ETV Bharat / state

ফের কাঠগড়ায় পুলিশ ! মদ্যপান করে পানশালায় গণ্ডগোলে গ্রেফতার 3 কর্মী - Cops Arrested in Howrah

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2024, 8:09 PM IST

Cops Arrested in Howrah: আরজি কর-কাণ্ডের জনতার রোষের মুখে থাকা পুলিশ ফের কাঠগড়ায় ! এবার ঘটনা হাওড়ার ৷ মদ্যপান করে পানশালায় গণ্ডগোল করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে 3 পুলিশকর্মীকে ৷

ETV BHARAT
ফের কাঠগড়ায় পুলিশ ! মদ্যপান করে পানশালায় গণ্ডগোলে গ্রেফতার 3 কর্মী (প্রতীকী চিত্র)

হাওড়া, 16 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডের পর থেকেই জনতার রোষের মুখে পুলিশ ৷ ওই ঘটনায় অভিযুক্ত হিসেবে প্রথমেই গ্রেফতার হয়েছেন এক সিভিক ভলান্টিয়ার ৷ আর সম্প্রতি গ্রেফতার হন টালা থানার প্রাক্তন ওসি ৷ এই আবহেই ফের কাঠগড়ায় পুলিশ ! হাওড়ার এক পানশালায় মদ খেয়ে গণ্ডগোল করার অভিযোগে গ্রেফতার হলেন এক পুলিশকর্মী ৷

ঘটনাটি ঘটে হাওড়ার সাঁকরাইল থানার অন্তর্গত আলমপুর সংলগ্ন জালান এক নম্বর গেটের কাছে একটি হোটেলে । 116 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন আলমপুর এলাকায় রাতে মদ খেতে এসে একটি পানশালায় ঝামেলা করার অভিযোগ ওঠে তিনজন পুলিশ কর্মীর বিরুদ্ধে । এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সাঁকরাইল থানার পুলিশ আধিকারিকরা । অভিযুক্তদের সেখান থেকে আটক করে থানাতে নিয়ে যাওয়া হয় ৷ পরে তাঁদের গ্রেফতার করে সাঁকরাইল থানার পুলিশ ৷

সূত্রের তরফে জানা যাচ্ছে, অভিযুক্ত তিন পুলিশকর্মী হোটেলে মদ্যপান করে টাকা দিতে অস্বীকার করায় গণ্ডগোল শুরু হয় । এরপরেই থানায় খবর দেন হোটেল কর্তৃপক্ষ ৷ এই ঘটনায় গ্রেফতার হওয়া পুলিশকর্মীরা হলেন কনস্টেবল পাঞ্জাব মণ্ডল, অস্থায়ী হোমগার্ড বিজয় পাল ও সিভিক ভলান্টিয়ার অরিন্দম কোঙার । এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি জানিয়েছেন, তিনজনকেই গ্রেফতার করা হয়েছে । এঁদের বিরুদ্ধে মদ খেয়ে ঝামেলা করার অভিযোগ রয়েছে ।

পুলিশ কমিশনার জানান, রবিবার রাতে ওই তিনজন হোটেলে গিয়েছিলেন । সেখানে তাঁরা গণ্ডগোল করছেন, এই খবর পেয়ে সাঁকরাইল থানার পুলিশ ঘটনাস্থলে চলে আসে । ওই তিনজকে আটক করে নিয়ে যায় । সোমবার তাঁদের গ্রেফতার করা হয়েছে । তাঁদের হাওড়া আদালতে পেশ করা হয় । ফের পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

হাওড়া, 16 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডের পর থেকেই জনতার রোষের মুখে পুলিশ ৷ ওই ঘটনায় অভিযুক্ত হিসেবে প্রথমেই গ্রেফতার হয়েছেন এক সিভিক ভলান্টিয়ার ৷ আর সম্প্রতি গ্রেফতার হন টালা থানার প্রাক্তন ওসি ৷ এই আবহেই ফের কাঠগড়ায় পুলিশ ! হাওড়ার এক পানশালায় মদ খেয়ে গণ্ডগোল করার অভিযোগে গ্রেফতার হলেন এক পুলিশকর্মী ৷

ঘটনাটি ঘটে হাওড়ার সাঁকরাইল থানার অন্তর্গত আলমপুর সংলগ্ন জালান এক নম্বর গেটের কাছে একটি হোটেলে । 116 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন আলমপুর এলাকায় রাতে মদ খেতে এসে একটি পানশালায় ঝামেলা করার অভিযোগ ওঠে তিনজন পুলিশ কর্মীর বিরুদ্ধে । এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সাঁকরাইল থানার পুলিশ আধিকারিকরা । অভিযুক্তদের সেখান থেকে আটক করে থানাতে নিয়ে যাওয়া হয় ৷ পরে তাঁদের গ্রেফতার করে সাঁকরাইল থানার পুলিশ ৷

সূত্রের তরফে জানা যাচ্ছে, অভিযুক্ত তিন পুলিশকর্মী হোটেলে মদ্যপান করে টাকা দিতে অস্বীকার করায় গণ্ডগোল শুরু হয় । এরপরেই থানায় খবর দেন হোটেল কর্তৃপক্ষ ৷ এই ঘটনায় গ্রেফতার হওয়া পুলিশকর্মীরা হলেন কনস্টেবল পাঞ্জাব মণ্ডল, অস্থায়ী হোমগার্ড বিজয় পাল ও সিভিক ভলান্টিয়ার অরিন্দম কোঙার । এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি জানিয়েছেন, তিনজনকেই গ্রেফতার করা হয়েছে । এঁদের বিরুদ্ধে মদ খেয়ে ঝামেলা করার অভিযোগ রয়েছে ।

পুলিশ কমিশনার জানান, রবিবার রাতে ওই তিনজন হোটেলে গিয়েছিলেন । সেখানে তাঁরা গণ্ডগোল করছেন, এই খবর পেয়ে সাঁকরাইল থানার পুলিশ ঘটনাস্থলে চলে আসে । ওই তিনজকে আটক করে নিয়ে যায় । সোমবার তাঁদের গ্রেফতার করা হয়েছে । তাঁদের হাওড়া আদালতে পেশ করা হয় । ফের পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.