারত)

আরজি কর কাণ্ডের প্রতিবাদে আর্টিস্ট ফোরামের ডাকা গণ অবস্থানে হাজির হন টলিউডের বিশিষ্টরা ৷ বাকিদের সঙ্গে সেই মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী পাপিয়া অধিকারীও ৷ সেখানেই মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ান তিনি ৷ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, "উনি বলেছিলেন অনুব্রতর মাথায় নাকি অক্সিজেন কমে যায়। আমার মনে হয় সেই অক্সিজেনটা ওঁর মাথায় ঢুকেছে । এফ আই আর হল মেয়েটির দেহটা জ্বালিয়ে দেওয়ার পরে ! আর এখন বলছেন বিচারের এত দেরি কেন ! এর থেকে আশ্চর্যের কিছু হতে পারে না ।"

তিনি প্রশ্ন তোলেন, "নবান্ন অভিযানের আগের দিন কেন পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়?" তাঁর দাবি মুখ্যমন্ত্রীর পদে থাকার কোনও রকম অধিকার নেই মমতার ৷ পাশাপাশি, এদিন তাঁর উপরে হওয়া আক্রমণের জন্য ফের একবার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন এই বিজেপি নেত্রী ৷

গত 9 অগস্ট আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় কেটে গিয়েছে প্রায় দু'সপ্তাহ ৷ ইতিমধ্যে নৃশংস সেই ঘটনার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ৷ কিন্তু অপরাধীরা এখনও নাগালের বাইরে ৷ তদন্তের গতি বাড়াতে এবং অপরাধীর শাস্তির দাবিতে সাধারণ মানুষের প্রতিবাদ ক্রমশ জোরালো হচ্ছে ৷ 'ন্যায় প্রত্যাশী' হয়ে উঠেছে সাধারণ মানুষ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.