ETV Bharat / state

সন্দেশখালির ঘটনা অনভিপ্রেত, না হলেই ভালো হত: অভিষেক - Abhishek on Shahjahan

Abhishek Banerjee: দক্ষিণ 24 পরগনায় নিজের লোকসভা কেন্দ্রে রিভিউ মিটিং করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বৈঠক শেষে মন্তব্য করলেন সন্দেশখালিকাণ্ড ও নীতীশ কুমারকে নিয়ে ৷

ETV Bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শেখ শাহজাহান
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 29, 2024, 9:37 PM IST

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

ডায়মন্ড হারবার, 29 জানুয়ারি: লোকসভা নির্বাচনের আগে সোমবার নিজের কেন্দ্রে শেষ প্রশাসনিক রিভিউ মিটিং করলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । সোমবার বিকেলে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর বিধানসভার অন্তর্গত আমতলায় একটি নবনির্মিত প্রেক্ষাগৃহ উদ্বোধন করেন ডায়মন্ড হারবারের সাংসদ। এটি তৈরিতে খরচ হয়েছে প্রায় 25 কোটি 60 লক্ষ টাকা। এই প্রেক্ষাগৃহেই জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে রিভিউ মিটিং করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

এর পাশাপাশি তিনি এদিন মুখ খোলেন সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় অভিযুক্ত শেখ শাহজাহানের বিষয়ে ৷ ঘটনার পর প্রায় এক মাস হতে চলল তবু সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা এখনও 'ফেরার' ৷ শাহজাহান প্রসঙ্গে অভিষেক বলেন, "ঘটনার দিন তো আমি শুধু গ্রামবাসীদেরই দেখেছি সেখানে ৷ শাহজাহানকে তো দেখিনি ৷ তবে সেদিনের ঘটনা অনভিপ্রেত ৷ এমনটা না হলেই ভালো হত ৷"

নীতীশের এনডিএ জোটে ফিরে যাওয়া প্রসঙ্গে অভিষেকের বক্তব্য, "উনি আমার থেকে অনেক সিনিয়র ৷ যদি তিনি বিজেপির সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেন তাহলে আমি কী বলব । কিন্তু রাজনীতিতে বিশ্বাসযোগ্যতা গুরুত্বপূর্ণ । আমি তাঁকে নিয়ে খারাপ কথা বলতে চাই না । প্রতি ছয় মাসে সরকার বদলায় । এটা আমাদের বিহারের মানুষের উপর ছেড়ে দেওয়াই ভালো । এটা তাদের বিচার । আমি নীতীশ কুমারকে শেখানোর কেউ নই ।"

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "যে কেউ আসতে পারে আমার সঙ্গে লড়তে ৷ আমি তাকে স্বাগত জানাব । আমার বিরুদ্ধে যদি সিবিআই বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি কোনও দুর্নীতির প্রমাণ জনসমক্ষে আনতে পারে তাহলে ফাঁসির মঞ্চে আমি স্বেচ্ছায় মৃত্যুবরণ করব। আমি সত্যি কথা স্পষ্টভাবে বলতে ভালোবাসি ৷ এতে কারও ভালো লাগতে পারে আবার কারও খারাপ লাগতে পারে।"

আরও পড়ুন :

  1. সন্দেশখালিকাণ্ডের 'নায়ক' শাহজাহান কোথায় ? জানেন কারামন্ত্রী
  2. পলাতক নন, শাহজাহান আছেন সন্দেশখালিতেই ! চাঞ্চল‍্যকর দাবি তৃণমূল বিধায়কের
  3. শাহজাহান গ্রেফতার হবেই, এটা দায়বদ্ধতা; মন্তব্য রাজ্যপালের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

ডায়মন্ড হারবার, 29 জানুয়ারি: লোকসভা নির্বাচনের আগে সোমবার নিজের কেন্দ্রে শেষ প্রশাসনিক রিভিউ মিটিং করলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । সোমবার বিকেলে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর বিধানসভার অন্তর্গত আমতলায় একটি নবনির্মিত প্রেক্ষাগৃহ উদ্বোধন করেন ডায়মন্ড হারবারের সাংসদ। এটি তৈরিতে খরচ হয়েছে প্রায় 25 কোটি 60 লক্ষ টাকা। এই প্রেক্ষাগৃহেই জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে রিভিউ মিটিং করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

এর পাশাপাশি তিনি এদিন মুখ খোলেন সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় অভিযুক্ত শেখ শাহজাহানের বিষয়ে ৷ ঘটনার পর প্রায় এক মাস হতে চলল তবু সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা এখনও 'ফেরার' ৷ শাহজাহান প্রসঙ্গে অভিষেক বলেন, "ঘটনার দিন তো আমি শুধু গ্রামবাসীদেরই দেখেছি সেখানে ৷ শাহজাহানকে তো দেখিনি ৷ তবে সেদিনের ঘটনা অনভিপ্রেত ৷ এমনটা না হলেই ভালো হত ৷"

নীতীশের এনডিএ জোটে ফিরে যাওয়া প্রসঙ্গে অভিষেকের বক্তব্য, "উনি আমার থেকে অনেক সিনিয়র ৷ যদি তিনি বিজেপির সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেন তাহলে আমি কী বলব । কিন্তু রাজনীতিতে বিশ্বাসযোগ্যতা গুরুত্বপূর্ণ । আমি তাঁকে নিয়ে খারাপ কথা বলতে চাই না । প্রতি ছয় মাসে সরকার বদলায় । এটা আমাদের বিহারের মানুষের উপর ছেড়ে দেওয়াই ভালো । এটা তাদের বিচার । আমি নীতীশ কুমারকে শেখানোর কেউ নই ।"

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "যে কেউ আসতে পারে আমার সঙ্গে লড়তে ৷ আমি তাকে স্বাগত জানাব । আমার বিরুদ্ধে যদি সিবিআই বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি কোনও দুর্নীতির প্রমাণ জনসমক্ষে আনতে পারে তাহলে ফাঁসির মঞ্চে আমি স্বেচ্ছায় মৃত্যুবরণ করব। আমি সত্যি কথা স্পষ্টভাবে বলতে ভালোবাসি ৷ এতে কারও ভালো লাগতে পারে আবার কারও খারাপ লাগতে পারে।"

আরও পড়ুন :

  1. সন্দেশখালিকাণ্ডের 'নায়ক' শাহজাহান কোথায় ? জানেন কারামন্ত্রী
  2. পলাতক নন, শাহজাহান আছেন সন্দেশখালিতেই ! চাঞ্চল‍্যকর দাবি তৃণমূল বিধায়কের
  3. শাহজাহান গ্রেফতার হবেই, এটা দায়বদ্ধতা; মন্তব্য রাজ্যপালের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.