ETV Bharat / state

4 বিধানসভা ব্যয় সংবেদনশীল হিসেবে ঘোষণা কমিশনের, মোতায়েন বিশেষ সার্ভেলিয়েন্স টিম

Malda Assembly: মালদায় চারটি বিধানসভা এলাকাকে ব্যয় সংবেদনশীল হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন ৷ তার জেরেই অতিরিক্ত সার্ভেলিয়েন্স টিম মোতায়েন করা হচ্ছে এই এলাকাগুলিতে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 17, 2024, 7:45 AM IST

Updated : Mar 17, 2024, 10:48 AM IST

মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়ার বক্তব্য

মালদা, 17 মার্চ: দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের চারটি বিধানসভা ক্ষেত্রকে ব্যয় সংবেদনশীল হিসেবে চিহ্নিত করল নির্বাচন কমিশন । এই এলাকাগুলিতে অতিরিক্ত সার্ভেলিয়েন্স টিম মোতায়েন করা হবে । যদিও নির্বাচনের জন্য মালদা জেলায় মোট কত কোম্পানি কেন্দ্রীয়বাহিনী আসছে তা নিয়ে প্রশাসনের তরফে কোনও মন্তব্য করা হয়নি ।

এই নিয়ে শনিবার সন্ধেয় জেলা প্রশাসনিক ভবনের আরটিসি হলে সাংবাদিক বৈঠকে জেলাশাসক নীতিন সিংহানিয়া জানান, এই লোকসভা নির্বাচনে মালদা জেলায় মোট 3 হাজার 88টি বুথ থাকছে । মোট ভোটার সংখ্য়া 31 লক্ষ 40 হাজার 963 জন । এর মধ্যে পুরুষ রয়েছে 15 লক্ষ 95 হাজার 612 জন ৷ মহিলার সংখ্যা 15 লক্ষ 45 হাজার 256 জন ৷ বাকি 95 জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন । আজ থেকে আদর্শ আচরণ বিধি লাগু হয়েছে । আদর্শ আচরণ বিধি সুষ্ঠুভাবে পালনের জন্য মালদা জেলায় 64টি ফ্লাইং স্কোয়াড টিম, 42টি ভিডিয়ো সার্ভেলিয়েন্স টিম ও 82টি স্ট্যাটিক সার্ভেলিয়েন্স গঠন করা হয়েছে ।

জেলাশাসক আরও জানান, মালদা জেলার দুটি লোকসভা আসনে 19 এপ্রিল পর্যন্ত মনোনয়ন দাখিল করা যাবে । 20 এপ্রিল স্ক্রুটিনি, 22 এপ্রিল মনোনয়ন প্রত্যাহার করা যাবে এবং 7 মে দুটি আসনে নির্বাচন হবে । দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের ইংরেজবাজার, সুজাপুর, মোথাবাড়ি ও ফরাক্কা চারটি বিধানসভা এলাকা ব্যয় সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে । বিগত দিনে জাল নোট বা মাদক পাচারের তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশন এই চারটি বিধানসভা এলাকাকে ব্যয় সংবেদনশীল হিসেবে চিহ্নিত করেছে । এই এলাকাগুলিতে অতিরিক্ত সার্ভেলিয়েন্স টিম মোতায়েন থাকছে । ইতিমধ্যে মালদা জেলায় সাত কোম্পানি কেন্দ্রীয়বাহিনী এসে পৌঁছেছে । কেন্দ্রীয়বাহিনীর জওয়ানরা আস্থা তৈরির কাজ চালাচ্ছে । মালদা কলেজ, পলিটেকনিক, চাঁচল কলেজ ও সিদ্ধেশ্বরী ইনস্টিটিউটে ডিসি-আরসি করা হচ্ছে । উত্তর মালদা লোকসভা কেন্দ্রের ভোট গণনা মালদা কলেজে হবে । দক্ষিণ মালদা কেন্দ্রের ভোট গণনা মালদা পলিটেকনিকে হবে ।

আরও পড়ুন :

  1. 7 দফায় লোকসভা নির্বাচন, শুরু 19 এপ্রিল; গণনা 4 জুন
  2. বাংলার নির্বাচন হবে 7 দফা, ভোটগ্রহণ শুরু 19 এপ্রিল
  3. দেশজুড়ে লাগু হয়ে গেল আদর্শ আচরণবিধি, জেনে নিন কী কী মেনে চলতে হবে

মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়ার বক্তব্য

মালদা, 17 মার্চ: দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের চারটি বিধানসভা ক্ষেত্রকে ব্যয় সংবেদনশীল হিসেবে চিহ্নিত করল নির্বাচন কমিশন । এই এলাকাগুলিতে অতিরিক্ত সার্ভেলিয়েন্স টিম মোতায়েন করা হবে । যদিও নির্বাচনের জন্য মালদা জেলায় মোট কত কোম্পানি কেন্দ্রীয়বাহিনী আসছে তা নিয়ে প্রশাসনের তরফে কোনও মন্তব্য করা হয়নি ।

এই নিয়ে শনিবার সন্ধেয় জেলা প্রশাসনিক ভবনের আরটিসি হলে সাংবাদিক বৈঠকে জেলাশাসক নীতিন সিংহানিয়া জানান, এই লোকসভা নির্বাচনে মালদা জেলায় মোট 3 হাজার 88টি বুথ থাকছে । মোট ভোটার সংখ্য়া 31 লক্ষ 40 হাজার 963 জন । এর মধ্যে পুরুষ রয়েছে 15 লক্ষ 95 হাজার 612 জন ৷ মহিলার সংখ্যা 15 লক্ষ 45 হাজার 256 জন ৷ বাকি 95 জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন । আজ থেকে আদর্শ আচরণ বিধি লাগু হয়েছে । আদর্শ আচরণ বিধি সুষ্ঠুভাবে পালনের জন্য মালদা জেলায় 64টি ফ্লাইং স্কোয়াড টিম, 42টি ভিডিয়ো সার্ভেলিয়েন্স টিম ও 82টি স্ট্যাটিক সার্ভেলিয়েন্স গঠন করা হয়েছে ।

জেলাশাসক আরও জানান, মালদা জেলার দুটি লোকসভা আসনে 19 এপ্রিল পর্যন্ত মনোনয়ন দাখিল করা যাবে । 20 এপ্রিল স্ক্রুটিনি, 22 এপ্রিল মনোনয়ন প্রত্যাহার করা যাবে এবং 7 মে দুটি আসনে নির্বাচন হবে । দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের ইংরেজবাজার, সুজাপুর, মোথাবাড়ি ও ফরাক্কা চারটি বিধানসভা এলাকা ব্যয় সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে । বিগত দিনে জাল নোট বা মাদক পাচারের তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশন এই চারটি বিধানসভা এলাকাকে ব্যয় সংবেদনশীল হিসেবে চিহ্নিত করেছে । এই এলাকাগুলিতে অতিরিক্ত সার্ভেলিয়েন্স টিম মোতায়েন থাকছে । ইতিমধ্যে মালদা জেলায় সাত কোম্পানি কেন্দ্রীয়বাহিনী এসে পৌঁছেছে । কেন্দ্রীয়বাহিনীর জওয়ানরা আস্থা তৈরির কাজ চালাচ্ছে । মালদা কলেজ, পলিটেকনিক, চাঁচল কলেজ ও সিদ্ধেশ্বরী ইনস্টিটিউটে ডিসি-আরসি করা হচ্ছে । উত্তর মালদা লোকসভা কেন্দ্রের ভোট গণনা মালদা কলেজে হবে । দক্ষিণ মালদা কেন্দ্রের ভোট গণনা মালদা পলিটেকনিকে হবে ।

আরও পড়ুন :

  1. 7 দফায় লোকসভা নির্বাচন, শুরু 19 এপ্রিল; গণনা 4 জুন
  2. বাংলার নির্বাচন হবে 7 দফা, ভোটগ্রহণ শুরু 19 এপ্রিল
  3. দেশজুড়ে লাগু হয়ে গেল আদর্শ আচরণবিধি, জেনে নিন কী কী মেনে চলতে হবে
Last Updated : Mar 17, 2024, 10:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.