ETV Bharat / state

মমতাকে 'কুরুচিকর' মন্তব্য, কমিশনের কড়া শাস্তির মুখে প্রাক্তন বিচারপতি অভিজিৎ - Lok Sabha Election 2024

Abhijit Gangopadhyay: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে 'কুরুচিকর' মন্তব্য করায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কড়া শাস্তি দিল নির্বাচন কমিশন ৷ আজ বিকেল থেকে 24 ঘণ্টা প্রচার করতে পারবেন না তমলুকের প্রার্থী ৷

ETV BHARAT
কমিশনের কড়া শাস্তির মুখে অভিজিৎ গঙ্গোপাধ্যায় (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 21, 2024, 2:14 PM IST

Updated : May 21, 2024, 2:41 PM IST

কলকাতা, 21 মে: নির্বাচন কমিশনের কড়া শাস্তির মুখে পড়লেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ আজ বিকেল পাঁচটা থেকে আগামিকাল অর্থাৎ বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত তিনি কোনও রকম প্রচার করতে পারবেন না ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে 'অত্যন্ত কুরুচিকর' মন্তব্যের জন্য তমলুকের বিজেপি প্রার্থীর তীব্র নিন্দা করেছে জাতীয় নির্বাচন কমিশন ৷

জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠানো চিঠিতে এও লেখা হয়েছে যে, বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে যে মন্তব্য করেছেন তা 'অত্যন্ত কুরুচিকর'। যেহেতু তাঁর এই মন্তব্য নির্বাচনী আচরণবিধির পরিপন্থী, তাই আজ বিকেল পাঁচটা থেকে আগামী 24 ঘণ্টার জন্য তাঁর প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন ৷ প্রাক্তন বিচারপতিকে সতর্ক করে কমিশন বলেছে, ভবিষ্যতে যেন কারও বিরুদ্ধে এই ধরনের মন্তব্য না করেন বিজেপি প্রার্থী ৷

প্রসঙ্গত, গত 15 মে তমলুকের একটি নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে 'কুরুচিকর' মন্তব্য করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তাঁর সেই মন্তব্যের বিরোধিতা করে গত 16 মে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ জানানো হয় জাতীয় নির্বাচন কমিশনে ৷ সেই অভিযোগ খতিয়ে দেখে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করা হয়েছিল ।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নিয়ে নির্বাচনী আধিকারিকের কাছে আগেই রিপোর্ট তলব করেছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় । সেই রিপোর্ট মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে পৌঁছনোর পরে তা পাঠিয়ে দেওয়া হয় দিল্লির জাতীয় নির্বাচনী আধিকারিকের দফতরে । আগে জানানো হয়েছিল যে, এই বিষয়ে রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে দিল্লি ।

সেই মতোই তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করা হয় । কুড়ি তারিখ বিকেল পাঁচটার মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শোকজের উত্তর দেওয়ার কথা ছিল ৷ নির্ধারিত সময়েই তিনি তাঁর বক্তব্য জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে দেন । তাঁর উত্তরের ভিত্তিতেই প্রাক্তন বিচারপতিকে দোষী সাব্যস্ত করেছে কমিশন ৷ সেই মতোই মঙ্গলবার কমিশনের শাস্তির মুখে পড়তে হল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ৷

উল্লেখ্য, ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় মুখ্যমন্ত্রীকে নিশানা করতে দেখা যায় তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ৷ ভিডিয়ো দেখা যায়, একটি নির্বাচনী সভায় তিনি বলছেন, "রেখা পাত্রকে কেনা হয়েছিল 2 হাজার টাকায় !‌ মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে 8 লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও। তোমার হাতে কেউ 10 লাখ টাকা দেয় আর রেশন হাওয়া করে দেয় অন্য দেশে। ভারতেই থাকে না সে রেশন। তোমার রেট 10 লাখ টাকা কেন ? তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে মেকআপ করো বলে ? রেখা পাত্র গরিব মানুষ । লোকের বাড়িতে কাজ করে । আমাদের প্রার্থী । মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সুন্দরী নন । সে জন্যই কি তাঁকে 2 হাজারে কেনা যায় ? একজন মহিলা হয়ে অন্য এক মহিলা সম্পর্কে কী করে ওই উক্তি করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ।"

আরও পড়ুন:

  1. বিপাকে অভিজিৎ ! মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে শো-কজ কমিশনের
  2. 'মমতা তুমি কত টাকায় বিক্রি হও', অভিজিতের মন্তব্যে কমিশনের দ্বারস্থ তৃণমূল
  3. অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপে 'না' হাইকোর্টের

কলকাতা, 21 মে: নির্বাচন কমিশনের কড়া শাস্তির মুখে পড়লেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ আজ বিকেল পাঁচটা থেকে আগামিকাল অর্থাৎ বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত তিনি কোনও রকম প্রচার করতে পারবেন না ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে 'অত্যন্ত কুরুচিকর' মন্তব্যের জন্য তমলুকের বিজেপি প্রার্থীর তীব্র নিন্দা করেছে জাতীয় নির্বাচন কমিশন ৷

জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠানো চিঠিতে এও লেখা হয়েছে যে, বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে যে মন্তব্য করেছেন তা 'অত্যন্ত কুরুচিকর'। যেহেতু তাঁর এই মন্তব্য নির্বাচনী আচরণবিধির পরিপন্থী, তাই আজ বিকেল পাঁচটা থেকে আগামী 24 ঘণ্টার জন্য তাঁর প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন ৷ প্রাক্তন বিচারপতিকে সতর্ক করে কমিশন বলেছে, ভবিষ্যতে যেন কারও বিরুদ্ধে এই ধরনের মন্তব্য না করেন বিজেপি প্রার্থী ৷

প্রসঙ্গত, গত 15 মে তমলুকের একটি নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে 'কুরুচিকর' মন্তব্য করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তাঁর সেই মন্তব্যের বিরোধিতা করে গত 16 মে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ জানানো হয় জাতীয় নির্বাচন কমিশনে ৷ সেই অভিযোগ খতিয়ে দেখে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করা হয়েছিল ।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নিয়ে নির্বাচনী আধিকারিকের কাছে আগেই রিপোর্ট তলব করেছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় । সেই রিপোর্ট মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে পৌঁছনোর পরে তা পাঠিয়ে দেওয়া হয় দিল্লির জাতীয় নির্বাচনী আধিকারিকের দফতরে । আগে জানানো হয়েছিল যে, এই বিষয়ে রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে দিল্লি ।

সেই মতোই তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করা হয় । কুড়ি তারিখ বিকেল পাঁচটার মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শোকজের উত্তর দেওয়ার কথা ছিল ৷ নির্ধারিত সময়েই তিনি তাঁর বক্তব্য জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে দেন । তাঁর উত্তরের ভিত্তিতেই প্রাক্তন বিচারপতিকে দোষী সাব্যস্ত করেছে কমিশন ৷ সেই মতোই মঙ্গলবার কমিশনের শাস্তির মুখে পড়তে হল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ৷

উল্লেখ্য, ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় মুখ্যমন্ত্রীকে নিশানা করতে দেখা যায় তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ৷ ভিডিয়ো দেখা যায়, একটি নির্বাচনী সভায় তিনি বলছেন, "রেখা পাত্রকে কেনা হয়েছিল 2 হাজার টাকায় !‌ মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে 8 লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও। তোমার হাতে কেউ 10 লাখ টাকা দেয় আর রেশন হাওয়া করে দেয় অন্য দেশে। ভারতেই থাকে না সে রেশন। তোমার রেট 10 লাখ টাকা কেন ? তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে মেকআপ করো বলে ? রেখা পাত্র গরিব মানুষ । লোকের বাড়িতে কাজ করে । আমাদের প্রার্থী । মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সুন্দরী নন । সে জন্যই কি তাঁকে 2 হাজারে কেনা যায় ? একজন মহিলা হয়ে অন্য এক মহিলা সম্পর্কে কী করে ওই উক্তি করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ।"

আরও পড়ুন:

  1. বিপাকে অভিজিৎ ! মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে শো-কজ কমিশনের
  2. 'মমতা তুমি কত টাকায় বিক্রি হও', অভিজিতের মন্তব্যে কমিশনের দ্বারস্থ তৃণমূল
  3. অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপে 'না' হাইকোর্টের
Last Updated : May 21, 2024, 2:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.