ধুবুলিয়া (নদিয়া), 7 এপ্রিল: লোকসভা নির্বাচনের আগে নরকঙ্কাল উদ্ধার ৷ যা ঘিরে চাঞ্চল্য নদিয়ার ধুবুলিয়া থানার বাহাদুরপুরে। রবিবার সেখানে স্থানীয় একটি পানা পুকুর থেকে উদ্ধার হয় নরকঙ্কালটি ৷ নির্বাচনের আগে নরকঙ্কাল উদ্ধারের ঘটনায় স্বভাবতই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে ৷ যা নিহতের পরিচয় এখনও জানা যায়নি ৷
এদিন এক পুকুরপাড় থেকে হঠাৎই দুর্গন্ধ পান স্থানীয় বাসিন্দারা ৷ কৌতুহলবশত পুকুর পাড়ে উঁকি দিতেই চক্ষু চড়ক গাছ ৷ দেখা যায় পানা পুকুরের মধ্যে পড়ে আছে একটি দেহ ৷ স্থানীয়রাই ধুবুলিয়া থানায় খবর দেন। পুলিশ গিয়ে কঙ্কালটিকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় ৷ পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এটি খুন নাকি আত্মহত্যা, তা তদন্ত রিপোর্ট এলেই জানা যাবে ৷ এদিকে নির্বাচনের আগে পানা পুকুর থেকে কঙ্কাল উদ্ধারের ঘটনা নিমেষের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে ৷
শুরু হয় রাজনৈতিক তরজা। এই প্রসঙ্গেই এলাকার তৃণমূলের জেলা পরিষদ সদস্য নজরুল বিশ্বাস বলেন, "বিষয়টি পুরোটাই প্রশাসনের নজরে রয়েছে। আমরা চাই সত্য ঘটনা সামনে আসুক। তবে কিছু কিছু রাজনৈতিক দল অহেতুক এটিকে রাজনৈতিক চক্রান্ত বলে চালানোর চেষ্টা করছে। তবে এই সমস্ত ঘটনা মূলত ব্যক্তিগত শত্রুতার কারণে হয়ে থাকে।" তার কথার রেশ ধরেই নদিয়া জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক মনসুর শেখ বলেন, "অবিলম্বে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি । তাঁরা বিভাগীয় তদন্ত শুরু করুক। কৃষ্ণনগর দুই নম্বর ব্লক শান্তশিষ্ট ব্লক। এখানে কোনও উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলে অবিলম্বে প্রশাসনের নজর রাখা উচিত।"
ঘটনাকে রাজনৈতিক চক্রান্ত বলে মনে করছে বিজেপি নেতা মহাদেব সরকার । তিনি জানান, অপরাধ করেও কোনও শাস্তি হয় না অপরাধীদের ৷ খুনি-ধর্ষক ঘুরে বেড়ায় ৷ প্রশাসন উদাসীন ৷ তাই এই সমস্ত ঘটনা দিন দিন বেড়ে চলেছে। লোকসভা নির্বাচনের আগে অপারাধীদের মাথাচাড়া দিয়ে ওঠার প্রমাণ এদিনের এই ঘটনা ৷ অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি ৷
আরও পড়ুন: