তমলুক, 12 মার্চ: দলের তরফে প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার আগেই তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি কার্যালয়ে হাজির অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ আবার এইদিনই তাঁদের আসার কিছুক্ষণ আগেই হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের পাশে অর্থাৎ বিজেপির কার্যালয়ের ঠিক বিপরীতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে একটি বিতর্কিত পোস্টার দেখা যায় । তাতে লেখা রয়েছে, "অভিজিৎ তুমিতো লোভী তাই বিজেপিতে, জবাব চাইলে মানুষ জবাব দাও ?" পোস্টারের নিচে প্রচারকের নাম লেখা রয়েছে আইনজীবী তথা তৃণমূল নেতা পার্থসারথি মাইতির।
পোস্টার দেওয়ার বিষয়টি স্বীকার করে পার্থসারথি মাইতি বলেন, "অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার আমরাই দিয়েছি । তার কারণ হচ্ছে, তিনি বিচারপতির চাকরি ছেড়ে কী করে বিজেপিতে যোগদান করলেন ?"
যদি এই বিষয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন,"লোকে তো বিরোধিতা করবেই । আমার বিরোধিতা করতে দিন । আমার আপনাদের কাছে একটাই আবেদন থাকবে ৷ সারা পশ্চিমবঙ্গে একটাই বার্তা ছড়িয়ে দিন, তৃণমূলকে একটিও ভোট নয় । আমরা তৃণমূলের চুরি দুর্নীতি অনেক দেখলাম, আর নয় । এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে 2026 সালে আমাদের বাংলায় ক্ষমতায় আসতে হবে । না হলে পশ্চিমবঙ্গে বাঙালিরা কিছুতেই বাঁচবে না ৷ 500 টাকা দিচ্ছে আর এক কোটি টাকা চুরি করছে । এটাকে ধ্বংস করতে হবে ।"
মঙ্গলবার শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি তমলুক বিজেপি কার্যালয়ে যান ৷ তমলুকের বিভিন্ন জায়গায় তাঁর নামে শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখনও ৷ এদিন বিজেপি কার্যালয়ে যাওয়ার পর তমলুকের বর্গভীমা মন্দিরে পুজো দিতে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ময়নার বিধায়ক অশোক দিন্দা ও হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল-সহ অন্যান্য নেতৃত্বরা ।
আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলায় 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে 20টি প্রার্থীর নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় বিজেপি । এখনও পশ্চিমবঙ্গের 22টি কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করা বাকি । সেই 22টি কেন্দ্রের মধ্যে রয়েছে তমলুক ৷ এখনও নাম ঘোষণা না হলেও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আজকের পরিদর্শনে বুঝতে আর বাকি নেই যে তিনিই তমলুকে পদ্ম শিবিরের প্রার্থী ৷
আরও পড়ুন :