শিলিগুড়ি, 30 মে: দীর্ঘ 15 দিন পর অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মহিলা গবেষকের অস্বাভাবিক মৃত্যু ঘটনায় মূল অভিযুক্ত অধ্যাপক সিদ্ধার্থশঙ্কর লাহা । বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অসমের বাগুয়ান জেলার গোয়ালপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাটিগাড়া থানার পুলিশ ।
সেখানে নিজের এক বন্ধুর বাড়িতে গা ঢাকা দিয়ে ছিলেন অভিযুক্ত অধ্যাপক । ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন । এই বিষয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর বলেন, "ঘটনায় মূল অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করা হয়েছে । কীভাবে ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে ।"
মহিলা গবেষকের মৃত্যুতে নাম জুড়ল বিভাগীয় প্রধানের, বিক্ষোভে উত্তপ্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়
প্রসঙ্গত, 16 মে মাটিগাড়া সংলগ্ন শিবমন্দির এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সোশিওলজি বিভাগের মহিলা গবেষক ববিতা দত্তের মৃতদেহ । ওই ঘটনার পর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। পাশাপাশি মৃত ববিতা দত্তের পরিবারের তরফে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ করা হয়।
অভিযোগে জানানো হয়, ববিতা দত্তের মৃত্যুর জন্য দায়ী বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপক তথা সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধান সিদ্ধার্থশঙ্কর লাহা । তিনি ওই গবেষিকাকে তাঁর গবেষণায় সাহায্য করার নামে প্রেমের ফাঁদে ফেলেছিলেন । এমনকী যেদিন ওই গবেষিকার দেহ উদ্ধার হয় ওইদিনই অধ্যাপককে তাঁর ঘর থেকে বের হতে দেখা যায় । এইসব তথ্য পাওয়ার পর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে পুলিশ জানতে পারে অভিযুক্ত অসমে গা ঢাকা দিয়ে রয়েছেন। এরপরই মাটিগাড়া থানার পুলিশ অসমের বাগুয়ান পুলিশের সহযোগিতায় ঘটনার ধৃতকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ ।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে মহিলা গবেষকের মৃত্যুতে ধর্মঘট এবিভিপি'র