কানাইপুর, 17 ফেব্রুয়ারি: আট বছরের শিশুকে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ। মর্মান্তিক ঘটনাটি কানাইপুর আদর্শনগর ইংলিশ রোড এলাকার। মৃতার নাম স্নেহাংশু শর্মা। সে চতুর্থ শ্রেণির ছাত্র ছিল বলে জানা গিয়েছে। ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষজন ৷ কী কারণে এই খুন, তা জানতে তদন্তে পুলিশ ৷
জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় প্রতিদিনের মতো ঘরে একাই পড়াশোনা ও খেলা করছিল ছোট্ট স্নেহাংশু। তার বাবা পঙ্কজ শর্মা কলকাতার একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন। তার মা গুড্ডি শর্মা তিনিও একটি কসমেটিকের দোকানে কাজ করতে গিয়েছিলেন। পাশের বাড়ির খুড়তুতো বোন আচমকা ঘরে ঢুকে স্নেহাংশুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ৷ এরপরে প্রতিবেশীদের সাহায্যে ছোট্ট স্নেহাংশুকে হিন্দমোটরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আট বছরের স্নেহাংশুর গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। মাথায় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে বলে অনুমান। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ তদন্তে নেমেছে। পারিবারিক শত্রুতা নাকি অন্যকিছু, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ এলাকার বাসিন্দা ভরত শর্মা বলেন, "আট বছরের শিশুকে এইভাবে মেরে ফেলার ঘটনায় আমরা আতঙ্কিত ৷ এতো বছর থেকে আমরা এখানে বাস করছি এই প্রথম এই ধরনের ঘটনা ঘটল।"
বিজেপি নেতা পাপু সিং এই ঘটনায় তৃণমূলের দুষ্কৃতীরাজকে তুলে ধরেছেন ৷ তিনি বলেন, "এখানে আগেও সমাজ বিরোধীদের অত্যাচার ছিল। জনবসতিপূর্ণ এলাকায় কে ঢুকে এভাবে খুন করল তা দুশ্চিন্তার বিষয় ৷ সাধারণ মানুষ আতঙ্কিত ৷ আমরা চাই 24 ঘণ্টার মধ্যে পুলিশ প্রশাসন দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক। না-হলে আন্দোলন হবে সাধারণ মানুষকে নিয়ে।" কানাইপুরের প্রাক্তন তৃণমূল প্রধান আচ্ছালাল যাদব জানান, কানাইপুরে একটি শিশুকে খুন করা হয়েছে । এই ঘটনায় কে বা কারা যুক্ত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ।
আরও পড়ুন:
1. চকোলেটের লোভ দেখিয়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ধৃত প্রতিবেশী যুবক
2. জলাশয়ে উদ্ধার নরকঙ্কাল, ঘটনায় চাঞ্চল্য কালিয়াগঞ্জে
3. সঙ্গীকে বাঁচাতে বাঘের সঙ্গে লড়াই, সুন্দরবনে দক্ষিণরায়ের হামলায় মৃত্যু মৎস্যজীবীর