ETV Bharat / state

মুখে কালসিটে দাগ, পা ওড়না দিয়ে বাঁধা; যুবতীর দেহ উদ্ধার ময়নাগুড়িতে - Young Woman Body Recovered - YOUNG WOMAN BODY RECOVERED

Young Woman Body Recovered: আরজি করে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের বিচারের দাবিতে উত্তাল দেশ ৷ এরই মাঝে পা বাঁধা অবস্থায় যুবতীর দেহ উদ্ধার ময়নাগুড়িতে ৷ তদন্তে পুলিশ ৷

Young Woman Body Recovered
যুবতীর দেহ উদ্ধার ময়নাগুড়িতে (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2024, 4:27 PM IST

জলপাইগুড়ি, 3 সেপ্টেম্বর: মুখে কালসিটে দাগ ৷ সঙ্গে মুখে গ্যাজলা । পা ওড়না দিয়ে বাঁধা । আরজি কর-কাণ্ডের আবহে মেঝে থেকে যুবতীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য । মঙ্গলবার ঘটনাটি ঘটে ময়নাগুড়ি থানা এলাকায় । মৃত যুবতীর বয়স 25 বছর । যুবতীর দেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তবে ঘটনার পরেই মৃত যুবতীর পিসি তিস্তা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ । স্থানীয়দের চেষ্টায় পিসিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ।

ময়নাগুড়ি থানার আইসি সুবলচন্দ্র ঘোষ বলেন, "যুবতীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে । আমরা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি । ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে । তাঁর পিসিও আত্মহত্যার চেষ্টা করেছিল ।"

মৃতের পরিবারের দাবি, যুবতী তাঁর পিসির বাড়িতেই থাকতেন । বিগত কয়েকমাস আগে পিসেমশাই অসুস্থ হওয়ার আর্থিক সমস্যা দেখা দেয়া তাঁদের । যুবতী-সহ তাঁর পিসি সপ্তাহ খানেক আগে বাপের বাড়িতে চলে আসেন । সোমবার রাতে সকলে খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে যায় । এক ঘরেই ঘুমাতেন পিসি এবং ভাইঝি । অনেক দেরি হয়ে গেলেও ঘুম থেকে না ওঠায় যুবতীকে ডাকতে যায় বাড়ির লোক ৷ অভিযোগ, সেসময় যুবতী পা বাঁধা অবস্থায় মেঝেতে পড়ে ছিল । মুখ দিয়ে গ্যাজলা বের হচ্ছিল ।

মৃতার খুড়তুতো দাদা বলেন, "কী কারণে এমনটা হল আমরা বুঝতে পারছি না । পিসির সঙ্গেই বোন থাকত । ঘটনার পরে পিসি তিস্তা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিল । স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । আমরা ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কঠোর শাস্তি চাই ।"

জলপাইগুড়ি, 3 সেপ্টেম্বর: মুখে কালসিটে দাগ ৷ সঙ্গে মুখে গ্যাজলা । পা ওড়না দিয়ে বাঁধা । আরজি কর-কাণ্ডের আবহে মেঝে থেকে যুবতীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য । মঙ্গলবার ঘটনাটি ঘটে ময়নাগুড়ি থানা এলাকায় । মৃত যুবতীর বয়স 25 বছর । যুবতীর দেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তবে ঘটনার পরেই মৃত যুবতীর পিসি তিস্তা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ । স্থানীয়দের চেষ্টায় পিসিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ।

ময়নাগুড়ি থানার আইসি সুবলচন্দ্র ঘোষ বলেন, "যুবতীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে । আমরা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি । ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে । তাঁর পিসিও আত্মহত্যার চেষ্টা করেছিল ।"

মৃতের পরিবারের দাবি, যুবতী তাঁর পিসির বাড়িতেই থাকতেন । বিগত কয়েকমাস আগে পিসেমশাই অসুস্থ হওয়ার আর্থিক সমস্যা দেখা দেয়া তাঁদের । যুবতী-সহ তাঁর পিসি সপ্তাহ খানেক আগে বাপের বাড়িতে চলে আসেন । সোমবার রাতে সকলে খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে যায় । এক ঘরেই ঘুমাতেন পিসি এবং ভাইঝি । অনেক দেরি হয়ে গেলেও ঘুম থেকে না ওঠায় যুবতীকে ডাকতে যায় বাড়ির লোক ৷ অভিযোগ, সেসময় যুবতী পা বাঁধা অবস্থায় মেঝেতে পড়ে ছিল । মুখ দিয়ে গ্যাজলা বের হচ্ছিল ।

মৃতার খুড়তুতো দাদা বলেন, "কী কারণে এমনটা হল আমরা বুঝতে পারছি না । পিসির সঙ্গেই বোন থাকত । ঘটনার পরে পিসি তিস্তা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিল । স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । আমরা ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কঠোর শাস্তি চাই ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.