ETV Bharat / state

শ্রী শ্রী হরিচাঁদ-গুরুচাঁদের নাম নেওয়ায় মমতাবালার শপথ গ্রহণ বাতিল, ঝাঁঝালো আক্রমণ অভিষেকের - LOK SABHA ELECTION 2024

Abhishek Banerjee at Raj Bhavan: একাধিক দাবিদাওয়া নিয়ে বুধবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ মালা রায়, মন্ত্রী ফিরহাদ হাকিম-সহ প্রথম সারির তৃণমূল নেতারা ৷ রাজভবনের বাইরে একাধিক অভিযোগ নিয়ে সরব হন অভিষেক ৷

Etv Bharat
রাজভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 10, 2024, 10:12 PM IST

Updated : Apr 11, 2024, 6:05 AM IST

কলকাতা ও নয়াদিল্লি, 10 এপ্রিল: শ্রী হরিচাঁদ ও শ্রী গুরুচাঁদের নামে সাংসদ পদে শপথ নিতে চেয়েছিলেন তৃণমূলের মমতাবালা ঠাকুর। কিন্তু অনুমতি দেননি রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। দিল্লিতে এই নিয়ে সরব হয়েছিলেন মমতাবালা। এবার রাজভবন থেকে বেরিয়ে এই বিষয় নিয়েই সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রাজ ভবনের সামনে দাঁড়িয়ে অভিষেক বলেন, "এদিন মমতা বালা ঠাকুরের রাজ্যসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। সেখানে তিনি হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়েছেন বলে মাঝপথে শপথ গ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে। ভাবতে পারছেন দেশে কী চলছে! ঈশ্বরের জায়গায় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়েছিলেন উনি। এঁরাও তো ঈশ্বর।"

এরপর অভিষেক জানান, মতুয়া ভাইরা বিজেপিকে এক বুক আশা-আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছিলেন ৷ তাঁদের ধর্মের প্রসার ঘটিয়ে, ন্যায্য দাবিগুলি আগামিদিনে বাস্তবায়িত করা হবে ৷ এটাই ছিল তাঁদের আশা ৷ কিন্তু আরাধ্য দেবতা শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের নাম নেওয়ায় মমতাবালা ঠাকুরের শপথ গ্রহণ অনুষ্ঠান জগদীপ ধনকর বাতিল করে দিয়েছেন।

জগদীপ ধনকড় দেশের উপরাষ্ট্রপতি আর বাংলার প্রাক্তন রাজ্যপাল। তিনি মমতা বালা ঠাকুরের শপথ গ্রহণ অনুষ্ঠান মাঝপথে থামিয়ে দিয়েছেন। অভিষেক বলেন, "এই জগদীপ ধনকড় ধারাবাহিকভাবে বাংলার বিরোধিতা করেছিলেন বলেই বড় পদ পেয়েছেন। এই কারণেই আমরা বিজেপিকে বাংলা-বিরোধী বলি। বিজেপি শুধু আপনার ভোট চাইছে না। বিজেপি আপনাকে নিয়ন্ত্রণ করতে চাইছে। আর যদি তা না-পারে তাহলে আপনার সব বন্ধ।"

উল্লেখ্য, বেশ কিছু দাবিদাওয়া নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যা-সহ প্রথম সারির তৃণমূল নেতারা ৷ দুদিন আগেও রাজ্যের সাংবিধানিক প্রধানের সঙ্গে দেখা করেছিলেন অভিষেকরা ৷ এদিন ফের রাজভবনে গেল তৃণমূল ৷ সাক্ষাৎ শেষে একাধিক প্রশ্নে বিজেপি থেকে শুরু করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

আরও পড়ুন

1. জলপাইগুড়িতে বাড়ি তৈরির অনুমতি দেয়নি কমিশন, দাবি অভিষেকের

2. নোটবইতে মুখ্যমন্ত্রীর ছবি, মমতার বিরুদ্ধে কমিশনে তৃতীয় বিধিভঙ্গের অভিযোগ বিজেপির

3. পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইকে তদন্তের নির্দেশ হাইকোর্টের, ডিভিশন বেঞ্চে রাজ্য

কলকাতা ও নয়াদিল্লি, 10 এপ্রিল: শ্রী হরিচাঁদ ও শ্রী গুরুচাঁদের নামে সাংসদ পদে শপথ নিতে চেয়েছিলেন তৃণমূলের মমতাবালা ঠাকুর। কিন্তু অনুমতি দেননি রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। দিল্লিতে এই নিয়ে সরব হয়েছিলেন মমতাবালা। এবার রাজভবন থেকে বেরিয়ে এই বিষয় নিয়েই সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রাজ ভবনের সামনে দাঁড়িয়ে অভিষেক বলেন, "এদিন মমতা বালা ঠাকুরের রাজ্যসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। সেখানে তিনি হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়েছেন বলে মাঝপথে শপথ গ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে। ভাবতে পারছেন দেশে কী চলছে! ঈশ্বরের জায়গায় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়েছিলেন উনি। এঁরাও তো ঈশ্বর।"

এরপর অভিষেক জানান, মতুয়া ভাইরা বিজেপিকে এক বুক আশা-আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছিলেন ৷ তাঁদের ধর্মের প্রসার ঘটিয়ে, ন্যায্য দাবিগুলি আগামিদিনে বাস্তবায়িত করা হবে ৷ এটাই ছিল তাঁদের আশা ৷ কিন্তু আরাধ্য দেবতা শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের নাম নেওয়ায় মমতাবালা ঠাকুরের শপথ গ্রহণ অনুষ্ঠান জগদীপ ধনকর বাতিল করে দিয়েছেন।

জগদীপ ধনকড় দেশের উপরাষ্ট্রপতি আর বাংলার প্রাক্তন রাজ্যপাল। তিনি মমতা বালা ঠাকুরের শপথ গ্রহণ অনুষ্ঠান মাঝপথে থামিয়ে দিয়েছেন। অভিষেক বলেন, "এই জগদীপ ধনকড় ধারাবাহিকভাবে বাংলার বিরোধিতা করেছিলেন বলেই বড় পদ পেয়েছেন। এই কারণেই আমরা বিজেপিকে বাংলা-বিরোধী বলি। বিজেপি শুধু আপনার ভোট চাইছে না। বিজেপি আপনাকে নিয়ন্ত্রণ করতে চাইছে। আর যদি তা না-পারে তাহলে আপনার সব বন্ধ।"

উল্লেখ্য, বেশ কিছু দাবিদাওয়া নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যা-সহ প্রথম সারির তৃণমূল নেতারা ৷ দুদিন আগেও রাজ্যের সাংবিধানিক প্রধানের সঙ্গে দেখা করেছিলেন অভিষেকরা ৷ এদিন ফের রাজভবনে গেল তৃণমূল ৷ সাক্ষাৎ শেষে একাধিক প্রশ্নে বিজেপি থেকে শুরু করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

আরও পড়ুন

1. জলপাইগুড়িতে বাড়ি তৈরির অনুমতি দেয়নি কমিশন, দাবি অভিষেকের

2. নোটবইতে মুখ্যমন্ত্রীর ছবি, মমতার বিরুদ্ধে কমিশনে তৃতীয় বিধিভঙ্গের অভিযোগ বিজেপির

3. পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইকে তদন্তের নির্দেশ হাইকোর্টের, ডিভিশন বেঞ্চে রাজ্য

Last Updated : Apr 11, 2024, 6:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.