কলকাতা, 21 জানুয়ারি: শীতের রবিবারসীয় সকালে হাফ ম্যারাথনের আয়োজন করল কলকাতা পুলিশ । আর তাতে অংশ নিতে দেখা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এ দিন কলকাতা পুলিশের সঙ্গে প্রায় 10 কিলোমিটারের দৌড়লেন সাংসদ। তাঁর পরনে ছিল কালো টিশার্ট ও সাদা প্যান্ট ৷
আজ সকালে রেড রোড থেকে সেফ ড্রাইভ সেভ লাইফের অংশ হিসাবে হাফ ম্যারাথন শুরু হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার নগরপাল বিনীত গোয়েল-সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা । আর পুলিশের এই সচেতনতা প্রচারের অংশ হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । এই হাফ ম্যারথনে তিনটি ক্যাটাগরি ছিল। সেগুলি হল- 21 কিলোমিটার, 10 কিলোমিটার এবং 5 কিলোমিটার । যে কোনও ব্যক্তি এই তিনটি ক্যাটাগরির মধ্যে একটিতে নাম লেখাতে পারতে । তাই এর মধ্যে 10 কিলোমিটারের প্রতিযোগিতায় অংশ নিলেন তিনি ।
রবিবার এই ম্যারাথনের যোগ দেওয়ার ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় । সঙ্গে তিনি লিখেছেন, "একটি সতেজ সকালে পুনরুজ্জীবিত বোধ করছি। কলকাতা পুলিশের সেফ ড্রাইভ সেভ লাইফ ম্যারাথনে অংশগ্রহণ করা ছিল আনন্দদায়ক । স্বাস্থ্যকর সকালের রুটিন মেনে চলা প্রাণবন্ত জীবনধারার ভিত্তি ৷ পথ নিরাপত্তার মহৎ কাজে অবদান রাখতে পেরে আমি ভীষণ আনন্দিত হয়েছি ।"
তবে এই হাফ ম্যারাথনের অনুষ্ঠানের মাঝেই আজ ঘটে যায় বিপত্তি ৷ দৌড় শুরু হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে বাঁশের তোরণ আচমকা ভেঙে পড়ে কলকাতা পুলিশের এক অতিরিক্ত নগরপাল মুরলীধর শর্মার মাথার উপর । ঘটনায় গুরুতরভাবে মাথায় চোট পান তিনি ৷ সেখানে থাকা অ্যাম্বুলেন্সে করে তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে ৷ সেখানেই বর্তমানে চিকিৎসা চলছে কলকাতা পুলিশের এই অতিরিক্ত নগরপালের ৷
আরও পড়ুন: