হুগলি, 9 এপ্রিল: এনআইএ আধিকারিকের সঙ্গে বিজেপি নেতার সাক্ষাতের দাবি করেছিলেন তৃণমূল ৷ রবিবার এই মর্মে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের কুণাল ঘোষ ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ এই ঘটনায় আদর্শ আচরণবিধি লঙ্ঘন হয়েছে বলেও অভিযোগ করেছে তৃণমূল ৷ এবার এই ঘটনায় সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল ৷ মঙ্গলবার সন্ধ্যায় হুগলিতে সাংবাদিকদের এই কথা বললেন তৃণমূলের সেকেন্ড-ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷
এদিন অভিষেক জিতেন্দ্র তিওয়ারির নাম না-করে বলেন, "এনআইএ-র পক্ষে যিনি বলছেন, তাঁকে একটা কথা বলতে চাই, বিজেপির যে নেতা এনআইএ-র অফিসে গিয়েছিল, তাঁর হাতে প্যাকেট ছিল ৷ তিনি বেরবার সময় তাঁর হাত খালি ছিল ৷ আমরা এই হাইকোয়ালিটি ভিডিয়ো ফুটেজ দেব সুপ্রিম কোর্টে ৷ যা বলার তিনি যেন কোর্টে বলেন ৷"
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেছিলেন, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে এনআইএ এসপি ধনরাম সিংয়ের 52 মিনিটের বৈঠক হয়েছে ৷ এই এনআইএ এসপি’র বিরুদ্ধে তদন্ত করুক পুলিশ ৷ ভোটের আবহে 26 মার্চ নিউটাউনে এনআইএ এসপি ধনরাম সিং-এর বাড়িতে বৈঠক করেন জিতেন্দ্র তিওয়ারি ৷ এনআইএ এসপি ধনরাম সিংকে বহিষ্কার করুন নির্বাচন কমিশন ৷
এদিকে সম্প্রতি পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে মধ্যরাতে তল্লাশি চালায় এনআইএ ৷ ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনার তদন্তে তিনজন তৃণমূল নেতাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এই ঘটনায় এনআইএ-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছে তৃণমূল ৷ এই অবস্থায় আজই ধনরাম সিংকে দিল্লিতে তলব করা হয়েছে ৷
এই নিয়ে অভিষেক বলেন, "আমরা এনআইএ-র এসপি-র বিরুদ্ধে অভিযোগ করছি ৷ এছাড়া তাঁর মদতপুষ্ট যাঁরা, তাঁদের বিশেষত এনআইএ-র ডিরেক্টর ৷ এনআইএ-র ডিরেক্টর জেনারেলের অনুমতি ছাড়া একজন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন না ৷ বিশেষত যখন আদর্শ আচরণবিধি চালু রয়েছে এবং নিজের বাড়িতে, দফতরে নয় ৷ শুধু এনআইএ, এসপিকে ডেকে পাঠালেই হবে না ৷ লোকদেখানো শোকজ জারি করা বা ধমকানো !"
এখানে ডায়মন্ডহারবারের তৃণমূল প্রার্থী প্রাক্তন ডিজি রাজীব কুমারের প্রসঙ্গে উত্থাপন করে বলেন, "পশ্চিমবঙ্গের ডিজির বিরুদ্ধে আপনি যখন অভিযোগ করেছেন, তখন তো খালি একজন এসপিকে বদলেই থেমে থাকেননি ৷ আপনি 48 ঘণ্টায় দু'বার ডিজিকে বদলেছেন ৷ তাহলে এখানে এনআইএ-র ডিরেক্টর কেন বদলাবে না ? এনআইএ-র ডিরেক্টরের দায়িত্ব তো এখন স্বরাষ্ট্রমন্ত্রকের নয় ৷ স্বরাষ্ট্রমন্ত্রকও এখন নির্বাচন কমিশনের অধীনে ৷ দায়িত্ব নির্বাচন কমিশনের ৷ তারা এই দায় এড়িয়ে যেতে পারে না ৷ আমরা এটাই বলেছি ৷"
আরও পড়ুন: