কলকাতা, 5 মার্চ: কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় । আজ সকাল সাড়ে দশটা নাগাদ তিনি পদত্যাগ করেন । সেই সংক্রান্ত চিঠি তিনি পাঠাবেন দেশের রাষ্ট্রপতি ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ।
মঙ্গলবার সকাল সাড়ে দশটার পরে তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গেও দেখা করেন । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত পরশুদিনই ঘোষণা করেছিলেন তিনি আজ সকালে তাঁর ইস্তফাপত্র পাঠাবেন দেশের রাষ্ট্রপতি ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে । একইসঙ্গে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে মৌখিকভাবে জানাবেন বলে জানিয়েছিলেন তিনি । সেই মতোই আজ সকাল সাড়ে দশটা নাগাদ প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।
কলকাতা হাইকোর্টের সামনে মাস্টারদা সূর্য সেনের মূর্তির পাদদেশে সাংবাদিক সম্মেলন করে তিনি তাঁর সব কথা জানাবেন বলে জানিয়েছিলেন । যদিও কলকাতা হাইকোর্ট চত্বরে 144 ধারা জারি থাকায় তিনি তাঁর সল্টলেকের বাড়িতে সাংবাদিক সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছেন ।
ইস্তফা দেওয়ার ইচ্ছেপ্রকাশ করার সঙ্গে সঙ্গে রাজনীতির ময়দানে নামারও ইঙ্গিত দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় । কিন্তু আগামী দিনে তাঁকে কোন দলে দেখা যাবে তা এখনও স্পষ্ট নয় । অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বারবার তৃণমূল কংগ্রেসকে তুলোধোনা করতে দেখা গিয়েছে ৷ আবার গতকালই তাঁর মুখে শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্তুতি ৷ এর থেকেই রাজনীতির কারবারিরা মনে করছেন যে, নিজের কথাতেই তাঁর ইঙ্গিত স্পষ্ট করে দিয়েছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ৷ শোনা যাচ্ছে, বিজেপির হয়ে আগামী লোকসভা নির্বাচনে তমলুক থেকে প্রার্থী হতে পারেন তিনি । যদিও এ বিষয়ে কোনও নিশ্চিত খবর এখনই পাওয়া যাচ্ছে না ৷
প্রসঙ্গত, বিচারপতি হিসেবে রাজ্যে দুর্নীতি মামলায় একের পর এক ঐতিহাসিক রায় দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় । গতকাল তাঁর কর্মজীবনের শেষ দিনে আক্ষেপ করতে দেখা গিয়েছে বহু চাকরিপ্রার্থীকে ৷ তাঁর ইস্তফার কথা শুনে সোমবার বহু মামলাকারী এজলাসে তাঁর সামনেই কেঁদে ফেলেন । আগামী দিনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কী ভূমিকা নেন, তারই অপেক্ষায় সাধারণ মানুষ ৷
আরও পড়ুন: