ETV Bharat / state

বিজেপি কর্মীদের বাড়ি ঢুকে ভাঙচুর ও মারধরের অভিযোগ, গ্রেফতার 26 - West Bengal Bypolls 2024 - WEST BENGAL BYPOLLS 2024

Payradanga BJP-TMC Clash: ভোটের আগেরদিন রাতে উত্তপ্ত রানাঘাট দক্ষিণ কেন্দ্র ৷ একাধিক বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল তৃণমূলের দিকে ৷ ঘটনায় ইতিমধ্যেই 26 জনকে গ্রেফতার করেছে রানাঘাট পুলিশ ৷

Payradanga Agitation
পায়রাডাঙায় বিজেপি কর্মীর বাড়িতে হামলা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 10, 2024, 3:40 PM IST

রানাঘাট, 10 জুলাই: নির্বাচন শুরুর আগে রাজনৈতিক উত্তেজনায় উত্তপ্ত রানাঘাট দক্ষিণ কেন্দ্র ৷ রাত্রিবেলা একাধিক বিজেপি কর্মীর বাড়ি ঢুকে ভাঙচুর এবং মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনায় ইতিমধ্যেই 26 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 323 এবং 224 ধারায় মামলা রুজু করা হয়েছে । ঘটনাটি ঘটেছে পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর প্রীতিনগর এলাকায় ৷

বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর (ইটিভি ভারত)

বিজেপির অভিযোগ, মঙ্গলবার একাধিক দলীয় কর্মীর বাড়িতে ঢুকে তাণ্ডব চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই ৷ ঘটনায় আহত হন দলীয় কর্মীরা ৷ হামলায় গুরুতর আহত হন মহিলারাও ৷ এমনকী ভোট দিতে গেলে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে ৷ বিজেপি কর্মীদের দাবি, ঘটনার সময় বাড়িতে না-থাকার কারণে প্রাণে বেঁচে গিয়েছেন তাঁরা ৷ আহতদের রানাঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর ৷

আরও অভিযোগ, বাড়ির মহিলাদের কাছে বিজেপি কর্মী এবং পঞ্চায়েত সদস্যদের খোঁজ নেওয়া হয় এবং তাঁদের প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসে রানাঘাট থানার পুলিশ। ঘটনায় আতঙ্কে রয়েছেন আক্রান্ত বিজেপি কর্মীদের পরিবার ৷ বিজেপির দাবি, এলাকায় তৃণমূলের সংগঠন অনেকটা দুর্বল হয়ে পড়েছে ৷ সে কারণে আতঙ্ক সৃষ্টি করে উপনির্বাচনে এর প্রভাব ফেলতে চাইছে তারা ৷

উল্লেখ্য, বিজেপি ত্যাগ করা মুকুটমণি অধিকারীকে লোকসভা নির্বাচনে রাণাঘাট থেকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস ৷ কিন্তু সেখানে হেরে যান রানাঘাট দক্ষিণ কেন্দ্রে প্রাক্তন বিজেপি বিধায়ক ৷ লোকসভায় প্রার্থী হওয়ার দরুণ মুকুটমণি বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ায় উপনির্বাচন হচ্ছে সেখানে ৷ পুনরায় সেখানে ঘাসফুলের প্রার্থী মুকুটমণি ৷ বুধবার সকাল 7টা থেকে এই কেন্দ্রে শুরু হয়েছে নির্বাচন ৷ ভোটের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর 19 কোম্পানি ৷ রাজ্য পুলিশের কর্মীরাও রয়েছে তাঁদের সঙ্গে ৷

রানাঘাট, 10 জুলাই: নির্বাচন শুরুর আগে রাজনৈতিক উত্তেজনায় উত্তপ্ত রানাঘাট দক্ষিণ কেন্দ্র ৷ রাত্রিবেলা একাধিক বিজেপি কর্মীর বাড়ি ঢুকে ভাঙচুর এবং মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনায় ইতিমধ্যেই 26 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 323 এবং 224 ধারায় মামলা রুজু করা হয়েছে । ঘটনাটি ঘটেছে পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর প্রীতিনগর এলাকায় ৷

বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর (ইটিভি ভারত)

বিজেপির অভিযোগ, মঙ্গলবার একাধিক দলীয় কর্মীর বাড়িতে ঢুকে তাণ্ডব চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই ৷ ঘটনায় আহত হন দলীয় কর্মীরা ৷ হামলায় গুরুতর আহত হন মহিলারাও ৷ এমনকী ভোট দিতে গেলে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে ৷ বিজেপি কর্মীদের দাবি, ঘটনার সময় বাড়িতে না-থাকার কারণে প্রাণে বেঁচে গিয়েছেন তাঁরা ৷ আহতদের রানাঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর ৷

আরও অভিযোগ, বাড়ির মহিলাদের কাছে বিজেপি কর্মী এবং পঞ্চায়েত সদস্যদের খোঁজ নেওয়া হয় এবং তাঁদের প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসে রানাঘাট থানার পুলিশ। ঘটনায় আতঙ্কে রয়েছেন আক্রান্ত বিজেপি কর্মীদের পরিবার ৷ বিজেপির দাবি, এলাকায় তৃণমূলের সংগঠন অনেকটা দুর্বল হয়ে পড়েছে ৷ সে কারণে আতঙ্ক সৃষ্টি করে উপনির্বাচনে এর প্রভাব ফেলতে চাইছে তারা ৷

উল্লেখ্য, বিজেপি ত্যাগ করা মুকুটমণি অধিকারীকে লোকসভা নির্বাচনে রাণাঘাট থেকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস ৷ কিন্তু সেখানে হেরে যান রানাঘাট দক্ষিণ কেন্দ্রে প্রাক্তন বিজেপি বিধায়ক ৷ লোকসভায় প্রার্থী হওয়ার দরুণ মুকুটমণি বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ায় উপনির্বাচন হচ্ছে সেখানে ৷ পুনরায় সেখানে ঘাসফুলের প্রার্থী মুকুটমণি ৷ বুধবার সকাল 7টা থেকে এই কেন্দ্রে শুরু হয়েছে নির্বাচন ৷ ভোটের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর 19 কোম্পানি ৷ রাজ্য পুলিশের কর্মীরাও রয়েছে তাঁদের সঙ্গে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.